05/05/2025
যে মানুষকে আঘাত করা যত সহজ, সেই মানুষকেই বোঝার লোকের অভাব তত বেশি। মানুষ শরীরের যে জায়গায় ইতিমধ্যেই চোট পেয়ে থাকে, সেই জায়গাতেই কেন জানিনা সে বারবার ধাক্কা খায়। যেখানে বসে থাকতে তার ভালো লাগছে বেশ, সেখান থেকেই উঠে যেতে বাধ্য করা হয় তাকে। যে ঠিকানা স্থায়ী মনে হতে শুরু করে, সেই ঘর হুট করে ভেঙ্গে যায় তার। এ সত্য চিরন্তন! যে জীবনকে যত সহজ চোখে দেখেছিল, জীবন তার খাতায় সাজিয়ে দিয়েছে তত কঠিন কঠিন অংক...!❤️🩹🥀
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  