Poet & Poetry

Poet & Poetry নিদ্রায় আসক্ত হ’তে গিয়ে তবু বেদনায় জেগে ওঠে পরাস্ত নাবিক;
(3)

12/01/2025

তোমাকে না দেখলে, না পাওয়ার কষ্ট আমি কখনোই বুঝতে পারতাম না। মনে হয়, পৃথিবী স্থির হয়ে যায়, সময় যেন থেমে যায়, তুমি কোথাও নেই—এমন এক নিঃশব্দ শূন্যতার মধ্যে আমি ডুবতে থাকি। তোমার মুখ, তোমার চোখ, সেই হাসি—এগুলো যেন আমার জীবনের একমাত্র আলো। যখন তুমি কাছে নেই, তখন যেন রাতের অন্ধকার ঘিরে থাকে, যেন আমি একাকী, নিঃস্ব, বিভ্রান্ত। অথচ তোমাকে দেখার জন্য আমার মনের প্রতিটি কোণে তীব্র আকুলতা, এক বিক্ষিপ্ত দোলা, যা আমাকে ঘিরে থাকে প্রতিটি মুহূর্তে।

কখনো কখনো ভাবি, তোমার এক টুকরো হাসি, এক মুহূর্তের চোখের দেখা—সেটুকুই যেন আমার জন্য যথেষ্ট। কিন্তু সেই মুহূর্তে, সময় যতই চলে, আমি যেন এক অসীম অপেক্ষার মধ্যে আটকে থাকি, কখনো শ্বাস আটকে, কখনো নিঃশ্বাস ফেলতে পারি না। তোমার জন্য, একমাত্র তোমার জন্য, হৃদয়ে এমন এক শূন্যতা, যে শূন্যতাকে পূর্ণ করার কোনো ভাষা নেই। শুধু অপেক্ষা, শুধু একটুকু দেখা—যা জীবনের সবটুকু কষ্ট ভুলিয়ে দেয়।

তুমি যদি জানতে, এই অনুভূতির গভীরতা, যদি তুমি বুঝতে, কীভাবে তোমার এক মুহূর্তের উপস্থিতি আমার সমস্ত দুঃখকে মুছে দেয়, তাহলে তুমি কখনো বুঝতে না পারতে, কতটা অসহায়ভাবে তোমাকে চেয়েছি আমি। তোমার জন্য যে ব্যাকুলতা, সে তো জীবনের রং, সে তো আমার স্বপ্ন, আমার জীবনের একমাত্র সত্য।

তোমাকে ভালো না বাসলে, বৃষ্টি, বুঝতেই পারতাম না,
কাউকে দেখার জন্য মন এতো বেকুল হতে পারে,
এতোটা খারাপ লাগতে পারে, যে সময় থেমে যায়,
জীবন হয়ে যায় একটুকু অন্ধকার, অপেক্ষা শুধু তোমারই।

যখন সব কিছু অন্ধকার মনে হয়, যখন সুখের রোদ্দুর মেলে না, তখন ধৈর্য ধরো। জীবন কখনও কখনও কঠিন হয়ে ওঠে, আর যদি মনে হয় ভোরের ক...
20/12/2024

যখন সব কিছু অন্ধকার মনে হয়, যখন সুখের রোদ্দুর মেলে না, তখন ধৈর্য ধরো। জীবন কখনও কখনও কঠিন হয়ে ওঠে, আর যদি মনে হয় ভোরের কুয়াশার মতো দুঃখগুলো মনের সুখটাকে ঢেকে রেখেছে, তবে মন খারাপ করো না। সুখ আসবে, শুধু একটু অপেক্ষা করতে হবে। সুখ পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হলে কিছু কষ্টের চড়াই-উতরাই পার করতে হয়, তাই না?

