Super Shop

Super Shop প্রয়োজনীয় যা কিছু লাগে, সবকিছু এক জায়গায়, একই শপ এ

Available now
28/07/2025

Available now

Available
12/07/2025

Available

🔥🔥ভিডিও এডিটরদের জন্য সুখবর।🔥🔥 ৫০% ছাড়ে এখন মাত্র ১৯৯ টাকায় পাচ্ছেন ৫০০০+ এলিমেন্ট এর বিশাল সমাহার।এখন থেকে ১০মিনিটের মধ...
21/02/2024

🔥🔥ভিডিও এডিটরদের জন্য সুখবর।🔥🔥
৫০% ছাড়ে এখন মাত্র ১৯৯ টাকায় পাচ্ছেন ৫০০০+ এলিমেন্ট এর বিশাল সমাহার।

এখন থেকে ১০মিনিটের মধ্যে তৈরি হবে প্রফেশনাল ভিডিও এডিটিং। আপনার ভিডিও এডিটিং সহজ করা জন্য ট্রানজেশান,টেক্সট ইফেক্ট প্রিসেট,কালার কারেকশান প্রিসেট, মোশন প্রিসেট,সাইন্ড ইফেক্টস সেল করছি। আপনি এসব ব্যবহার করে অল্প সময়ে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবেন। যা আপনার মূল্যমান সময় বাঁচাবে।

Video Editing Bundle Package List:
1.1600+ Fresh Transitions
2. minimal titles pack
3. LUTs Color Presets for Premiere Pro
4. Motion Titles
5. Graphics Library for Premiere Pro
6. Youtube Pack
7. Instagram Library for premiere pro
8. YouTube Channel Pack – Graphics Library For Premiere Pro
9. 100 Lower Thirds for Premiere Pro
10. Smartphone Presentation
11. TikTok pack
12. Facebook Emoji pack

💬 কাদের জন্য এই মেগা প্যাকেজটি❓
⏩ ভিডিও এডিটর
⏩ ইউটিউবার
⏩ ফ্রিল্যান্সার
⏩ কনটেন্ট ক্রিয়েটর
⏩ টিকটকার
⏩ নতুন উদ্যোক্তা
⏩ গ্রাফিক্স ডিজাইানার
⏩ ডিজিটাল মার্কেটার
⏩ অনলাইন ব্যবসায়ীদের
⏩ যারা নিজের প্রোডাক্ট প্রমোশন করতে চাচ্ছেন

আপনার প্যাকেজটি নিয়ে নিন এবং আপনার ভিডিও এডিটিং জগতকে সমৃদ্ধ করুন! 🚀🌐

অফার মূল্যে দেয়া হবে।
21/02/2024

অফার মূল্যে দেয়া হবে।

21/02/2024
21/02/2024

এই ৫টা লাইফ চেইঞ্জিং স্কিল আমাকে ইনকাম জেনারেট করতে সাহায্য করে যাচ্ছে, গত ৪/৫ বছর ধরেঃ

প্রোডাক্ট বা সেলস কপিরাইটিং না জানলে গত ৫ বছর ধরে আমি একটা পয়সাও আয় করতে পারতাম না

ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন না জানলে, আমার ওয়েবসাইট থাকতো না। ওয়েবসাইট না থাকলে, আমিও আজকে দিশেহারা হয়ে ঘুরতাম টাকা পয়সা ছাড়া!

গত ৪ বছরে সবচেয়ে বেশি সেল করা একটা ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে, রিসোর্স প্যাকেজ! রিসোর্স প্যাকেজ ডেভেলপমেন্ট, খুবই প্রফিটেবল একটা ডিজিটাল প্রোডাক্ট!

ওয়েব ম্যানেজমেন্ট, না জানলে সপ্তাহে সপ্তাহে লাখ লাখ ভিউসকে মনিটাইজ করতে পারতাম না!

• আজকের হিসেবে, আমার ওয়েবসাইটের ভ্যালু প্রায় কোটি টাকার কাছাকাছি! আর এটা সম্ভব হতো না, যদি হাই কোয়ালিটি ব্যাকলিংক আমার ওয়েবসাইটে কানেক্ট না থাকতো!

এই স্কিলগুলো আপনার আর্নিং আপনার ইনকাম প্রসেস;

চেইঞ্জ করে দিতে পারে সারাজীবনের জন্য

এগুলো জানেন, নাকি শিখে কাজে লাগাতে চাইছেন.
©Muntasir_mahdi

21/02/2024

ধরে নেয়া যায়, রিয়্যাল লাইফ একটা রোলার কোস্টারের মতো! শক্ত করে বেঁধে নিয়ে, তারপরেই আপনাকে চড়ে বসতে হবে 🎢

আর আপনার রিয়্যাল লাইফের এই রোলার কোস্টারে শক্ত করে চড়ে বসার জন্য প্রয়োজনঃ

- যথেষ্ট জ্ঞান,
- যথেষ্ট দক্ষতা আর
- শেখার আগ্রহ!

