Future News BD

Future News BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Future News BD, Digital creator, Narajanganj.
(2)

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ এক...
06/01/2024

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ একজন নিশ্চয়ই অনেক পরিকল্পনা করে কাউকে দিয়ে কাজটা করিয়েছিলো? কোনো দলের হয়ে, কয়টা টাকার জন্য, কোনো একটা স্বার্থ হাসিলের জন্য কিংবা এমনিই।

বাড়ি ফিরছিলো ওরা। যেমন করে মাঝে মাঝেই ট্রেনে করে বাড়ি ফিরি আমরা সবাই। ব্যাগ ভর্তি কাপড় চোপড়, বুকের ওপর প্রিয় বাচ্চাটা, পাশের সিটে জীবনসঙ্গী। বাসা থেকে মা ফোন দিয়ে নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলো, "কদ্দূর আসছো?", ওরা উত্তর দিয়েছিলো, "এইতো কমলাপুর, একটু পরেই ট্রেন থেকে নামবো। ভাত খাবো এসে।"

মা ভাত নিয়ে অপেক্ষা করে আছে। ওরা পুড়ে কয়লা হয়ে গেছে।

ট্রেনের জানালা দিয়ে যে মানুষটার পোড়া মৃতদেহটা ঝুলে আছে, ওটাই বাংলাদেশ। এই মৃত্যু উপত্যকাই আমার দেশ ছিলো। মাঝে মাঝে ভুলে যাই। মাঝে মাঝেই মনে করিয়ে দেওয়া হয়।

আমরা আবার ভুলে যাবো, কাল বা পরশু নতুন ইস্যু এলেই ভুলে যাবো। শুধু ভুলতে পারবে না সেই মানুষটা, যে ভাত নিয়ে বসে রইলো, কিন্তু সেই ভাত খাওয়ার মানুষটা ট্রেনের জানালায় পোড়া লাশ হয়ে ঝুলে রইলো।"

©️~মুশফিকুর রহমান আশিকী

06/01/2024
06/01/2024

ভোট বরজনের দাবিতে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার দপ্তর সম্পাদক নুসরাত হক

31/12/2023

২০২৩টা আমার জন্য ভালোমন্দ মিলিয়ে একটা বছর ছিল।
এই বছর অনেককেই কষ্ট দিয়েছি,নতুন বছর শুরুর আগে সেইসব ভুলের ক্ষমা চাই সবার কাছে।
আশা রাখি ২০২৪ এ কাউকে দুঃখ দিব না।নিজেকেও না।

সবাইকে শুভ নববর্ষ।নতুন বছর সবার জন্য সুখ নিয়ে আসুক।🏵️🏵️🏵️🏵️

07/12/2023

আজ আরিফ ভাই ও সৌভিক ভাইয়ের মৃত্যুতারিখ ছিল। দেখতে দেখতে ১ মাস চলে গেল। হয়তো ক্ষত শুকিয়ে আসছে। তবে নিজেকে দিয়েই মনে হচ্ছে এই ক্ষত দীর্ঘমেয়াদী দাগ কেটে গেছে ভিতরে। প্রতিদিন হাঁটতে চলতে উঠতে বসতে পীড়া দেয়। এর মধ্যে স্মরণসভা আয়োজন মানে স্মৃতিগুলোকে বারবার হাতড়ে বেড়ানো, ১ মাস আগের দুঃসহ স্মৃতিকে আবার মনে করিয়ে দেয়া। এ যাবৎ যতগুলো স্মরণসভায় আমরা গিয়েছি সবার বুকেই পাথরের মতো ভার জমে ছিল। তবুও স্মরণ করে যেতে হবে নিজেদের প্রয়োজনেই। আরিফ ভাই, সৌভিক ভাইরা জীবনটাকে যে ভালোবাসা আর উদযাপনের মধ্যে এতগুলো মানুষের জীবনকে নাড়িয়ে দিয়ে যাপন করে যেতে পেরেছেন তা প্রতি মুহূর্তেই আমাদের স্মরণ করতে হবে। আমাদের জানতে হবে অতীতের ছাত্রনেতারা এমন ছিল। আমাদের রাজনীতি থেকে এমন স্বপ্নবান, প্রজ্ঞাবান ও নিষ্ঠাবান মানুষই আমরা তৈরি করতে চাই। আরিফ ভাই মারা যাওয়ার পর তাঁর অসংখ্য স্মৃতিকথা শুনতে শুনতে আমি খেয়াল করি আমি তো ছাত্র রাজনীতি করে এই মানুষটাই হতে চেয়েছি। আমি আসলে আরিফুল ইসলাম হতে চেয়েছিলাম। প্রতিমুহূর্তে চাই।

কাল বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে আমরা স্মরণ সভা আয়োজন করছি আর সি মজুমদার মিলনায়তনে। শুক্রবার, বিকাল ৩টায়। যাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কাল আরিফ ভাই ও সৌভিক ভাইকে স্মরণ করতে চাই সবাই মিলে। সবাই মিলে বলতে হবে- স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।

জনগণের সম্মিলিত সংগ্রাম কখনো বৃথা যায়না! ভোটাধিকারের দাবি আজকে জনগণের বৃহত্তর ঐক্যের মুলসুত্র। এই ভোটচোর ফ্যাসিস্ট সরকা...
06/12/2023

জনগণের সম্মিলিত সংগ্রাম কখনো বৃথা যায়না! ভোটাধিকারের দাবি আজকে জনগণের বৃহত্তর ঐক্যের মুলসুত্র। এই ভোটচোর ফ্যাসিস্ট সরকারের বিদায় চায় জনগণ!

#গণতন্ত্র

৮ ডিসেম্বর, শুক্রবারসন্ধ্যা ৬ টায়আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তন
06/12/2023

৮ ডিসেম্বর, শুক্রবার
সন্ধ্যা ৬ টায়
আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তন

বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আরিফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ফেডারেশনের সাবেক য...
04/12/2023

বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আরিফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ফেডারেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৌভিক করিম'র অকালমৃত্যুতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন পরিবার শোকাহত।

আগামী ৮ই ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় তাঁদের স্মরণে 'স্মরণসভা' আপনাদের সকলকে উপস্থিত হওয়ার আহবান জানাচ্ছি।

নারায়নগঞ্জে সুতা তৈরির কারখানায় আগুন,  নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট
27/11/2023

নারায়নগঞ্জে সুতা তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট

সময় করে চলে আসুন,বিকাল সাড়ে তিনটায় জাতীয় যাদুঘরের সামনে।
23/11/2023

সময় করে চলে আসুন,
বিকাল সাড়ে তিনটায় জাতীয় যাদুঘরের সামনে।

আমাদের নারায়ণগঞ্জ "দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়" এর মেয়ে শিক্ষার্থীদের প্রায় সময় রাস্তায় ইভটিজিং করেন নুরুল ইস...
21/11/2023

আমাদের নারায়ণগঞ্জ "দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়" এর মেয়ে শিক্ষার্থীদের প্রায় সময় রাস্তায় ইভটিজিং করেন নুরুল ইসলাম (৫৫) নামের এই বৃদ্ধ ৷ অভিভাবকদের নিকট ইভটিজিং করার অবস্থায় আজ সকালে তাকে হাতে নাতে ধরা হয় ৷ পরে ফতুল্লা থানা পুলিশ কে ফোন করে এনে অভিযুক্ত কে পুলিশের নিকট সোপর্দ করে স্কুল কর্তৃপক্ষ ৷

Address

Narajanganj

Alerts

Be the first to know and let us send you an email when Future News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share