তবে, খুঁজে নিতে হবে সুখের ছোট ছোট মুহূর্তগুলো। হয়তো আমি তোমার পাশে বসে চুপচাপ হাত ধরে থাকতে পারি, অথবা একসাথে হেসে ওঠা ছোট্ট কোনো কথা আমাদের দুজনকে শান্তি দেবে। তুমি জানো, আমি তোমার পাশে আছি, এবং আমার ভালোবাসা তোমার সঙ্গে সবসময় থাকবে।

আমি যতটা সুখে, ততটা তোমার খারাপ সময়েও আছি। একসাথে।
💖

19/10/2024

লিখো কাব্য , প্রেম ছন্দে ।
দ্বিধা দ্বন্দ্বে , ভাঙে ছন্দ!
রাখো বিশ্বাস , নাও স্বস্তির নিঃশ্বাস ।
লাগে ভয় , পথে যদি বাঁধা হয় ?
হয়ে দূর্বার , করে চুরমার
হয়ে যাবো পথ পার ।

#পথ
লেখাঃ মোঃ রাকিব

01/10/2024

কাহারে যেন খুজিতেছিল আমার এই চোখে,
পূর্ণ চন্দ্রের শুভ্র আলোতে ।
অচেনা বন্ধু ! তুমি কি সেই ?
ফুল তুলে গাথি মালা যার আশাতেই ।
বিস্ময়ে রহিনু চেয়ে ও মুখের পানে ,
কি যেন রহস্য তুমি কিছুই বুঝি নারে ।

একি কল্পনা ? ইন্দ্রপুরী ?
চোখের পলক পড়েনা কেন , একি ?
তুমি কি মোর কাব্যর প্রেমবতী ?
লায়লা কি আসিয়াছে পুনঃ ,
মজনুর খোজে আজি ?
জিজ্ঞাসারা করে কানাকানি ।

ওগো উদাসী অপরাচিতা,
মুখে কেন ভাষা নাই ? চোখে এত কথা !
যখনি তাকাইলা পিছে বাকা হাসিয়া
স্ফুলিঙ্গ ফুটিলো । গেল হৃদয়ে বিঁধিয়া ।

#জিজ্ঞাসা
লেখাঃ মোঃ রাকিব

19/09/2024

প্রথমে বাবা চলে গেলেন,
তারপর গেল মা।
ভাই ও চলে গেল ওপারে ।
এরপর বদ্ধ পাগল...
তারপর?
তারপর, ভাত খাইয়ে একটা পরিবার কে বিলুপ্ত করে দেওয়া হইলো ...।।

14/09/2024

তোমার কাছে হার মানি আজ শেষে ,
হারাইয়া যাবো অন্ধকারে আমি অপূর্ণ বেশে।
মুখে ভাষা নাই, চোখে নাই জল
হারাইয়া যাবো একদিন তোমারে দিয়া ছল।

সবুজ ঘাসে জমে থাকা প্রতিটি শিশির কনার মতো,
একদিন বিলীন হয়ে যাবো ।
ডুবন্ত সূর্যের মতো নিস্তেজ হয়ে যাবো ।
সূর্যের আলোতে কুয়াশা যেমন হারাইয়া যায় ;
একদিন হারাইয়া যাবো ।
একদিন শূন্যে মিলিয়ে যাবো, দূরে বহুদূরে
এই গ্রহের ওপারে । উল্কার মতো ছুটিয়া যাবো ।

তারপর ? তারপর ক্রন্দন ধ্বনি বাজে
বেঁচে উঠে মরা প্রাণ , চিৎকারিয়া কয়
“ এ যে অবেলায়, হতভাগ্য , এ যে অসময়
এতবড় বিশ্বে শান্তি কোথাও নাই।“

বিদায়ী গান
লেখাঃ মোঃ রাকিব

10/09/2024

আজ কারেন্ট যেভাবে ছিনিমিনি খেললো কারো প্রেমিকাও মনে হয় না এভাবে ছিনিমিনি খেলে।

01/09/2024

সময়টাকে অমাবস্যা বলা যাচ্ছে না কারণ একটা নির্দিষ্ট সময় কেটে গেলে পূর্ণিমা আসে কিন্তু, আমার আশার উপর অনির্দিষ্ট কালের জন্য হতাশার গ্রহন লেগে গেছে।
জানিনা কবে রেহাই পাবো । কবে ভাগ্য আকাশের নক্ষত্র তার পূর্ণ কিরণ নিয়ে সকল অন্ধকার দূর করে দিবে , হয়তো আল্লাহ্‌ ভালো জানেন।

