21/02/2024
ধরে নেয়া যায়, রিয়্যাল লাইফ একটা রোলার কোস্টারের মতো! শক্ত করে বেঁধে নিয়ে, তারপরেই আপনাকে চড়ে বসতে হবে 🎢
আর আপনার রিয়্যাল লাইফের এই রোলার কোস্টারে শক্ত করে চড়ে বসার জন্য প্রয়োজনঃ
- যথেষ্ট জ্ঞান,
- যথেষ্ট দক্ষতা আর
- শেখার আগ্রহ!
এর মানে এই নয় যে, আপনাকে শুধুমাত্র মাসশেষে একটা ইনকাম বের করার জন্য দক্ষ হলেই চলবে কিংবা এর মানে, শুধুমাত্র কাজ শিখে সার্টিফিকেট জমানো নয়!
প্রত্যেকটা স্কিল, একেকটা সুপারপাওয়ার ⚡️
যত বই পড়ছেন, জ্ঞান নিচ্ছেন - তত ভিন্ন রঙের স্কিলে দক্ষ হওয়ার দিকে এক ধাপ হলেও এগিয়ে যাচ্ছেন! রিয়্যাল লাইফে, যত বেশি স্কিল আপনি জানবেন - তত বেশি আপনার পক্ষে আয় করা সম্ভব হবে, ততো বেশি আপনি সেই স্কিলগুলোকে কাজে লাগাতে পারবেন!
আপনি যদি, কোডিং জানেন; তাহলে টনি স্টার্কের ক্যারেক্টার থেকে নেয়া একটা ছোট্ট আইডিয়াকে রিয়্যালে লাইফে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করতে পারবেন!
কিন্তু, কোডিং তো জানা থাকতে হবে - তাই না?
আপনি যদি পাবলিক স্পিকিংয়ে খুবই দক্ষ হয়ে থাকেন; তাহলে টেড টক এর মতো প্রোগ্রাম নিজের ঘরে বসে হোস্ট করা কোনো ব্যাপারই হবে না আপনার জন্য!
কিন্তু, পাবলিক স্পিকিং তো জানা থাকতে হবে - তাই না?
আপনি যদি কয়েকটা ভাষা শিখে নিতে পারেন, তাহলে সেই দক্ষতাকে ব্যবহার করে অর্থ আর গ্রোথ - দুটোই কামাতে পারবেন!
কিন্তু, কয়েকটা ভাষা শুরুতে শিখতে তো হবে - তাই না?
----------------------------------
আমাকে যারা প্রশ্ন করেন, "ভাই কাজ জানি, আয় করবো কীভাবে?"
তাদের থেকে ৯৫% ব্যক্তিকেই কাজ দেয়া হলে, সেটা তারা করতে পারবে না! তাদের থেকে ৯৫% ব্যক্তিকেই সেই স্কিল রিলেটেড প্রশ্ন করা হলে, প্র্যাকটিস দেখাতে বললে, পোর্টফোলিও দেখাতে বললে - আর খুঁজে পাওয়া যায় না ❌
কাজ শিখুন! ভালোভাবে, একটা স্কিলে দক্ষ হোন!
আশেপাশের এত ট্রেন্ড, এত ইস্যু; সেগুলোর একমাত্র লং টার্ম সমাধান - আরো শিক্ষিত হওয়া, কমন সেন্স গ্রো করা আর আশেপাশের মানুষকে পজিটিভ বিষয়গুলো শেখানো!
এত এত সমস্যার সমাধানের সিক্রেট এটাইঃ যত বেশি আপনি দক্ষ হতে পারবেন, ততো দ্রুত আপনি সমস্যার সমাধান করতে শিখবেন এবং সেটাকে আশেপাশে ছড়িয়ে দিতে শিখবেন!
তাহলে মোদ্দাকথায়, কী করতে হবে?
অলসতা ছাড়ুন!
আর আবারো রিমাইন্ডার দিচ্ছি,
The more you learn, the more you earn
Muntasir Rahman Mahdi