আল-আকসা সুপার শপ

আল-আকসা সুপার শপ Food 🤤 & Fun 😎
(5)

17/08/2025
এই প্রথম দেখলাম বিদেশি জিনিস খুলার সময় কা-ন্না-কা-টি করতে..আহ কতই না আসা করে সবার জন্য জিনিসপত্র আনলো..কে জানতো হাসি-খুশ...
14/08/2025

এই প্রথম দেখলাম বিদেশি জিনিস খুলার সময় কা-ন্না-কা-টি করতে..আহ কতই না আসা করে সবার জন্য জিনিসপত্র আনলো..কে জানতো হাসি-খুশি ভাবে না খুলে কা-ন্না করে করে খুলতে হবে..আল্লাহ ওনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক..আমিন..

ওনি বিদেশ থেকে আসছে..আসার পথে তাদের গাড়ি খা-লে প-ড়ে যায় আর ওনার পরিবারের প্রায় সবাই মা-রা যায়...৭ জন মা-রা গেছে..এই গুলো তাদের জন্য বিদেশ থেকে এনেছিলো 🙂

I want that kind of sleep.☺️
13/08/2025

I want that kind of sleep.☺️

আহা বাংলাদেশ! এই ল'জ্জা কোথায় রাখি!?
13/08/2025

আহা বাংলাদেশ! এই ল'জ্জা কোথায় রাখি!?

একজন বিবাহিত পুরুষকে প্রশ্ন করা হলো, আপনি বিয়ে করে কি কি পেয়েছেন ? তার উত্তরটা খুবই মজার ছিল তাও সত্য... -বিয়ে করে সর্বপ...
13/08/2025

একজন বিবাহিত পুরুষকে প্রশ্ন করা হলো, আপনি বিয়ে করে কি কি পেয়েছেন ?
তার উত্তরটা খুবই মজার ছিল তাও সত্য...

-বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি!
-পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা কল করে ' তুমি এখন কোথায়? বলার মানুষ পেয়েছি! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ 'পাবলিক' মনে হয়।
- একজন কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি। পাঞ্জাবীটা ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে!
-একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে 'কি-বোর্ড' টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোড়ে 'স্টপ' বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে 'বৃষ্টি' চালু হয়! কখনো 'হাইফাইভ' দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার!
-সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন 'কেয়ারটেকার' পেয়েছি!
-আমার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার 'দারোয়ান' পেয়েছি!
-ছোট একটা 'এলার্মক্লক' পেয়েছি!
-বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুড়-শ্বাশুড়ি, শালা-শালী, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি।
- একটা সন্তান পেয়েছি। সে যখন Baba বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়!
-এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও! প্রথমত, কুমারত্ব হারিয়েছি ! (যদিও কোন মেডিকেল রিপোর্ট নাই)
-অতপর, মানিব্যাগ আর রিমোর্টের একছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়!
সর্বশেষ সুখে- দুখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি!

নাম-লিমনসে পেশায় একজন ভ্যান চালকসে জন্মগত ভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কারো কাছে সাহায্য সহযোগিতার আশা না করে নিজে আত্ম...
13/08/2025

নাম-লিমন
সে পেশায় একজন ভ্যান চালক
সে জন্মগত ভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কারো কাছে সাহায্য সহযোগিতার আশা না করে নিজে আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের মুখে খাবার তুলে দিতো।

কে জানতো যে তার ইনকামের একমাত্র মাধ্যম ভ্যান তার জীবন টাই কেড়ে নিবে!
কে বা কারা তাকে হত্যা করে রেখে ভ্যান নিয়ে চলে যায়।
অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নে গত রাতে তার লাশ পাওয়া যায়।

জাতি হিসেবে কতই না জঘন্য নির্লজ্জ মোরা।
হায়,জীবনের মূল্য কি এতই নগণ্য?

How to make u happy?Me:
13/08/2025

How to make u happy?
Me:

12/08/2025

যার কমেন্টে রিপ্লাই থাকবেনা সে আল-আকসা সুপার শপ থেকে পাবে ১০০ টাকা মোবাইল রিচার্জ🌚

🥺
12/08/2025

🥺

নাম কইতেছি😒১ থেকে ৩ পযন্ত কমু..!🐱
12/08/2025

নাম কইতেছি😒
১ থেকে ৩ পযন্ত কমু..!🐱

🤍
12/08/2025

🤍

এই জীবনে Barisha Haque আর Ayman Sadiq এর মতো বে'হা'য়া হতে পারলে অনেক কিছু করতে পারবেন 😒
12/08/2025

এই জীবনে Barisha Haque আর Ayman Sadiq এর মতো বে'হা'য়া হতে পারলে অনেক কিছু করতে পারবেন 😒

Address

Narajanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when আল-আকসা সুপার শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share