21/09/2025
বিয়ে সবাই করে। হয়তো কেউ অপ্রাপ্ত বয়সে,
কেউ প্রাপ্ত বয়সে, কেউ বা যথাযথ বয়সের পর করে।
ঠিক একই ভাবে বীমা না করার পক্ষের সাধারন লোকগুলোও বীমা করবে। হয়তো উনারা সরাসরি বীমা কোম্পানিতে বীমা করবে না।
কিন্তু, যখন_________
১)ব্যাংকে হাই ভ্যালু একাউন্ট করতে যাবে তখন ব্যাংকার উনাকে একাউন্টএর সাথে একটা ইন্সুরেন্স করাই দিবে, যেটাকে আমরা ব্যাংকান্সুরেন্স বলে থাকি।
২)যখন ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে যাবে তখন ব্যাংকার উনাদেরকে একটা ক্রেডিট কার্ডের ইন্সুরেন্স করাই দিবে।
৩)লোন নিতে গেলেও তখন ব্যাংকার ইন্সুইরেন্স দিবে।
৪)এনজিও থেকে লোন নিতে গেলেও বীমার জন্য একটা ফি দিতে হয়।
৫)কোনো কারনে দেশের বাইরে গেলেও বিমান টিকিটের সাথে আলাদা বীমার জন্য টাকা দিতে হয়।
৬)ইনকাম ট্যাক্স প্রদানকরতে গেলেও বীমা হিসেব দিতে হয়।
৭) শিক্ষা বীমা বাধ্যতামৃলক আইন হয়েছে এটা কি জানেন? বাচ্চা স্কুলে ভর্তি করতে হলে ইন্সুইরেন্স করা লাগবে,
৮) প্রবাসের টাকা দিয়ে ভালই চলছেন,এটা কি জানেন প্রবাস কর্মি বীমা বাধ্যতামৃলক আইন পাস হয়েছে
তাহলে দেখুন বীমা না করার পক্ষের লোকদের টাকা কিন্তু, বীমা সেক্টরে জড়িত হচ্ছে। হয়তো সরাসরি জড়িত হচ্ছে না, একটু ঘুড়িয়ে ফিড়িয়ে জড়িত হচ্ছে।
বিষয়টা হলো ঐ যে বিয়ের মতো,
কেউ উপযুক্ত বয়সে করে কেউ বয়স পার হয়ে গেলে করে। বিয়ে কিন্তু করতেই হবে ছাড় নাই।
আর কয়েকটা বছর অপেক্ষা করেন তখন বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে গেলেও অভিভাবকের ইন্সুরেন্স লাগবে।
করবো বীমা গোড়বো দেশ উন্নয়নে বাংলাদেশ।