এর মানে এই নয় যে, আপনাকে শুধুমাত্র মাসশেষে একটা ইনকাম বের করার জন্য দক্ষ হলেই চলবে কিংবা এর মানে, শুধুমাত্র কাজ শিখে সার্টিফিকেট জমানো নয়!

প্রত্যেকটা স্কিল, একেকটা সুপারপাওয়ার ⚡️

যত বই পড়ছেন, জ্ঞান নিচ্ছেন - তত ভিন্ন রঙের স্কিলে দক্ষ হওয়ার দিকে এক ধাপ হলেও এগিয়ে যাচ্ছেন! রিয়্যাল লাইফে, যত বেশি স্কিল আপনি জানবেন - তত বেশি আপনার পক্ষে আয় করা সম্ভব হবে, ততো বেশি আপনি সেই স্কিলগুলোকে কাজে লাগাতে পারবেন!

আপনি যদি, কোডিং জানেন; তাহলে টনি স্টার্কের ক্যারেক্টার থেকে নেয়া একটা ছোট্ট আইডিয়াকে রিয়্যালে লাইফে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করতে পারবেন!

কিন্তু, কোডিং তো জানা থাকতে হবে - তাই না?

আপনি যদি পাবলিক স্পিকিংয়ে খুবই দক্ষ হয়ে থাকেন; তাহলে টেড টক এর মতো প্রোগ্রাম নিজের ঘরে বসে হোস্ট করা কোনো ব্যাপারই হবে না আপনার জন্য!

কিন্তু, পাবলিক স্পিকিং তো জানা থাকতে হবে - তাই না?

আপনি যদি কয়েকটা ভাষা শিখে নিতে পারেন, তাহলে সেই দক্ষতাকে ব্যবহার করে অর্থ আর গ্রোথ - দুটোই কামাতে পারবেন!

কিন্তু, কয়েকটা ভাষা শুরুতে শিখতে তো হবে - তাই না?

----------------------------------

আমাকে যারা প্রশ্ন করেন, "ভাই কাজ জানি, আয় করবো কীভাবে?"

তাদের থেকে ৯৫% ব্যক্তিকেই কাজ দেয়া হলে, সেটা তারা করতে পারবে না! তাদের থেকে ৯৫% ব্যক্তিকেই সেই স্কিল রিলেটেড প্রশ্ন করা হলে, প্র্যাকটিস দেখাতে বললে, পোর্টফোলিও দেখাতে বললে - আর খুঁজে পাওয়া যায় না ❌

কাজ শিখুন! ভালোভাবে, একটা স্কিলে দক্ষ হোন!

আশেপাশের এত ট্রেন্ড, এত ইস্যু; সেগুলোর একমাত্র লং টার্ম সমাধান - আরো শিক্ষিত হওয়া, কমন সেন্স গ্রো করা আর আশেপাশের মানুষকে পজিটিভ বিষয়গুলো শেখানো!

এত এত সমস্যার সমাধানের সিক্রেট এটাইঃ যত বেশি আপনি দক্ষ হতে পারবেন, ততো দ্রুত আপনি সমস্যার সমাধান করতে শিখবেন এবং সেটাকে আশেপাশে ছড়িয়ে দিতে শিখবেন!

তাহলে মোদ্দাকথায়, কী করতে হবে?

অলসতা ছাড়ুন!

আর আবারো রিমাইন্ডার দিচ্ছি,

The more you learn, the more you earn
Muntasir Rahman Mahdi

OffBeat Talks এর প্রতিবেদনমূলক ভিডিও প্রকাশের পর হোচিমিন ইসলাম ওরফে রোকনের পক্ষে যিনি সর্বপ্রথম সরব হয়েছেন তিনি বাংলাদে...
24/12/2023

