09/07/2025
শাশুড়ির পত্র
প্রিয় বউ মা,
একজন মা হয়ে উঠা শারীরিক---কিন্তু একজন শাশুড়ি হয়ে উঠা মানুষিক...একজন মা তার সন্তানকে ১০মাস তার গর্ভে রাখে। জন্ম দেয়, লালন পালন করে। নিজের শরীরের একটা অংশ হল সন্তান...মা হয়ে উঠতে গেলে পৃথিবী ভুলে যেতে হয়...নিজের অস্তিত্ব ভুলতে হয়--কিন্তু শাশুড়ি হতে হলে সন্তান জন্ম দিতে হয় না, সন্তান ধারণ করতে হয়।
তুমি যেদিন প্রথম আমার ঘরে এলে --আমার উত্তেজনা ঠিক তেমনি ছিল যেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম--আমি মা হতে চলেছি!
আমি অতি আগ্রহে তোমার মুখখানি দেখার জন্য বিভোর ছিলাম--ঠিক যেমন মা থাকে সন্তানের মুখ খানি প্রথমবার দেখার জন্য।
তুমি আমার পা স্পর্শ করলে, আমি চমকে উঠলাম!! আরে!!কেন? আমার সন্তানতো প্রথম আমাকে দেখে হেসেছিল--তুমি কেন মিছে মিছে আমার পা ধরে প্রণাম করতে যাবে? জানো তো সম্মান মনে থাকে, স্পর্শে নয়।
তুমিও সেদিন ঠিক নবজাতক শিশুর মতই ভয় পাচ্ছিলে। সেদিন থেকে আমাদের পথ চলা শুরু।।আমার সন্তানকে লালন করতে আমার লেগেছে ২৮বছর,, তোমাকে কি আমি ২৮টা মাস দিতে পারব না??
পারব, হাজার বার পারব..!
আমার সন্তানকে যেভাবে লালন করেছি-
সেই কাজ তো আমার সবটুকুই করে দিয়েছে তোমার মা, আমার বিয়ান..এখন তোমাকে ধারনের কাজটুকু আমার।
জানি আমার শাসন শুনে-মাঝে মাঝে ভ্রু কুঁচকে থাকো-আমার ছেলেটাও থাকে। এই জীবনে অনেকবার আমি তার কাছে অপ্রিয় হয়েছি, অনেকবার রাগ করে ঘর ছেড়ে গেছে সে, আমি রাত অবধি ভাত নিয়ে বসে থেকেছি--সে আবার ঘরে ফিরে এসেছে,"আমি জেগে আছি বিধাই!"
আমাদের মাঝে কখনো sorry নাই--যে যেভাবে রাগ করি সেভাবেই আবার সহজ হয়ে যাই।
তুমিও আমার সন্তান বউমা--তুমিও ভ্রু কুঁচকে থাকবে, রাগ হলে ঘর ছেড়ে যাবে কিন্তু দিন শেষে শুধু এটুকু মনে রেখ "আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকব তুমি না ফেরা পর্যন্ত"!
আমার ছেলে যখন আমার কিছু মানতে চায় না-তখন আমি বলি "তুই বাপ হলে তখন বুঝবি কেন এমন করি"...তোমার অনেক কথার উত্তর কিন্তু সামনে এটাই-"শাশুড়ি হলে বুঝবি কেন এমন করি"..!!
