Sabuj Ahmmed Vlog

Sabuj Ahmmed Vlog My name is Sabuj Ahmmed. I make travel vlogs and inspire others to travel the world. I love to travel

08/07/2025

কালো ঠোঁট কত সুন্দর করে নাড়াচ্ছে রে
অভিনয়ের জন্য হিরো আলম সেরা রে 😄😁

৳シ゚viral #シ゚vira ゚ ゚viralシfypシ゚vira ্ছে

মেয়েটার হাতের প্লেটে আছে খাসির গরমাগরম চর্বি।হাফ প্লেট ৫০ রুপি। এই হাফ প্লেটে মিডিয়াম সাইজে দেড় টুকরো চর্বি ছোট ছোট পিস ...
07/07/2025

মেয়েটার হাতের প্লেটে আছে খাসির গরমাগরম চর্বি।
হাফ প্লেট ৫০ রুপি। এই হাফ প্লেটে মিডিয়াম সাইজে দেড় টুকরো চর্বি ছোট ছোট পিস করে, সাথে গ্রেভি দিয়ে সার্ভ করছে।

কমেন্টে যদিও মানুষ মেয়েটাকে ধুয়ে দিচ্ছে—চর্বিও কিনে খাওয়ার জিনিস হলো! ভ্লগের বিষয়বস্তু হলো? জীবনে চর্বি মানুষ খায় নাই, দেখা নাই......ইত্যাদি।

ধুয়া মানুষগুলো এই দেশি 🙄

কিন্তু একজন ব্যবসায়ী হিসাবে আমার চোখে প্রথমে আসে—ব্যবসাটা কতটা লাভজনক হবে, আর আইডিয়াটা কতটা ইউনিক!

বাংলাদেশে এরকম ব্যবসার নাম বা দোকান আমি দেখি নাই।
সো, আপনারা যারা বেকার আছেন, মূলধন একদমই কম, নাই বললেই চলে—তাদের জন্য এটা আদর্শ ব্যবসা হইতে পারে। যদি রান্নাটা ভালো করে করতে পারেন।

প্রচুর চর্বি লাভার পাবেন, যারা কিনে চর্বি খাবে।
যেকোনো কসাইয়ের দোকান থেকে কেজি খানেক চর্বি কিনে কসিয়ে রান্না করে, কোন একটা বিজি মোড়ে বসে যান।
একটা ঝকঝকে প্ল্যাকার্ডে "গরুর/খাসির গরম চর্বি", বড় বড় করে লিখে রাখবেন।

বুঝার সুবিধার জন্য আমি লাভের হিসাবেও করে দিচ্ছি,

বর্তমান বাজারে কসাই দোকানে খাসির চর্বির দাম প্রায় ২০০–২২০ টাকা/কেজি।ধরি, ১ কেজি ২২০ টাকা।

আপনি ইন্ডিয়ার মতো হাফ প্লেটে ৫০ টাকা দিলে, প্রতিটি হাফ প্লেটে প্রায় ৭০–৮০ গ্রাম চর্বি যাবে।

তাহলে ১ কেজিতে প্রায় ১২–১৪ প্লেট বের হবে।

তাহলে বিক্রয় মূল্য ১ কেজি = ১৪ প্লেট × ৫০ টাকা = ৭০০ টাকা

টোটাল খরচ,চর্বি ২২০ টাকা+মসলা, গ্রেভি, গ্যাস, প্লেট আনুমানিক 80 টাকা।
সবমিলায়া মোট খরচ = ৩০০ টাকা (প্রায়)

তাহলে লাভ থাকলো
বিক্রি ৭০০ – খরচ ৩০০ = ৪০০ টাকা/কেজি লাভ

দিনে ৪০০ টাকা হলে, মাসে ৪০০*৩,১২০০০ টাকা।

দিনে যদি ৫ কেজি বিক্রি করতে পারেন তাহলে দিনে হয় ২০০০ টাকা লাভ,মাসে হয় ৬০০০০ টাকা লাভ।
অফিস না, দোকান না—শুধু রোডসাইড ফুড স্টল

যারা একটু অন্যভাবে ভাবতে চান, ইউনিক কিছু করতে চান, আর একদম নিচ থেকে শুরু করতে চান—তাদের জন্য এটা একেবারে "Low Cost, High Return" বিজনেস আইডিয়া।😍😍

আইডিয়া কেমন বলেন এখন।

#ব্যবসায়িক_টিপস পর্ব ৪

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা ...
06/07/2025

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়। কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, "ওকে আর একটু থাকতে দাও... সামনে থাকুক, আমি দেখছি!"

