
11/05/2024
🥹
তানভীর পিয়ালের চলে যাওয়া টা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে।।
বারবার মনে হচ্ছে হুট করে একটা কল আসুক আর কেউ বলুক যে না এখনও বেঁচে আছে!
‘অড সিগনেচার’ ব্যান্ডের “আমার দেহখান” গানের শিল্পী ঢাকা সিলেট হাইওয়ে তে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
অথচ এমন একটা পেশায় আছি যেখানে জীবনের প্রায় অর্ধেক সময় এই সড়কেই কাটতে হয়! জানি না কখন কার সময় চলে আসে।
এই মৃত্যুপুরী তে অনিশ্চয়তায় এভাবেই আসা যাওয়ায় অভ্যস্ত হয়ে উঠেছি, উঠছি আমরা প্রতিদিন।