Farju,s stories

Farju,s stories Life as seen by farju, where every photo and event has a voice.

ঠিক ঠিক!!!!🤣🤣🤣
05/01/2026

ঠিক ঠিক!!!!🤣🤣🤣

04/01/2026

আমাদের দেশে সব থেকে বেশি জাজ করে তারা যাদের থলে শূন‍্য! মর্জিনা খালা কথা বলবে প্রিয়াংকা চোপড়ার ফ‍্যাশন সেন্স নিয়ে, টং এর দোকানে বসে উদাস গলায় নেইমার-মেসির যে ভুল ধরি মনে হয় আমরা ওদের কোচ!

আসলে এই পোস্টটা হঠাৎ করেই আমার চোখের সামনে আসে। পুরোটা মন দিয়ে পড়ার পর আমার যে কী পরিমাণ ভালো লেগেছে, তা ভাষায় প্রকাশ...
03/01/2026

আসলে এই পোস্টটা হঠাৎ করেই আমার চোখের সামনে আসে। পুরোটা মন দিয়ে পড়ার পর আমার যে কী পরিমাণ ভালো লেগেছে, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।
এই লেখাটা এতটাই আমার অন্তরে গিয়ে লেগেছে যে নিজেকে থামাতে পারিনি—তাই কপি করে আমার আইডিতে পোস্ট করতে বাধ্য হলাম।

আশা করি সবাই বিষয়টা ক্ষমার চোখে দেখবেন।
সত্যিই যদি এমন কাজ, এমন মন-মানসিকতা সবার ভেতরে থাকত, তাহলে পৃথিবীটা হয়তো আরও অনেক সুন্দর হয়ে উঠত। 🤍

কাজের মেয়ে ফাতেমাকে নিজের বোনের স্বীকৃতি দিলেন তারেক রহমান যা এক অন্যন্য ইতিহাস হয়ে রইল!

তারকে রহমান বলেন আমাদের বাসার কাজের মেয়ে ফাতেমা আমাদের পরিবারের দূঃসময়ে ছায়ার মত পাশে ছিল। যখন আমি স্বপরিবারে লন্ডনে অবস্হান করছিলাম তখন বাসায় মা একা থাকতেন তার সাথে শুধু কাজের মেয়ে ফাতেমা বেগম ছিলেন। সে মায়ের সবকিছু দেখাশুনা করতেন নিজের মেয়ের মত।

এমনকি ২০১৮ সালে যখন আমার মায়ের জেল হয়, তখন মার সেবা যত্ন করার কেউ ছিলনা। এটা ভেবেই ফতেমা আদালতে আবেদন করে যে, স্যার আমি স্বেচ্ছায় ম্যাডাম জিয়ার সঙ্গে জেলে যেতে চাই তার সেবা সুশ্রষা করার জন্য।
তখন আদালত তার কথায় হতবাক হয়েছিলেন এবং আদালত সেই ব্যাবস্হায় করে দিয়েছিলেন যেন ফাতেমা মায়ের সঙ্গে জেলখানাতেই থাকতে পারে। সে আমার মার সঙ্গে ৭৭৮ দিন জেল খেটেছে। আজ আমার মা নেই, এই ১৮ বছরে ফাতেমা মায়ের ছায়া সঙ্গী হবার কারনে, ফাতেমার শরীর থেকে আমার এখনো মায়ের গন্ধ খুঁজে পাই।
তাই আইনি ভাবে তাকে এডপ্ট করে তাকে আমি আমার বোনের স্বীকৃতি দিচ্ছি। আজ থেকে ফাতেমা আমাদের কাজের মেয়ে নন - সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর একমাত্র মেয়ে এবং সে আমরা দুই ভাই -তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো এর একমাত্র বোন।
আমার বাবা মার সব সম্পত্তি থেকে আইনি ভাবে ফাতেমা যা পাবেন, তাকে তাই দেওয়া হবে, সেই সাথে জিয়া পরিবারের একমাত্র মেয়ে হিসেবে মর্যাদা পূর্ন আসনে অধিষ্টিত করা হইল তাকে।

তাই দেশবাসী এবং আমার বাবা মার রেখে যাওয়া বি এন পি দলের সকল মানুষের প্রতি অনুরোধ, আমার বোনকে - আপনাদের নিজের বোনের সন্মানের চোখে দেখবেন।
আমার বোন ফাতেমার জন্য দোয়া এবং শুভ কামনা রইল -
ইতি- তারেক রহমান ❤️

এমন মহৎ কাজার জন্য তারকে রহমান আপনার প্রতি দেশবাসীর সম্মান আরো বেরে গেল। ❤️
#বাংলাদেশ #বাংলাদেশরাজনীতি #খালেদা #জিয়া #তারেক #রহমান #বিএনপি

31/12/2025

Our BBQ night. 🍗🍗🍗

29/12/2025

খালেদা জিয়া ইস্যুতে দুঃসংবাদ আসতে পারে!

কুয়াশায় মোড়ানো শীতের সকাল।❤️❤️
26/12/2025

কুয়াশায় মোড়ানো শীতের সকাল।❤️❤️

24/12/2025

আবৃত্তি করতে বেচারা খুব নার্ভাস!!!! 🤷‍♀️🤷‍♀️🥰

23/12/2025

স্বর্ণের দাম বাংলাদেশে আবারো রেকর্ড ব্রেকিং!😳 ২,২৬,২৮২ টাকা ভরি আজকে!💔😱😪

23/12/2025

My new kittens. ❤️ & my hello Kitty shoes from Farhana Keya💁‍♀️

19/12/2025

বেঁচে থাকতে কোনো নিরাপত্তা দেওয়া হয়নি, আর এখন লাশকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Address

Narajanganj
1421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farju,s stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share