এইচ.এম.মাহবুব হোসাইন জালালাবাদী

এইচ.এম.মাহবুব হোসাইন জালালাবাদী Personal Blog
(2)

02/08/2025

আলহামদুলিল্লাহ! রুপগঞ্জ বায়তুল ফালাহ্ মসজিদ কমপ্লেক্স এর ফ্লোর ঢালাইয়ের কাজ চলছে।

30/07/2025

বর্তমান সমাজে কিছু নারীদের চরিত্র হলো, স্বামী যখন বাসায় না থাকে তখন পর পুরুষের সাথে অযাচিত কথা বলে। এতে স্বামী বেচারা রাগ দেখালে উল্টা স্বামীর উপর তোহমোদ দেয়া শুরু করে দেয় যে, স্বামী নাকি বাহিরে যায় ই মহিলাদের সাথে কথা বলতে। সে কেন ঘরে থাকতে পারেনা? অথচ কোরআন বলে তোমরা সালাত আদায়ের সাথে সাথেই রিযিকের সন্ধানে বের হও।

এরকম তোহমোদ দানকারিনী মহিলাদের থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন। আমিন

30/07/2025

সহযোদ্ধা? নাকি দাস দাসী?

কোনো পুরুষ কোনো নারীকে এই জন্য বিয়ে করে না যে, ঘরের দাসী বানিয়ে খাটুনি খাটাবে। আবার এই জন্যও করে না যে, পিড়িতে বসিয়ে রেখে সাজদা ও পূজা করে যাবে। সাজদা ও পূজার জন্য মসজিদ, মন্দির, গীর্জা রয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বিয়ে করে একে অপরের সহযোগি হয়ে একটি সুন্দর জীবন গড়ার জন্য এবং একে অপরের মাধ্যমে তৃপ্ত হওয়ার জন্য। একজন পুরুষের জীবন যেমন একজন নারী সহযোদ্ধা ছাড়া অপূর্ণ, অতৃপ্ত। তদ্রুপ একজন নারীর জীবনও একজন পুরুষ সহযোদ্ধা ছাড়া অসম্পন্ন, ক্ষুধার্ত।

পৃথিবীর চিরাচরিত নিয়ম অনুযায়ী জীবনের তাগাদার বাহিরের কাজটির দায়িত্ব পুরুষের কাধে। আর ঘরের অভ্যন্তরীন কাজটির দায়িত্ব নারীর কাধে। জীবন বাঁচাতে অপরিহার্য বা জীবিকা উপার্জনের গুরু দায়িত্বটি পুরুষের কাধে। পুরুষের উপার্জিত সম্পদ দিয়ে ঘরকে ঘুছিয়ে রাখা ও রান্নাবান্নার দায়িত্ব নারীর কাধে। পৃথিবীর এই সুন্দর নিয়ম যে পরিবারে যত বেশি অনায়াসে মানা হয়, সেই পরিবার ততো সুখি। আর যে পরিমাণ এর ব্যত্যয় ঘটে, সেই পরিবার ততোই দু:খি।

সুন্দর এই নিয়মটি পুরুষ নারী যথাযথ পালন করে গেলেও অধিকাংশ ক্ষেত্রে নারীদের পক্ষ থেকে নিয়মটি ভেঙ্গে পরিবারকে অসুখি করতে দেখা যায়। জীবিকার অন্বেষণে পুরুষ সারাদিন বাহিরের কাজ করলেও স্বাভাবিকত কখনো পুরুষকে বলতে শুনা যায় না যে, আমি কি ঘরের দাস যে, সারাদিন তোমাদের জন্য খাটুনি খাটব? অথচ একজন পুরুষের সারাদিনের খাটুনির পুরোটাই দিন শেষে পরিবারের জন্য ব্যয় হয়। বিপরীতে পান থেকে চুন খসলেই হাজারো নারীকে বলতে শুনা যায় যে, আমি কি ঘরের দাসী? অথচ পরিবারের কাজ তার নিজের কাজ। এখানে দাসত্বের কিছু নেই।

