Sojib Electronics

Sojib Electronics Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sojib Electronics, Digital creator, Pagla bazar , Hall market, Narayanganj.

Sojib Electronics is your one-stop destination for premium home appliances, kitchen appliances, televisions, refrigerators, air conditioners, and personal care ... sojibElectronics is your one-stop destination for premium home appliances, kitchen appliances, televisions, refrigerators, air conditioners, and personal care ...

Haier 12 KG Top Load Automatic Washing MachineHWM120-316S6Air Dry Function Air Dry FunctionOceanus Wave Drum Oceanus Wav...
13/04/2025

Haier 12 KG Top Load Automatic Washing Machine
HWM120-316S6

Air Dry Function Air Dry Function
Oceanus Wave Drum Oceanus Wave Drum
Soft Close Tempered Glass Soft Close Tempered Glass

গুলশান থেকে নিগার সুলতানা আপু তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাইলেন পরিবারের দর্জি হিসেবে।অর্ডার করলেন একটি বাটারফ্লা...
10/04/2025

গুলশান থেকে নিগার সুলতানা আপু তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাইলেন পরিবারের দর্জি হিসেবে।

অর্ডার করলেন একটি বাটারফ্লাই জিগজ্যাগ সেলাই মেশিন যেটা দিয়ে আপনি করতে পারবেন ১৪ রকম আলাদা আলাদা ডিজাইন সেলাই , করতে পারবেন অভারলক এবং বাটনঃ হোল ।

আলহামদুলিল্লাহ 🙏 অর্ডার করার দ্রুত সময়ের মধ্যে আমাদের ডেলিভারি টিম মেশিনটি পৌঁছে দিলো তার বাসায়।

ঘরে বসে সেলাই মেশিন হোম ডেলিভারি পেতে ✅
📞01601-334733

কেরানীগঞ্জ কবুতর পাড়া থেকে সোহাগ ভাই তার সহধর্মিনীর জন্য অর্ডার করেছিলেন একটি বাটারফ্লাই জিগজ্যাগ সেলাই মেশিন। আলহামদুল...
14/03/2025

কেরানীগঞ্জ কবুতর পাড়া থেকে সোহাগ ভাই তার সহধর্মিনীর জন্য অর্ডার করেছিলেন একটি বাটারফ্লাই জিগজ্যাগ সেলাই মেশিন।

আলহামদুলিল্লাহ🙏

অর্ডার করার দ্রুত সময়ের মধ্যে আমাদের ডেলিভারি টিম মেশিনটি পৌঁছে দিলো তার বাসায়। ডেলিভারি করার সময় আমরা জানতে পারি এটা তার তিন নম্বর সেলাই মেশিন , তার বাসায় আরো দুটি মেশিন রয়েছে। সেলাই এর প্রতি তার ভালোবাসা দেখে আমরা সত্যি খুবই আনন্দিত।

আমাদের উপর আস্থা এবং ভরসা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ।

বাসায় বসেই আসল সেলাই মেশিন ক্যাশ অন হোম ডেলিভারি পেতে 📞 01601-334733

চুরি করতে এসে এসির হাওয়ায় ঘুমিয়ে পড়ল চোর সারাদিন কাজের পর অনেকেই একটু বিশ্রাম করে নেন, আর ঘরে যদি এসি থাকে তাহলে এসি...
13/03/2025

চুরি করতে এসে এসির হাওয়ায় ঘুমিয়ে পড়ল চোর


সারাদিন কাজের পর অনেকেই একটু বিশ্রাম করে নেন, আর ঘরে যদি এসি থাকে তাহলে এসির হাওয়া থাকে তাহলে তো কথাই নেই।তবে চোর এসে চুরি করার বদলে এসির হাওয়া খেয়ে ঘুমিয়ে পরেছে, এমন ঘটনায় অবাক সকলে। অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি চুরি করতে গিয়ে একটি বাড়িতে ঢুকে এসির হাওয়ায় ঘুমিয়ে পরায় ধরা পড়ে যায় পুলিশের কাছে।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়, সেখানে এক আরামপ্রিয় ২১ বছর বয়সী চোরের এই কান্ড শুনে অনেকেই হাসির রব তুলেছেন।এক পেট্রোল পাম্প মালিকের রোজকার গতিবিধি, তিনি টাকা কোথায় রাখেন সমস্তটা জেনে নিয়েছিল বাবু নামের ওই চোর। মাস্ক পরে ছক কষে চুরি করতে গিয়ে ঘটে বিপত্তি।

গত ১২ সেপ্টেম্বর বাবু চুরির জন্য ঠিক করে রাখা বাড়িতে ঢুকলে দেখতে পায় সামনেই আছে টাকা, কোনও কষ্টই করতে হবে না তাকে । কারণ গৃহকর্তা সাট্টি ভেঙ্কট রেড্ডি ঘুমিয়ে আছেন এবং টেবিলে রাখা আছে টাকাপয়সা। হাতের সামনে টাকা দেখে বাবু ভাবে একটু আরাম করে নিয়ে যাবে টাকা পয়সা।বাবু সে সময় খুব ক্লান্ত ছিল তাই এসি হাওয়ায় ঠান্ডা ঘরে একটু বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং জোরে জোরে নাক ডাকতে থাকে। ঘুম ভেঙে যায় গৃহকর্তার। অচেনা ব্যক্তিকে ঘরে দেখে বুঝে যায় কি উদ্দেশ্যে সে ঘরে এসেছে, সাথে সাথে পুলিশের কাছে ফোন করে সে৷

গোকাভরম থানার পুলিশ সকালে এসে তাকে ডেকে তোলে এবং আটক করে। পুলিশ সুত্রে জানা গেছে বাবু পেশাদার চোর নয়, প্রচুর দেনা আছে তার যা ছোট্ট চায়ের দোকান চালিয়ে শোধ করা অসম্ভব হয়ে যাওয়ায় চুরির কল্পনা আসে তার মাথায়।চুরির টাকায় দেনার সমস্যা থেকে মুক্তি পেতে চেয়েছিল সে। বাবুর পরিবারের লোকজনের সাথে কথা বলেও পুলিশ জেনেছে সে পেশাদার চোর নয়। গ্রেফতার করা হয়েছে তাকে।

আপনি কোন ধরনের ট্রাভেলার 🖤ট্রাবেলারদের বিভিন্ন ধরণের হতে পারে,যেমন: 1. ব্যাকপ্যাকার – যারা কম খরচে ঘুরে বেড়ান এবং সাধার...
09/02/2025

আপনি কোন ধরনের ট্রাভেলার 🖤

ট্রাবেলারদের বিভিন্ন ধরণের হতে পারে,
যেমন:
1. ব্যাকপ্যাকার – যারা কম খরচে ঘুরে বেড়ান এবং সাধারণত হোস্টেল বা ক্যাম্পিং করেন।
2. লাক্সারি ট্রাবেলার – যারা স্বাচ্ছন্দ্য এবং বিলাসবহুল ভ্রমণ পছন্দ করেন।
3. অ্যাডভেঞ্চার ট্রাবেলার – যারা পাহাড়, বন, সমুদ্র বা চরম পরিবেশে অভিযানে যান।
4. কালচারাল ট্রাবেলার – যারা নতুন সংস্কৃতি ও ঐতিহ্য জানতে আগ্রহী।
5. বিজনেস ট্রাবেলার – যারা কাজের সূত্রে বিভিন্ন দেশে বা শহরে যান।

Address

Pagla Bazar , Hall Market
Narayanganj
1420

Telephone

+8801711100209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sojib Electronics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sojib Electronics:

Share