শেষের কবিতা

শেষের কবিতা কুলহু আল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ।
(1)

09/07/2025

Good morning everyone

09/07/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

19/06/2025

Good Night Everyone

15/06/2025

মধ্যপ্রাচ্য পুড়ছে, আমরা গুনছি শিয়া-সুন্নির হিসেব!

আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া—একটার পর একটা দেশকে ধ্বংস করে দিয়েছে সাম্রাজ্যবাদ।
এখন রাডারে ইরান।
তারপর?
পাকিস্তান।
তারপর?
সৌদি আরব, তুরস্ক—তালিকা তৈরি।

আর আমরা?
আটকে আছি শিয়া-সুন্নি, মাজহাব-মাসআলার বিভ্রান্তিতে।
ডিভাইড অ্যান্ড রুলের এমন নিখুঁত বাস্তবায়ন ব্রিটিশদের চেয়ে আর কে-ই বা পারে!
আজও তারা আমাদের দিয়ে নিজেদের খেলা খেলছে।

কাশ্মীর আর ফিলিস্তিন জ্বলছে প্রতিনিয়ত।
কিন্তু মুসলিম উম্মাহর নেই কোনো সুস্পষ্ট প্রতিবাদ, নেই কোনো একতাবদ্ধ লড়াইয়ের বিপ্লবী সংকল্প।

এই দেশের কিছু মুফতি সাহেবদের চিন্তা-ভাবনা এখন এমন যে —
“শিয়া আর ইরান থেকে তো বরং ইয়াহুদিরাই ভালো!”
— কী ভয়ংকর আত্মঘাতী চিন্তা!

সময় এসেছে আমাদের জেগে ওঠার।
বিভক্তি নয়, ঐক্যই মুসলিম উম্মাহর অস্ত্র।
কাফির নয়, সত্যিকারের শত্রুকে চিনুন।
“তোমরা পরস্পরে বিবাদে জড়িয়ে পড়ো না, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব বিনষ্ট হয়ে যাবে।” (সূরা আনফাল: ৪৬)

14/06/2025

নতুন দিনের নতুন সূর্য নিয়ে এসেছে অগণিত সম্ভাবনা। সকলকে জানায় হৃদয়ের গভীর থেকে সকালের শুভেচ্ছা ☕

13/06/2025

হে আমার মহান সৃষ্টিকর্তা তুমি আমার সবকিছু সহজ করে দাও মালিক। আমিন

13/06/2025

শুভ রাত্রি 💖

ছবি তুলতে গিয়ে সে যখন লজ্জা পাই🥰
13/06/2025

ছবি তুলতে গিয়ে সে যখন লজ্জা পাই🥰

20/03/2025

ঠিক তিন ঘন্টা আগে শায়েখ ইয়াছির (কাবার ইমাম)কাবার প্রান্তরে লাখো মুসলিমদের নিয়ে দোয়া করার ভিডিওটা আপলোড করলেন।
তারপর তিনঘন্টা পর লিখলেন.....
মুসলমানদের সব সমস্যাগুলো যদি শুধু দোয়ার মাধ্যমে সমাধান হতো!
তাহলে আল্লাহর রাসূল (সঃ) যু*দ্ধ করতেন না। অতচ তিনিই হলেন এমন ব্যক্তি, যিনি দোয়া করলে কবুল হয়ে যেতো৷🙂
সুতরাং আপনাকে কি করতে হবে সেটা আর অস্পষ্ট নয়!.**হাদিস:** مَن ماتَ ولَمْ يَغْزُ ولَمْ يُحَدِّثْ به نَفْسَهُ ماتَ علَى شُعْبَةٍ مِن نِفاقٍ **অর্থ:** "যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ না করেই মারা যায় এবং কখনো এর ইচ্ছাও পোষণ করেনি, সে মুনাফিকির একটি শাখার ওপর মারা যায়।" 📖 (সহিহ মুসলিম: ১৯১০)

19/03/2025

গাজাবাসীরা ভালো নেই😭 হে আল্লাহ তুমি গাঁজাবাশীদের হেফাজত করো।

20/02/2025

শুভ রাত্রি

Address

Narajanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেষের কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেষের কবিতা:

Share

Category