মা সন্তানকে সব সময় আগলে রাখতে চায়,
এটা মায়েদের কৃপণ মন,, আমি তোমাকেও একি ভাবে আগলে রাখতে চাই বউমা। কেও যেন আমার বউকে কিছু না বলতে পারে, দুনিয়া খারাপ তাই চিন্তা হয়--তাই তাড়াতাড়ি ঘরে ফিরতে বলি ৷ সন্দেহ করি না, চিন্তা থাকে। তোর একটা আঁচড়ও আজ আমি সইতে পারিনা, আমার ছেলেটাও যে কষ্ট পাবে। তোকে ঘরের কাজ নিপুণ হাতে শিখতে বলি--পাগলি মেয়ে রাগ করে, তুই বুঝিস না কেন?বয়স বাড়ছে আমার--আজ আছি কাল নাই,, সংসারটা পুরোপুরি না শিখিয়ে দিয়ে গেলে তখনতো হিমশিম খাবি। মানুষ বলবে শাশুড়ি কিছুই শেখায় নাই।
রান্নাটা আস্তে আস্তে শিখতে হবে, তাছাড়া আমার নাতি নাত্নিরা কি খাবে? সারা জীবন কি আমি বেচেঁ থাকব পাগলি..যদি নিশ্চয়তা পেতাম তোদেরকে সারা জীবন দেখতে পারব তাহলে বিশ্বাস কর--তোকে কিচ্ছুটি করতে বলতাম না।আমি তো আছিই। তুই তোর মত ঘুরবি, ফিরবি কাজ করবি।
কিন্তু বয়সের সাথে সাথে ভয়টাও বেড়েছে--তার আগে সংসারটা পুরোপুরি তোকে বুঝিয়ে দিয়ে যেতে হবে। যেমন টা retired করার আগে দায়িত্ব বুঝিয়ে দেয় নতুন কারোর হাতে ঠিক তেমন।
সংসারটা একটা multinational companyর চাইতে কম না, এখানেও senior, junior, boss ownership, budget, journal, audit, ego problem, promotion and balance sheet সব থাকে।।
আমিও এই সংসারের junior member ছিলাম।
promotion হয়ে হয়ে আজ আমি head..
তোকেও এই junior executive থেকে head এ আসতে হবে..অফিসিয়াল একটা secret share করি?? -এই হেড পোষ্টটা কিন্তু কখনো কোন ছেলে পায়না,,এটা মেয়েদের জন্যই থাকে। কারণ ছেলেগুলোও জানে ঘরের সব branchএর হিসাব মিলানো এদের দ্বারা সম্ভব নয়।
সবটুকুই তো বললাম--এখন শুধু মন দিয়ে, পরিশ্রম দিয়ে কাজ করা, office এ promotion পেতে হলে কত কষ্ট করিস, সংসারের promotionএর জন্য এটুকু করতে তো হবেই বল।সব চেয়ে মজার জিনিস কি জানিস-office থেকে চাইলেই retired করা যায়--এখানে retired এর কোন সুযোগ নেই, যত দিন বেঁচে আছিস এই কয়েকটি মানুষ তোর সাথে থাকবে, কেউ মুখ ভেঙচে থাকবে, কেও হাসি মুখেও থাকবে।
সারা জীবন থাকবে। এটাই বা কম কি-- permanent office colleague পেয়ে গেলি।।।আর তোর জীবন সঙ্গী তো আছেই তোর সাথে..!!
কখনো যদি দুমড়ে যাস--একবার আমার দিকে ফিরে তাকাস মা-আমি অনুপ্রেরণা না হয় কিন্তু শিকড় তো বটে। কাজেই আমি কিন্তু পাশে আছি তোর,,পরক্ষ এবং প্রতক্ষ ভাবে। কখনো নিজেকে একা ভেবো না..!!
যদি চলার পথে সঠিক ভালবাসাটুকু প্রকাশ না করতে পারি, যদি কখনো আমি নিজে একটু বিমুখ হয়ে যাই তোর প্রতি--তবে শুধু এটুকু চাইলাম-- আমার কাছে আসবি, আমার সাথে এসে যত খুশি চিল্লাবি, কাঁদবি, ঝগড়া করবি, নিজের অধিকারের সবটুকু আদর কেড়ে নিবি আমার কাছ থেকে।।
কিন্তু কখনো "আমার শাশুড়ি আমাকে দেখতে পারেনা, ভালবাসে না--এসব বলে অভিমান করে থাকবি না"--কথা দে--কোন দিন এই আত্মার সম্পর্ককে অস্বিকার করবিনা...।
মনে রাখিস আমি তোকে জন্ম দিইনি, লালনও করিনি কিন্তু এই আত্মায় তোকে ধারন করেছি..!