যে নারী এই শ্লোগান যত বেশি দিয়ে স্বামীর অধীন থেকে বের হয়, দিন শেষে সে নারী ততোই দাসত্বের কবলে পড়ে। স্বামীর সসম্মান নির্দেশ পালন করতে অবজ্ঞা করা নারী দিন শেষে অফিসের বস বা বাহিরের মানুষের অবজ্ঞাসুচক নির্দেশ কাচুমাচু করে পালন করতে হয়। স্বামীর ঘরের কাজকে দাসীর খাটুনি মনে করে পিত্রালয়ে চলে যাওয়া নারী দিনশেষে মা, বাবা, ভাই, ভাবী সকলের কাজ নির্মম লাঞ্চনার সাথে করতে হয়। স্বামীর নির্দেশের উত্তর ধীরে স্থিরে দিতে পারলেও ভাই, ভাবি, বসের নির্দেশ পালন করতে লাফ দিয়ে উঠতে হয়।

তাই নারীদের বলব, আপনাকে যেমন ঘরের দাসী বানাতে বিয়ে করা হয়নি, তেমনি পুতুল সাজিয়ে সালাম ও আর্চনার জন্য একজন আপনার দায়িত্ব গ্রহণ করেনি। এই বাস্তবতা উপলব্ধি করতে পারলেই নিজে সুখি থাকবেন এবং স্বামীকেও সুখি রাখতে পারবেন।সারাদিন বাহিরে খাটুনি খাটা স্বামী যদি ঘরে এসে আপনার মুখের এমন বচন শোনে, তবে তার মেজাজ কেমন হবে একটু কল্পনা করুন। বাকী পুরুষেরা দশ ভাগের এক প্রকাশ করে বাকিটুকু পরিবারের খাতিরে গিলে নেয়, আর আপনারা নারীরা এককে দশ গুণ করে প্রকাশ করেন। পুরুষ তালকে তিল করতে চেষ্টা করলেও একজন নারী তিলকে তাল করতে চেষ্টা করে।

উল্লেখ্য, সকল নারী এমন নয়। তাই যারা এই গুণের নয় তারা উত্তেজিত হবে ন না।

©

আগত ৩ রা মে মহাসমাবেশ কে সফল করার লক্ষ্যে গতকাল ২৮ শে এপ্রিল, বাদ এশা, ভূলতা বাসস্ট্যান্ড মসজিদে হেফাজতে ইসলাম বাংলাদেশ ...
30/04/2025

আগত ৩ রা মে মহাসমাবেশ কে সফল করার লক্ষ্যে গতকাল ২৮ শে এপ্রিল, বাদ এশা, ভূলতা বাসস্ট্যান্ড মসজিদে হেফাজতে ইসলাম বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখা র একটি গুরুত্বপূর্ণ মাশোয়ারা অনুষ্ঠিত হয়।

মাশোয়ারায় ৭টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার তাওহীদী জনতার কাছে দাওয়াত পৌঁছানো ও তাদেরকে উক্ত সমাবেশে যুক্ত করার জন্য আলাদা আলাদা দায়িত্বশীল নির্ধারণ করা হয়।

তারাবো দক্ষিণ : মুফতি বদরুল আলম সিলেটী, মুফতি আব্দুল কাইয়ূম মাদানী।
তারাবো উত্তর : মাওলানা জিয়াউর রহমান আমজাদী, মাওলানা হাবিবুল্লাহ্, মাওঃ কামরুল ইসলাম।

ভূলতা : মাওলানা বেলাল মাদানী,মাওলানা মোবারক সাহেব, মুফতি ইমদাদুল্লাহ্ হাশেমী, হাফেজ কাওসার ও মাওলানা শওকত সাহেব।

