AlorTori TV

AlorTori TV এইচ.এম. মিকাঈল ইসলাম রাজ
বার্তা প্রধান,সিইও-আলোরতরী টিভি,মুঠোফোনঃ01999099929

AlorTori TV,CEO:Mikail Islam Raaz যোগাযোগঃরুম নং৪১১,শান্তনা মার্কেট(৪র্থ তলা) এম এম মোবাইল পয়েন্ট,২৩৩/১বি বি রোড,চাষাঢ়া,নারায়নগঞ্জ১৪০০।
মুঠোফোনঃ ০১৭৫৭৫৫২৯৯৮,০১৮২২৮৮১৭৭৮ (সিইও) ,০১৮১৮৩৩৬০০২ (অফিস), ই-মেইলঃ[email protected]


AlorTori TV,CEO:Mikail Islam Raaz.Contact: Commercial Office:Room No:411,Shantona Market(3rd floor),M.M.Mobile Point,233/1B.B.Road,Chasara,Narayanganj-1400.Phone:01757552998,01822881778(CEO),01818336002(Office).E-mail:[email protected]

14/02/2025
বন্দরে তালিকাভূক্ত সন্ত্রাসী শাহনেওয়াজ বাহিনী সন্ত্রাসী হামলায় ড্রেজার ব্যবসায়ী জখম বন্দর প্রতিনিধি: বন্দরে পূর্ব শত্রুত...
20/01/2025