27/08/2024

"টিউশন জাতীয়করণ" চাই ......
আমাদের দাবীসমূহ :-
১) সকল শিক্ষার্থীদের জন্য টিউটর বাধ্যতামূলক।
২) বেতন ১-৩ তারিখের মধ্যে দিতে হবে।
৩) এই পেশাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।
৪) অভিভাবক যথা সময়ে বেতন না দিলে আইনগত সহযোগিতা দিতে হবে।
৬) সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে।
৭) শিক্ষক হিসেবে চাকরির ক্ষেত্রে টিউটরদেরকে অগ্রাধিকার দিতে হবে।
৮) প্রতি উৎসবে বোনাস / গিফট বাধ্যতামূলক করতে হবে।
৯) বার্ষিক পরীক্ষায় রেজাল্ট ভালো হলে উপহার / বোনাস বাধ্যতামূলক করতে হবে। খারাপ হলে দোষ দেওয়া যাবে না 😷
১০) ৩০ বছর পরে পেনশনের ব্যবস্থা করতে হবে।
১১) নাস্তায় ভিন্নতা থাকতে হবে 💀

✊🏼😆চলো শাহবাগ ঘেরাও করি

বাবা নামক বট বৃক্ষ কখনো উপড়ে যায় না । কখনো পাতা শুন্য হয়ে যায় কিন্তু শিকড় মাটি আঁকড়ে ধরে রাখে.........
22/08/2024

বাবা নামক বট বৃক্ষ কখনো উপড়ে যায় না । কখনো পাতা শুন্য হয়ে যায় কিন্তু শিকড় মাটি আঁকড়ে ধরে রাখে.........

04/08/2024

তোরা আজাদ মানুষ বন্দী করিস
অধীন করিস স্বাধীন দেশ।
ভাড়া করা টোকাই দিয়া
জোর দেখাবি কদিন বেশ?
সোনার মুলুক লুট করে খাস -
খুনি তোরা ডাকাত ।
আসমানে আজ দেখ ফুটেছে '
রক্ত রবির আভাস।

তাইতো মোরা পা ফেলেছি
রক্তে জমিন লাল করেছি।
দাঁড়িয়েছি নির্ভীক চিত্তে
অসুর বধে আসছি প্রলয় নৃত্যে ।
থাকতে স্বাধীন সবাই আছি
রক্ত দিয়ে মরতে রাজি।

কে মরেছে?কে মরেছে?
দেশ বাঁচাতে নিজেকে শেষ করেছে।
বীরের মতো বুক পেতেছে।
শহীদ তারা শহীদ।

#বিপ্লব
লেখাঃ মোঃরাকিব

28/07/2024

রক্ত প্রিয় মাটি আমার
আর কতকাল রক্ত খাবি?
রক্ত নেশায় আর কতকাল
মায়ের বুক করবি খালি?

৫2 তে রক্ত খাইলি,
৬৯ কি ভুলে গেলি?
৭১ এর রক্ত সাগর
এক চুমুকে চুষে গেলি।
রক্ত নেশায় 2৪ এ তুই
বীরের ঘাড়ে কামড় দিলি ।

জবাব দে তুই সর্বনাশী ,
তরুন প্রাণের স্বাদ কেমন?
আর কতকাল অন্ধ হয়ে,
অসুরপুরে থাকবি শুয়ে?
স্বর্গে তোকে আনব ডেকে,
রক্ত দ্বারা গোসল দিয়ে।
নিকষ কালো নিশার শেষে
আসবে ঊষা মিষ্টি হেসে।

#রক্ত_প্রিয়
লেখাঃ Md. Rakib

13/07/2024

একদিকে সময় খারাপ আর অন্যদিকে হাত ঘড়ি ও সময় দেখানো বন্ধ করে দিছে😞

Address

Dewbok
Narayanganj

Telephone

+8801843403000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poet & Poetry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poet & Poetry:

Videos

Share

Category