24/06/2025
যদি দেখেন কারো মেসেজ পেয়ে আপনি একা একাই হাসছেন, খুব ভালো ফিল হচ্ছে, লজ্জা লাগছে,২৫ টাকার কাভেরি মেহেদী দিয়ে তার নামের প্রথম অক্ষর লিখতে মন চাচ্ছে
তার ছবি দেখে দেখে রোমান্টিক গান শুনতে ইচ্ছে করছে। তার জন্মদিনের জন্য তার জন্মদাত্রী মায়ের থেকে বেশি আপনার নিজের এক্সাইটেড ফিল হচ্ছে৷
তার কথা মত সব কাজিন/ফেন্ডদের সাথে সম্পর্ক ছাড়তে আপনি এক পায়ে দাড়িয়ে গেছেন, তার পছন্দের রঙের জামা-কাপড়, বই-খাতা, ওয়ালপেপার, পার্স, জুতা, নয়ছয় করতে ইচ্ছে করছে, তার জন্য পড়ালেখা চাঙে তুলে বাবা মায়ের সব এক্সপেক্টেশন কটকটি বানাতে ইচ্ছে করছে। ব্যাস তখনই আপনি ৩ টা খুবই জরুরি পদক্ষেপ গ্রহন করবেন।
১.সেই মানুষটার আইডিতে যাবেন এবং আইডির বাম পাশের ৩টা (•••) এমন ডট এ ক্লিক করবেন।
২. ক্লিক করার পর দেখবেন একটা মানুষের কল্লা+কল্লার উপর একটা এমন সাংকেতিক চিহ্ন আসছে। আর ইংরেজিতে লেখা Block. এখানে ছোট্ট করে একটা ক্লিক করবেন।
৩. ব্লক করার পর ৩বার আয়াতুল কুরসি পড়ে দুই কাধে দোনাল্ড টেমপুর মত ঠোট চুকখা করে ফু দিবেন। পরবর্তীতে ঐ ব্লক আর কখনো খুলবেন না।
এইযে যাকে ব্লক করেছেন এই মানুষটি হচ্ছে সীমিত আকারের ইব্লিস লাইট।এরা জীবনে আসে আপনার সুন্দর গোছালো জীবনের ১৩টা বাজাতে। এরা বিয়ে করবে না,কমিটমেন্টে যাবে না,বাতাসে বাতাসে আপনার সময় নষ্ট করে পল্টি নিবে। এদেরকে না বলুন ।
আপনার জীবনে এমনেই প্যারার শেষ নাই,হুদাই রাতে ২/৩টা গুলুগুলু কথা শুনার জন্য জীবনের ১৩ টা বাজায়েন না।
একা একা বেশি খারাপ লাগলে ২টা বিড়াল পালেন।খামচি খাইতে খাইতে প্রেমিক/প্রেমিকার খামচি খাওয়ার ইচ্ছা মিট্যা যাবেনে, তাও প্রেম করতে মন চাইলে করেন।
তখন বুঝবেন কত চালে কত রাইস...জীবন টা হয়ে যাবে " Nice and attractive "😽
আজকের মত লেকচার শেষ😌🥱