03/01/2026
আসলে এই পোস্টটা হঠাৎ করেই আমার চোখের সামনে আসে। পুরোটা মন দিয়ে পড়ার পর আমার যে কী পরিমাণ ভালো লেগেছে, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।
এই লেখাটা এতটাই আমার অন্তরে গিয়ে লেগেছে যে নিজেকে থামাতে পারিনি—তাই কপি করে আমার আইডিতে পোস্ট করতে বাধ্য হলাম।
আশা করি সবাই বিষয়টা ক্ষমার চোখে দেখবেন।
সত্যিই যদি এমন কাজ, এমন মন-মানসিকতা সবার ভেতরে থাকত, তাহলে পৃথিবীটা হয়তো আরও অনেক সুন্দর হয়ে উঠত। 🤍
কাজের মেয়ে ফাতেমাকে নিজের বোনের স্বীকৃতি দিলেন তারেক রহমান যা এক অন্যন্য ইতিহাস হয়ে রইল!
তারকে রহমান বলেন আমাদের বাসার কাজের মেয়ে ফাতেমা আমাদের পরিবারের দূঃসময়ে ছায়ার মত পাশে ছিল। যখন আমি স্বপরিবারে লন্ডনে অবস্হান করছিলাম তখন বাসায় মা একা থাকতেন তার সাথে শুধু কাজের মেয়ে ফাতেমা বেগম ছিলেন। সে মায়ের সবকিছু দেখাশুনা করতেন নিজের মেয়ের মত।
এমনকি ২০১৮ সালে যখন আমার মায়ের জেল হয়, তখন মার সেবা যত্ন করার কেউ ছিলনা। এটা ভেবেই ফতেমা আদালতে আবেদন করে যে, স্যার আমি স্বেচ্ছায় ম্যাডাম জিয়ার সঙ্গে জেলে যেতে চাই তার সেবা সুশ্রষা করার জন্য।
তখন আদালত তার কথায় হতবাক হয়েছিলেন এবং আদালত সেই ব্যাবস্হায় করে দিয়েছিলেন যেন ফাতেমা মায়ের সঙ্গে জেলখানাতেই থাকতে পারে। সে আমার মার সঙ্গে ৭৭৮ দিন জেল খেটেছে। আজ আমার মা নেই, এই ১৮ বছরে ফাতেমা মায়ের ছায়া সঙ্গী হবার কারনে, ফাতেমার শরীর থেকে আমার এখনো মায়ের গন্ধ খুঁজে পাই।
তাই আইনি ভাবে তাকে এডপ্ট করে তাকে আমি আমার বোনের স্বীকৃতি দিচ্ছি। আজ থেকে ফাতেমা আমাদের কাজের মেয়ে নন - সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর একমাত্র মেয়ে এবং সে আমরা দুই ভাই -তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো এর একমাত্র বোন।
আমার বাবা মার সব সম্পত্তি থেকে আইনি ভাবে ফাতেমা যা পাবেন, তাকে তাই দেওয়া হবে, সেই সাথে জিয়া পরিবারের একমাত্র মেয়ে হিসেবে মর্যাদা পূর্ন আসনে অধিষ্টিত করা হইল তাকে।
তাই দেশবাসী এবং আমার বাবা মার রেখে যাওয়া বি এন পি দলের সকল মানুষের প্রতি অনুরোধ, আমার বোনকে - আপনাদের নিজের বোনের সন্মানের চোখে দেখবেন।
আমার বোন ফাতেমার জন্য দোয়া এবং শুভ কামনা রইল -
ইতি- তারেক রহমান ❤️
এমন মহৎ কাজার জন্য তারকে রহমান আপনার প্রতি দেশবাসীর সম্মান আরো বেরে গেল। ❤️
#বাংলাদেশ #বাংলাদেশরাজনীতি #খালেদা #জিয়া #তারেক #রহমান #বিএনপি