সবর-صبر

সবর-صبر ⎯͢Assalamu Alaikum.

This is a ISLAMIC page for our Muslim people-!✿࿐

⎯͢সবাই পেজটিকে Follow দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ-!✿࿐

☞Support Palestinian-!🇵🇸
☞Boycott Terrorists Cola-!🚫
☞Boycott Terrorists Products-!🚫

⎯✿Alhamdulillah For Everything✿⎯

ঢাকার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ...
16/04/2025

ঢাকার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
তিনি বলেন, ‘আরব বিশ্বসহ অন্য মুসলিম দেশগুলো যা পারেনি, বাংলাদেশ তা করে দেখিয়েছে।’
রাষ্ট্রদূত আরো বলেন, ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি ও সহমর্মিতা সম্পর্কে ফিলিস্তিনের জনগণকে আরও সচেতন করতে আগামী ১৭ মে 'ফিলিস্তিন টিভি'র একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহপূর্বক একটি প্রামাণ্যচিত্র তৈরি করবে যা পরবর্তীতে ফিলিস্তিন টিভিতে প্রচারিত হবে।

©️

Save Palestine, Save Gaza! We are support Palestine!Everyone do it. It should have to be viral. Do whatever possible.Riv...
06/04/2025

Save Palestine, Save Gaza! We are support Palestine!

Everyone do it. It should have to be viral. Do whatever possible.

River from the sea, Palestine🇵🇸 will be free ✅













22/03/2025

রমাদানের শেষ ১০ দিনে এই ৫ টি দুআ বেশি বেশি পাঠ করুন-
• প্রথম দু'আ- দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের দু'আ:
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَةً وَّ فِی الۡاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ
অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের ‘আযাব থেকে রক্ষা করো।
[সূরা আল-বাকারাহ ২:২০১]
• দ্বিতীয় দু'আ- নেককার স্ত্রী সন্তান লাভের দু'আ:
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏
অর্থঃ হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।
[সূরা আল-ফুরকান ২৫:৭৪]
• তৃতীয় দু'আ- নিজে এবং বংশধররা যেন নিয়মিত নামাজ কায়েমকারি হয় ( মুকিমুস সলাত)
رَبِّ اجۡعَلۡنِیۡ مُقِیۡمَ الصَّلٰوةِ وَ مِنۡ ذُرِّیَّتِیۡ ٭ۖ رَبَّنَا وَ تَقَبَّلۡ دُعَآءِ
অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে নামাজ কায়েমকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের প্রতিপালক! তুমি আমার দোয়া কবুল কর।
[সূরা ইবরাহীম -১৪:৪০]
• চতুর্থ দু'আ- আল্লাহর অনুগ্রহ কামনার দু'আ:
رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ
অর্থঃ হে আমার পালনকর্তা! তুমি আমার প্রতি যে অনুগ্রহই করবে আমি তো তারই ভিখারী।
[সূরা আল-কাসাস-২৮:২৪]
• পঞ্চম দু'আ- ক্ষমা ও নিরাপত্তা লাভের দু'আ:
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
অর্থঃ হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও’।
[সুনানে ইবনে মাজাহ,৩৮৫০]

21/03/2025

🔲 লাইলাতুল ক্বদর অনুসন্ধান করার বিজোড় রাত সমূহঃ-

🔸 ২১ তম রাত্রি - ২১ শে মার্চ - শুক্রবার [দিবাগত রাত]

🔹 ২৩ তম রাত্রি - ২৩ শে মার্চ - রবিবার [দিবাগত রাত]

🔸 ২৫ তম রাত্রি - ২৫ শে মার্চ - মঙ্গলবার [দিবাগত রাত]

🔹 ২৭ তম রাত্রি - ২৭ শে মার্চ - বৃহঃবার [দিবাগত রাত]

🔸 ২৯ তম রাত্রি - ২৯ শে মার্চ - শনিবার [দিবাগত রাত]

⭕ দিবাগত রাত মানে হচ্ছে দিন শেষে যেই রাতটি আসে।

আরবী মাসের দিন শুরু হয় রাতের মাধ্যমে অর্থাৎ প্রথমে রাত আসে, এরপরে দিন। উদাহরণস্বরূপঃ- আগামীকাল যদি ২৫ তম রোজা হয়ে থাকে, তাহলে ২৫ তম রোজার রাতটি শুরু হবে আজকে মাগরিব থেকে। অর্থাৎ ২৪ তম রোজার দিন শেষ হয়ে যেই রাতটি আসবে সেই রাতটিই হচ্ছে ২৫ তম রোজার রাত 💝✅

🔲 রাসূল সল্লাল্ল-হু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তা'য়ালার উপর দৃঢ় বিশ্বাস রেখে সওয়াবের আশায় ক্বদরের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি যাপন করবে, মহান আল্লাহ তা'য়ালা তার পূর্বের সমস্ত গুনাহ্‌ সমূহ ক্ষমা করে দিবেন। [বুখারী- ৩৫]

⭕ আয়িশাহ (র.) বলেন, ইয়া রাসূলুল্লাহ! আমি যদি ক্বদরের রাত পেয়ে যাই তাহলে আমি কোন দু'আটি পাঠ করবো.? তখন রাসূল (ﷺ) বললেন, তুমি পাঠ করবে-

« اللَّهمَّ إنَّك عفُوٌّ كريمٌ تُحِبُّ العفْوَ، فاعْفُ عنِّي »

উচ্চারণঃ- “আল্ল-হুম্মা ইন্নাকা 'আফু'উন কারীম, তুহি্ব্বুল 'আফওয়া ফা'ফু 'আন্নী”

অর্থঃ- “হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। অতএব, আমাকে ক্ষমা করে দিন।”
[তিরমিযী- ৩৬১৩, ইবনে মাজাহ- ৩৮৫০]

🔲 অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া, দোয়াটি ক্বদরের রাত ব্যতীত অন্য যেকোনো সময়ও ইস্তিগফার হিসেবে পাঠ করা যাবে। তাই আমাদের যাদের দোয়াটি মুখস্থ নেই, তারা এখুনি দোয়াটি মুখস্থ করে নিবো ইন শা আল্লাহ.. 💝✅

একটি ছবিতে দুটি চিত্র ফুটে উঠেছে...!!"কেউ অল্পতেই খুশি" "কেউ অনেক পেয়েও অখুশি"
15/03/2025

একটি ছবিতে দুটি চিত্র ফুটে উঠেছে...!!

"কেউ অল্পতেই খুশি" "কেউ অনেক পেয়েও অখুশি"

02/03/2025

সব আযান একই কিন্তু "ফজরের আযান" touches our heart differently❤️

31/01/2025

শুক্রবার বেশি বেশি দরুদপাঠ করবেন,

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ ❤️‍🩹

25/01/2025

ফুলের মত সুন্দর হোক প্রতিটা মুসলমানের হৃদয়!🤍🥰

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when সবর-صبر posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share