মোনালিসা

মোনালিসা কিছু না বলা কথা হাজারো অনুভূতি একটু অভিমান আর একটু আবেগ ভরা অপ্রকাশিত ভালোবাসার কথা❤️

21/07/2025

রাস্তায় বাসের চাপা, গলিতে ছিনতাইকারীর ছুরি, ঘরে ডাকাতের কোপ, বাজারে চাঁদাবাজের গুলি।

বৃষ্টিতে পড়ি ড্রেনে, মাথায় পড়ে বিল্ডিংয়ের ইট।

এখন আবার আকাশ থেকে নেমে আসছে ভাঙ্গারি প্লেন।

এত এত ক্রিয়েটিভ মৃত্যুর অপশন বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ আপনাকে দেবে না। দ্রুত বেছে নিন নিজের পছন্দমতো!

21/07/2025

কিছু পেইজ বা মিডিয়া এত বড় ঘটনা থেকেও একজন পাইলটের মৃত্যু নিয়ে বেশী চিন্তিত দেখছি। মানে বাঙালীর আর্মি ও বিমান বাহিনীর প্রতি ফেটিশ কখনোই কমবেনা।

একজন পাইলটের মৃত্যু এখানে গৌণ বিষয়। পেশাগত দায়িত্ব পালনে মরতেই পারে। সেই দায় তার বাহিনীর ও রাস্ট্রের।

মরলে তার পরিবার ভালো অংকের টাকা পয়সাও পাবে, যা দিয়ে এক জীবন কাটিয়ে দেওয়া যায়। হয়তো, মানুষটা ফিরে আসবেনা এতটুকুই, শোক বইতে হবে পরিবারকে । এছাড়া আরো সুযোগ সুবিধা তো আছেই রাস্ট্রীয়ভাবে বা বাহিনীর পক্ষ থেকে । পরিবার পাবে সিমএইচে ফ্রি চিকিৎসা সেবা আজীবন।

দেশের আর্মড ফোর্সরা বৌ বাচ্চা নিয়ে খুব ভালোই আছে। সব সরকারের আমলেই তারা সুবিধাভোগ করে গেছে।

ট্রাস্টেড এবং ভালো সোর্স থাকলে জানতে পারবেন আর্মড ফোর্সদের মাইন্ডসেট নিয়ে। ওরা সিভিলিয়ানদের মানুষ মনে করে না। শাসক শ্রেণীর একটা ভাবসাব আছে এদের মাঝে।

আমার পোস্টের, মূল থিম হচ্ছে মাইলস্টোনের যে কয়জন সিভিলিয়ান ( শিশু ) মারা গেছে আনপ্রেডিক্টেবল ভাবে বা ঝলসে গেছে তাদের পরিবার কি নিয়ে বাঁচবে? রাস্ট্র থেকে কি বা পাবে? কতই বা পাবে? ফুল ফোটার আগেই যেই ফুল মরে গেলো সেই ক্ষত আজীবন বয়ে বেড়াতে হবে।

ঘনবসতিপূর্ন একটা শহরে স্কুল চলাকালীন সময়ে ভবনের উপর দিয়ে প্রশিক্ষন বিমান পরিচালনার জন্য কারা দায়ী? অথচ কথা ছিল স্কুল চলাকালীন হর্ন বাজাতে হবে আস্তে।

বাচ্চা'রা সকালবেলা স্কুলে গেসে পড়ালেখা করতে... তাদের মাথার উপর একটা প্লেন ভেঙ্গে পড়বে, এইটা একটা নর্মাল দেশের নর্মাল মানুষের wildest imagination এ আসবে কখনো....!?

এনিওয়ে, মিডিয়া ও কিছু পেইজের চিন্তা শুধু পাইলট নিয়ে। কয়টা ডেডবডি পাওয়া গেছে বা কি পরিমান আহত পাওয়া গেছে সেই খবরটাও একুরেট দিতে পারছেনা।

Rafsi Akter Rafi Class:FourCode:2357Milestone school& collageখালপার ২নম্বর ব্রিজ আর তেমন কিছু বলতে পারতেছে নাহ রাফির মা-...
21/07/2025

Rafsi Akter Rafi
Class:Four
Code:2357
Milestone school& collage
খালপার ২নম্বর ব্রিজ
আর তেমন কিছু বলতে পারতেছে নাহ
রাফির মা-বাবার কাছে পৌঁছাতে সাহায্য করোন।
বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে।

শেয়ার প্লিজ 🙏

এই বাচ্চাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি।...
21/07/2025

এই বাচ্চাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন,,,,
০১৮১১৬৯৬০৩৩

কে জানি আমার শাড়ি নিবি ?👻
13/07/2025

কে জানি আমার শাড়ি নিবি ?👻

02/07/2025

আত্মসম্মানে আঘাত আসলে আর কোনোদিনও ফিরে তাকাবো না!
তুমি যতই আপন হও, আর মনের মানুষ হও!

স্ত্রীকে বিরক্ত লাগার শেষ পরিণতি কীযখন আপনার স্ত্রীর কথায় অনেক বেশি বিরক্ত লাগবে,স্ত্রীকে অসহ্য মনে হবে,পর মনে হবে, স্ত...
29/06/2025

স্ত্রীকে বিরক্ত লাগার শেষ পরিণতি কী

যখন আপনার স্ত্রীর কথায় অনেক বেশি বিরক্ত লাগবে,
স্ত্রীকে অসহ্য মনে হবে,
পর মনে হবে, স্ত্রীর চেয়ে বাইরের মানুষকে বেশি আপন মনে হবে —
ঠিক তখনই বুঝে নেবেন,
আপনার ধ্বংস অতি নিকটে..!

24/06/2025
সারাদিন বাচ্চার হাগুমুতু সাফ করার পরেও যারা মেয়েদেরকে স্বামীর জন্য পরিপাটি থাকার এডভাইজ দেন, তারা সেইম এডভাইজ পুরুষদের ও...
22/06/2025

সারাদিন বাচ্চার হাগুমুতু সাফ করার পরেও যারা মেয়েদেরকে স্বামীর জন্য পরিপাটি থাকার এডভাইজ দেন, তারা সেইম এডভাইজ পুরুষদের ও দিবেন প্লিজ। কারন আমাদের চোখেও ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে। আমরাও সুন্দর অসুন্দর বুঝি। আমাদেরও মনে চায় সারাদিন কাজ করার পর হ্যান্ডসাম একজন হাজবেন্ড দেখে চোখ জুড়াইতে। পুরান একখান লুঙ্গি আর আধা তেনা হয়ে যাওয়া গেন্জি গায়ে দিয়ে চ্যাংদোলা হয়ে শুয়ে মোবাইল গুতাইতে দেখলে আমাদেরও গাঁ রি রি করে!🙂
©

সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যা অর্থ দিয়ে কেনা যায় না! "❤️‍🩹🌸
19/06/2025

সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যা অর্থ দিয়ে কেনা যায় না! "❤️‍🩹🌸

"জনসমক্ষে তোমার সঙ্গীকে রক্ষা করো, গোপনে সংশোধন করো।"
18/06/2025

"জনসমক্ষে তোমার সঙ্গীকে রক্ষা করো, গোপনে সংশোধন করো।"

14/06/2025

একটা হাসি বদলে দেয় পুরো দিন
ভালোবাসা এমনই—নেই কোনো শর্ত কিংবা গিন।☘️🕊️

মোনালিসা

Address

Narayanganj

Telephone

+8801952789549

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোনালিসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোনালিসা:

Share