16/10/2025
গতকাল আমাদের BikeBD পেজ থেকে একটা ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যায় ঢাকা-বরিশাল হাইওয়ের কোনো একটা জায়গায় ওই রুটের লাবিবা পরিবহন নামের একটা বাসের স্টাফ এবং অন্যান্যরা মিলে আমাদের একজন বাইকার ভাই "বাইকার্স ক্লাব নারায়ণগঞ্জ" এর এডমিন এবং টিম বাইকবিডির অফিসিয়াল মেম্বার Habibur Rahman (HR Habib) ভাইকে মব সৃষ্টি করে আক্রমণ করার চেষ্টা করে। এই ভিডিও বরিশালের বাইকারদের নজরে আসলে বরিশাল বাইকিং কমিউনিটি এবং টিম বাইকবিডি বরিশাল এর মেম্বারদের উদ্যোগে লাবিবা পরিবহনের ম্যানেজমেন্ট এর সাথে যোগাযোগ করা হয়। সম্পূর্ন ঘটনা জানার পর তারা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং এর সাথে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আস্বস্ত করে। পাশাপাশি খুব দ্রুতই তারা এই বিষয়টা নিয়ে একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিবে বলেও জানিয়েছে।.
লাবিবা পরিবহনের এমন পেশাদারি আচরনের কারনে যারা এই কোম্পানির ম্যানেজমেন্টে আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি যারা একজন বাইকার ভাইয়ের বিপদে তার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
Copy টিম- Bikebd.
তারপরও একদল বাইন্চুদ বলবে বাইকারের দোষ ছিল।
ভিডিওতে স্পষ্ট দেখা গেছে প্রমানসহ (কাটসিট ছাড়া) হাবিব ভাই সেলিব্রেশন করতাছিলো বাসটা তার আগে যাওয়ার কারনে।
কানারজাতেরা তারপরও বিভিন্ন যুক্তি দেখাইতে চাইছে।
পাশাপাশি Labiba Paribahan abdullahpur নামে পেজ থেকে হুমকি দেয়া হইছিলো।
এর বিরুদ্ধে অবশ্যই একশন না নিলে হয়তো আবার কোন ঝামেলা পাকাইতে পারে।