
23/07/2025
আজকে আদিয়ানের টিফিন বানাতে গিয়ে হাতে একটু তেল পড়েছে 🙂। এটা নিয়ে সারাদিন ভুগেছি। চিনচিন করতেছে। ওই জায়গাতে কেউ হাত দিলে বা একটু কাপড় লাগলে ব্যথা করতেছে। আমার এইটুকু ব্যথা সহ্য করতে পারছি না 🥹।
আহারে বাচ্চা গুলো কিভাবে সহ্য করছে আল্লাহ মাবুদ জানে। ওই জান্নাতের পাখি গুলো অনেক কষ্ট সহ্য করেছে। কত মা-বাবার বুক খালি হয়ে গেছে 😭। আল্লাহ তুমি সব বাবা-মাকে ধৈর্য দাও।
বাচ্চাগুলোর ছবি দেখলে আমার আদিয়ান আর আমার একটা মামাতো ভাই আছে জুনায়েদ নাম এদের কথা মনে পড়ে😭। আমার ছেলেকেও আমি স্কুলে দিয়েছি। মনের ভিতর এখন ভয় হয় 😭😭।
আল্লাহ তুমি আর কোন বাবা মায়ের বুকে এভাবে খালি করে দিও না 🤲😭।