OffBeat Talks এর প্রতিবেদনমূলক ভিডিও প্রকাশের পর হোচিমিন ইসলাম ওরফে রোকনের পক্ষে যিনি সর্বপ্রথম সরব হয়েছেন তিনি বাংলাদেশের কেউ নন, বরং পার্শ্ববর্তী দেশ ভারতের একজন জেন্ডার অ্যাক্টিভিস্ট এবং কলামিস্ট। তার নাম বাপাদিত্য মুখার্জী। বাপাদিত্য প্রান্তকথা (prantakatha) নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তার এই প্রতিষ্ঠান SAYAN এর সেক্রেটারিয়েট হিসেবে কাজ করছে।
আমাদের ভিডিওতে আমরা SAYAN সম্পর্কে উল্লেখ করেছি যারা দক্ষিণ এশিয়ায় এলজি স্বাভাবিকীকরণের জন্য কাজ করছে। হোচিমিন ওরফে রোকন এই সায়ানের কান্ট্রি ডিরেক্টরদের একজন।
সহজ ভাষায় সায়ানের পৃষ্ঠপোষক বাপ্পাদিত্য মুখার্জীর প্রান্তকথা। আর হোচিমিনের পৃষ্ঠপোষক বাপ্পাদিত্য। ২০২৩ সালে নেপালে, ঢাকায়, ২০২২ সালে কলকাতায় সায়ানের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, এগুলোতে হোচিমিন ও তার বস বাপ্পাদিত্য উপস্থিত ছিল এবং তাদের কার্যক্রম পরিচালনা করেছে।
বাপ্পাদিত্য মুখার্জী ইউএস কনসুলেট কলকাতার সহযোগিতায় এলজি ও ট্রান্সফর্মারদের জন্য ফান্ড তোলা থেকে শুরু করে সমাজে তাদের অবস্থান গ্রহণযোগ্য করে তোলার জন্য খোলাখুলিভাবে কাজ করে যাচ্ছে। এসব তথ্য তাদের নিজস্ব সাইটেই আছে।
নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্রদের জঙ্গি ও ধর্মান্ধ আখ্যা দেওয়া বাপ্পাদিত্য বাবু হোচির পক্ষে অবস্থান নিয়েছে তাতে আমরা মোটেও অবাক হইনি, তবে কয়েকটি প্রশ্ন থেকেই যায়। আমাদের ভিডিওতে হোচি-র নিজস্ব বক্তব্য ও সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই আমরা তার মিথ্যাচার, ধর্মবিদ্বেষ এবং বিশেষ করে ইসলামবিদ্বেষের অবস্থান প্রমান করে দেখিয়েছি। আমাদের এবং সাধারণ জনগণের প্রশ্ন –
১। বাপ্পাদিত্য বাবু কি হোচিমিনের ভয়ঙ্কর ইসলামবিদ্বেষী অবস্থান সমর্থন করেন? তারও কি হোচিমিনের মতো ‘ইসলাম’ শব্দটার প্রতি ‘অ্যালার্জি’ আছে?
২। বাপ্পাদিত্য বাবু কি হোচিমিনের ধর্মবিদ্বেষী অবস্থান সমর্থন করেন? ইসলাম ধর্মের পাশাপাশি খ্রিষ্ট ধর্ম ও সনাতন ধর্ম নিয়েও হোচির অবমাননামূলক বক্তব্যগুলোর সাথে কি তিনি একমত? যেহেতু তিনি হোচির সমর্থনে ঝাপিয়ে পড়ার ডাক দিচ্ছেন?
৩। বাপ্পাদিত্য বাবু কি হোচিমিনের অগণিত মিথ্যাচার সমর্থন করেন? হোচিমিন সায়ানের কান্ট্রি ডিরেক্টর হয়ে যখন বলে সে এলজি- অ্যাকটিভিসম করে না, তখন সেই মিথ্যাচারে কি বাপ্পা বাবুদের সমর্থন থাকে?
৪। সর্বোপরি, যদি বলা হয় বাপ্পাদিত্য মুখার্জীরা ভারতে বসে হোচিমিন ওরফে রোকনের মতো মানুষদের দিয়ে বাংলাদেশে এলজি- এজেন্ডার প্রসারে কাজ করছেন - তাহলে কী ভুল বলা হবে?
৫। যদি বলা হয় বাপ্পাদিত্য মুখার্জীরা ভারতে বসে বাংলাদেশে ইসলামীবিদ্বেষীদের ফান্ড করে নেটওয়ার্ক তৈরি করছেন তাহলে কী ভুল বলা হবে?
হুমকিধামকি না দিয়ে বাপ্পা বাবু এ প্রশ্নগুলো উত্তর সরাসরি দিলে ভালো হবে।
আমরা অপেক্ষা করছি।
কালেক্টেড

20/12/2023

সেদিন এক ভাইয়াকে কতো করে বুঝালাম রক্ত দেবার উপকারিতা। সে ভয় বলে ইগনোর করলো আমার কথাকে।

আজ সে তার গর্ভবতী বউ এর জন্য আমার দ্বারে এসেছিলো কাউকে যোগাড় করে দিতে রক্ত দেবার জন্য!

Address

Narayandia

Alerts

Be the first to know and let us send you an email when Super Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Super Shop:

Share