05/20/2025
#চিঠি_নং_১১৫০০
#চিঠি_ঘর
হেই ডিয়ার এক্স এর বাচ্চা এক্স!
কেমন আছো? আশা করি ভালো আছো! অনেক দিন কথা হয় না! আড্ডা হয় না!তোমার আরেক ভালোবাসা চলে আসছে তাই এখন আর এক্স এর খোজ ও নাও না! আজ খুব মিস করছিলাম তাই চিঠি লিখে দিলাম!
তা আমাদের মাওয়া মনি কেমন আছে! ভালো আছে নিশ্চয়ই! ওর ঠিক ঠাক মতো যত্ন নিচ্ছো তো নাকি শুধু জান্স দের সাথেই...
তেমার জান্স গ রে দেখলে জানো মাঝে মাঝে হিংসা হয়! এতো সুন্দর বোনের মতো থাকো তোমরা! একে অপরকে কত ভালোবাসা! তাই তো আমার জেলাসি মন বলে মাইনষের ভালোবাসা দূর থেকেই সুন্দর 🥱তাই আমি কি নজর টজর দিই না!★ আর এত্তু মাঝে মাঝে আমাদের ও খোজ নিও সারাদিন জান্স জান্স করলে কি মার্কেট ফাওন জাইবো! এত্তু এক্স এর দিকে ও দেইখো!
শুনলাম ওই দিকে বন্যা হচ্ছে /হবে! তুমি সাবধানে থাকিও আর মাওয়া মনি কে সাবধানে রাখিও! পানির মধ্যে বাহিরে জাইতে দিও না কেমন! আর ফোনে চার্জ করে রাখিও সবসময়! সবাইর খেয়াল রাখিও পরিবারের!
আচ্ছা চিঠি বড় না করি! তোমার বিরক্তির কারন না হই!
ভালো থেকো! সুন্দর থেকো! আমায় দোয়ায় রাখিও! আল্লাহ হাফেজ!
ইতি
এক্স
(বি:দ্র- আমিও মোটেও জেলাস না চিঠি বড় করার জন্য ভং চং লুখছি তার জন্য আমনের জান্স দের পক্ষ থেকে চরি কয়ে দিয়েন টাটাহ্)
( নিজের পরিচয় গোপন রেখে প্রিয়জনকে চিঠি পাঠাতে আমাদের চিঠিঘর পেজের ইনবক্সে নক করুন)