তাঁর ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে। কিন্তু রাতের পুরোটা সময়, যখন চারপাশের সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে। স্ত্রীর পাশে, নিঃশব্দ প্রহর গুণে। যেন বলছিলেন, "তুমি একা না, আমি আছি। এখনো আছি।"

এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইলো রাত, নীরবতা আর সেই একফালি আলো। মৃত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়।

ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাঁকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি।

আমরা সবাই চাই, এমন একজনকে, যিনি শুধু জীবনে নয়, মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবেন।

ছবিঃ Mithun Click's

27/06/2025

বিশ্বাস করেন তাদের কে শ্রদ্ধা রেখে বলছি- তারা এমন কোন কনটেন্ট ক্রিয়েটর না যে তাদের কনটেন্ট দেখে কেউ কিছু জ্ঞান অর্জন করে...
18/06/2025

বিশ্বাস করেন তাদের কে শ্রদ্ধা রেখে বলছি- তারা এমন কোন কনটেন্ট ক্রিয়েটর না যে তাদের কনটেন্ট দেখে কেউ কিছু জ্ঞান অর্জন করেছে অথচ তাদের কনটেন্ট মানেই মিলিয়ন ভিউস। আর আমার মনিটাইজেশন যাওয়ার অবস্থা ভিউস এর অভাবে এটা মেনে নিতে কস্ট হয়। এদের ভিডিও আসলে দেখে কারা?
আমি জানি আমার এই পোস্টও ইগনোর করবে সবাই। লাইক বাটন টা চাপলে কি এমন ক্ষতি হবে?

বাংলাদেশে এই প্রথম রেষ্টুরেন্টে ডুকতে ৫০ টাকা টিকেট লাগে ‼️ 📍 মতলব উত্তর চাঁদপুর
10/06/2025

বাংলাদেশে এই প্রথম রেষ্টুরেন্টে ডুকতে ৫০ টাকা টিকেট লাগে ‼️
📍 মতলব উত্তর চাঁদপুর

07/06/2025

ঈদ মোবারক 🌙🌙

📛📣🚫জরুরী ব্রেকিং নিউজ🚫📣📛চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে ব্রিজ ভেঙে ট্রাক আটকে গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ...
03/05/2025

📛📣🚫জরুরী ব্রেকিং নিউজ🚫📣📛

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে ব্রিজ ভেঙে ট্রাক আটকে গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ!

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাদামতল এলাকায় ২ মার্চ (শনিবার) রাতের দিকে একটি পুরাতন ব্রিজ ভেঙে একটি মালবাহী ট্রাক খালে আটকে পড়ে। এর ফলে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় , চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

তাই ঢাকা থেকে কক্সবাজার গামী সকল ধরনের যানবাহন বিকল্প সড়ক হিসেবে চন্দনাইশ-বরকল-আনোযারা সড়ক ব্যবহার করতে পারেন।

ছবি - সংগ্রহ

28/04/2025

রিজার্ভ নিয়ে যাচ্ছি কক্সবাজার

26/04/2025

কোনো কিছুর প্রতি অভিযোগ না রেখে শান্তভাবে সহ্য করা অনেক ভালো.

26/04/2025

অপরূপ অপূর্ব সুন্দর জায়গা দেবতাখুম বান্দরবান

Address

Narajanganj

Alerts

Be the first to know and let us send you an email when Sabuj Ahmmed Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabuj Ahmmed Vlog:

Share