বন্দরে তালিকাভূক্ত সন্ত্রাসী শাহনেওয়াজ বাহিনী সন্ত্রাসী হামলায় ড্রেজার ব্যবসায়ী জখম
বন্দর প্রতিনিধি: বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে ড্রেজার ব্যবসায়ী মেহফুজজ্জামান সাদ (৩০)কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তালিকাভূক্ত সন্ত্রাসী শাহেনেওয়াজ ওরফে শাহানাজ ও তার সন্ত্রাসী বাহিনী । আহত ড্রেজার ব্যবসায়ী মেহফুজজ্জামান সাদ বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেওলী চৌরাপাড়া এলাকার মৃত সামছুজ্জামান বাচ্চু মিয়ার ছেলে। সন্ত্রাসী হামলার ঘটনার রাতে থানার টহলরত পুলিশ জখমপ্রাপ্ত ড্রেজার ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। সোমবার (২০ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর থানার
কাইতাখালি সিকদার বাড়ির মোড়ে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহত ড্রেজার ব্যবসায়ী স্ত্রী সিনথিয়া আক্তার বাদী হয়ে সোমবার দুপুরে তালিকাভূক্ত সন্ত্রাসী শাহ নেওয়াজসহ ১১ জনের নাম উল্লেখ্য করে ও আরো ১৫/২০ জনেক অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনিন।
অভিযুক্তরা হলো, বন্দর থানার নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার ফকির চাঁন মিয়ার ছেলে হামলাকারি ও বন্দর থানার তালিকাভূক্ত সন্ত্রাসী শাহ নেওয়াজ ওরফে শাহানাজ তার ছোট ভাই সালাউদ্দিন একই এলাকার ইকবাল, একই এলাকার মৃত মোজাম্মেল মিয়ার ছেলে কালা জাহাঙ্গীর, নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার কাদ্দার মিয়ার ছেলে বাবু, নবীগঞ্জ খন্দকারবাড়ি পুল এলাকার মৃত আলতাফ উদ্দিন মিয়ার ছেলে পাসপোর্ট বাবু,নবীগঞ্জ নোয়াদ্দা আব্দুর রহমান মিয়ার ছেলে রিফাত,নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত সিরাজুল ইসলাম মিয়ার ছেলে রাজু, কুশিয়ারা এলাকার বকুল মিয়ার ছেলে সুজন, নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মৃত আবু সাঈদ মিয়ার ছেলে ফয়সাল ও বন্দর যুগিপাড়া এলাকার হোসেন মুন্সি ছেলে রহিম হোসেন।
অভিযোগ ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেওলী চৌরাপাড়া এলাকার মৃত সামছুজ্জামান ওরফে বাচ্চু মিয়ার ছেলে ও বাদিনী স্বামী
মেহফুজজ্জামান সাদ দীর্ঘ দিন ধরে ড্রেজার ব্যবসা চালিয়ে আসছে। উল্লেখিত বিবাদীগন বাদিনীর
পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। বিবাদীদের সহিত বাদিনী স্বামীর ঘটনার পূর্ব হইতে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলিয়া আসিতেছিল। গত সোমবার (২০ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টায়
বাদিনী স্বামী মেহফুজজ্জামান সাদ (৩০) কাজশেষে পায়ে হেঁটে বাড়িতে ফেরার পথে রাত অনুমান সাড়ে ১২টায় সময় বন্দর থানাধীন কাইতাখালি সিকদার বাড়ির মোড়ে পৌছামাত্র পূর্ব হইতে ঘটনাস্থলে ওৎপেতে থাকা সকল বিবাদীগন তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হইয়া বাদিনী স্বামী চলার পথ গতিরোধ করে বিবাদীগন অতর্কিতভাবে মারপিট শুরু করে। ১নং বিবাদী তার হাতে থাকা সুইজ গিয়ার দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্বামী মেহফুজজ্জামান সাদ এর বুকের ডান পাশে ঘাই মারিয়া মারাত্বক কাটা রক্তাক্ত ছিদ্রযুক্ত জখম করে। ২নং বিবাদী তার হাতে থাকা সুইজ গিয়ার দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্বামী মেহফুজজ্জামান সাদ এর মাথায় ঘাই মারিলে ডান হাত দিয়ে প্রতিহত করায় ডান হাতের কনুই এর নিচে গুরুত্বর রগ কাটা রক্তাক্ত জখম করে। ৩নং আসামী তার হাতে থাকা সুইজ গিয়ার দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্বামী মেহফুজজ্জামান সাদ এর ডান পায়ের হাটুর উপরের অংশে ঘাই মারিয়া কাটা রক্তাক্ত জখম করে। ৪, ৫, ৬, ৭নং বিবাদী লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করিয়া আমার স্বামীর শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা রক্তজমাট জখম করে। ৮ ও ৯নং আসামী আমার স্বামীর নিকট থাকা নগদ ৬৫,০০০/- টাকা ও একটি মোবাইল ফোন অসৎ উদ্দেশ্যে চুরি করিয়া নিয়ে নেয়। ১০ ও ১১নং বিবাদী আমার স্বামীর গলায় থাকা ০১ ভরি ওজনের স্বর্নের চেইন মূল্য ১,৪০,০০০/- টাকা চুরি করিয়া নিয়ে নেয়। আমার স্বামীর ডাকচিৎকারে আশপাশের লোকজন আসিতে দেখিয়া বিবাদীগন আমার স্বামীকে প্রান নাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন বন্দর থানার টহল পুলিশের সহায়তায় আমার স্বামীকে রক্তাক্ত জখমী অবস্থায় উদ্ধার করিয়া চিকিৎসার জন্য বন্দর উপজেলা হাসপাতালে পাঠায়। এ রির্পোট লেখা পর্যন্ত এ নিয়ে উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জামিন পেয়েছেন এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া।
22/12/2024

জামিন পেয়েছেন
এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া।

03/08/2024

ছাত্র আন্দোলনকারীদের দখলে নারায়ণগঞ্জ চাষাড়া।

বন্দরে সড়ক দুর্ঘটনায় গণমাধ্যমকর্মী শেখ আরিফ আহত...........................................................................
24/03/2024

বন্দরে সড়ক দুর্ঘটনায় গণমাধ্যমকর্মী শেখ আরিফ আহত.............................................................................

বন্দরে সড়ক দুর্ঘটনায় গণমাধ্যমকর্মী শেখ আরিফ (৪৮) মারাত্মক ভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে । গত শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টায় পেশাগত দায়িত্ব পালন করে বাসায় ফেরার পথে বন্দর থানার একরামপুরস্থ সিটি কর্পোরেশনের কার্যালয়ের সামনে এ র্দূঘটনাটি ঘটে। স্থানীয়রা র্দূঘটনা কবলিত স্থান থেকে গনমাধ্যমকর্মীকে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছ।

আহত গনমাধ্যমকর্মী শেখ আরিফ বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদ এলাকার বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন মাষ্টারের ছেলে। সে নারায়নগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সংবাদ র্চচা পত্রিকায় বন্দর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।

আহত গণমাধ্যমকর্মী শেখ আরিফ জানায়, গত শনিবার কবিলেরমোড় এলাকায় পেশাগত দায়িত্ব পালন করে রিক্সা যোগে বাড়ি যাওয়ার সময় একরামপুর সিটি কর্পোরেশন কার্যলয়ের সামনে আসলে বিপরিত মুখী হইতে একটি আটো ইজিবাইক বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় হঠাৎ আমাদের রিক্সাকে আচমকা সামনের দিকে সজোরে ধাক্কা দিলে রিক্সাতে থাকা আমি ও রিক্সা চালক মারাত্মক ভাবে জখম হই। পরে উল্লেখিত এলাকার স্থানীয়রা দ্রুত আমাদেরকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে।

ম্যানেজিং কমিটির নির্বাচন,..…...……………………......…..….....…....…..............…..........বন্দর প্রতিনিধিঃ সম্পন্ন হয়েছে বন্...
10/02/2024

ম্যানেজিং কমিটির নির্বাচন,..…...……………………......…..….....…....…..............…..........

বন্দর প্রতিনিধিঃ সম্পন্ন হয়েছে বন্দরের হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিদ্যালয়ের প্রঙ্গনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন চলে বিকলে ৪টা পর্যন্ত।

নির্বচনে প্রিজাইর্ড অফিসারের দায়িত্ব ছিলেন বন্দর উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান। এ স্কুলে মোট ভোটার ছিলেন ৬শ’ ৮৭জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪শ’ ৯৪জন। এর মধ্যে ৪৭টি ভোট নষ্ট হয়।
এ নির্বাচনে ম্যানেজিং কমিটির সদস্য পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন আশু হাজী প্রতীক ১, মো: জাকির হোসেন প্রতীক ২, মো: বসির উদ্দিন প্রতীক ৩, হাজী আব্দুস সামাদ প্রতীক ৪ ও মো: হালিম প্রধান প্রতীক ৫। এসময় জাকির হোসেন ২নং প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট, হাজী সামাদ ৪নং প্রতীকে পেয়েছেন ২১৪ ভোট, হালিম প্রধান ৫নং প্রতীকে পেয়েছেন ২১২ ও বসির উদ্দিন ৩নং প্রতীকে পেয়েছেন ১৬৩ ভোট।

03/02/2024

ফের নারায়ণগঞ্জের BIWTA ভিতরে আগুন।

29/01/2024

ব্রেকিং নিউজঃ- নবীগঞ্জ ফেরি ঘাট থেকে রাত ৮.৪০ মিনিটে ..ডিবি পরিচয় তুলে নিয়ে যায় একজন রেস্টুরেন্ট এর কারিগরকে ..পরে খোঁজ নিলে, তারা ভুয়া ডিবি পুলিশ।

নারায়ণগঞ্জ, বন্দর ২৩নং ওয়ার্ডে সুন্নতে খাৎনা"_____________________________________________বন্দর ২৩নং ওয়ার্ডে, চুরিওয়...
25/01/2024

নারায়ণগঞ্জ, বন্দর ২৩নং ওয়ার্ডে সুন্নতে খাৎনা"
_____________________________________________

বন্দর ২৩নং ওয়ার্ডে, চুরিওয়ালা শাহ্ এর ৬০ তম মহা পবিত্র ওরস শরীফ উপলক্ষে, হযরত খাজা মাকসুদ আলী শাহ্ মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে সুন্নাতে খাৎনা আয়োজন।

Address

Room No:411, Shantona Market(3rd Floor), M. M. Mobile Point, 233/1B. B. Road, Chasara, Narayanganj
Narajanganj

Telephone

+8801999099929

Website

Alerts

Be the first to know and let us send you an email when AlorTori TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AlorTori TV:

Share

Category