গোলাকান্দাইল : মুফতি নুরুল হক ডহরী, মাওলানা তানইম মদিনা, মাওলানা মাহবুব গাজীপুরী, মাহবুব জালালাবাদী ও মাওলানা আব্দুল্লাহ।

কাঞ্চন পৌরসভা : মুফতি আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আমিনুল ইসলাম ও মুফতি আলকামা সাহেব।

ভোলাব : মাওলানা হাবিব মাহমুদ, মাওলানা মুজাহিদুল ইসলাম সুসঙ্গি।

দাউদপুর : মাওলানা আব্দুর রহমান মন্ডল সাহেব।

রুপগঞ্জ : মাওলানা আবুল হাসানাত জালালী

কায়েতপাড়া : মুফতি ইয়াসিন আল মাদানি, মাওলানা এনামুল হক শরীফ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওঃ মাসুদ আল হাসান।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় দাউদপুর, ভোলাবো, কাঞ্চন, গোলাকান্দাইল ও ভূলতা ইউনিয়নের সাথীরা সকাল ৭ টায় গাউছিয়া থাকবে।

মুড়াপাড়া, রুপগঞ্জ, কায়েতপাড়া ও তারাবোর সকল গাড়ি বিশ্বরোডে সকাল ৭:৩০ টায় উপস্থিত থাকবে।

সকাল ৮ টায় নারায়নগঞ্জের সকল গাড়ি সাইনবোর্ড থেকে একযোগে ঢাকা ঢুকবে।

বি: দ্র: পুরো রুপগঞ্জ থেকে ১০০ বাসের আযায়েম এসেছে। আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে ফিকির করে আযায়েম পুরা করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

আসছে আগামী ৩রা মে ২০২৫ ইং তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর  #মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আগামীকাল ২৮...
27/04/2025

আসছে আগামী ৩রা মে ২০২৫ ইং তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর #মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আগামীকাল ২৮ শে এপ্রিল, বাদ এশা, ভূলতা বাসস্ট্যান্ড মসজিদে হেফাজতে ইসলাম রুপগঞ্জ থানা শাখার জরুরী পরামর্শ।
তাই উক্ত পরামর্শে রুপগঞ্জের সর্বস্তরের উলামায়ে কেরাম ও দ্বীনদার ভাইদের কে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

23/04/2025

ইতিহাস স্বাক্ষী! কখনই সন্দেহের সংসার ঠিকে না।
আজ হোক আর ১০ বছর পরে হোক ভাঙ্গেই।

চা ওয়ালা প্রধানমন্ত্রী থেকে একজন নোবেল জয়ী প্রফেসর ইউনুস বিশ্ববাসীর কাছে হাজারগুন সম্মানিত।
04/04/2025

চা ওয়ালা প্রধানমন্ত্রী থেকে একজন নোবেল জয়ী প্রফেসর ইউনুস বিশ্ববাসীর কাছে হাজারগুন সম্মানিত।

21/03/2025

মানুষ যখন অমানুষ হয়ে যায়, তখন ছোট বাচ্চাকেও বলির পাঠা বানাতে দ্বিধা করেনা।

20/03/2025

সংসার সুখের হয় রমণীর গুণে!
আর
সংসার দুঃখের হয় কার দোষে?

19/03/2025

পাষণ্ড ও মিথ্যুক স্ত্রী থেকে আল্লাহ সকল পুরুষকে হেফাজত করুন। আমিন

13/03/2025

https://www.facebook.com/share/1MzRLcMW33/

Order now for any bakery item.
🎂🍰🧁🍮🍞
আমরা কেকে হ্যাপি বার্থডে/এনিভার্সারি লিখা হয় না।
সুইট নোটস এড করতে পারবেন।✅

13/01/2025

মুফতি ফয়সাল ইবনে আব্দুল মাজীদ নদীম

Address

Narayanganj
1460

Telephone

+8801720671798

Website

Alerts

Be the first to know and let us send you an email when এইচ.এম.মাহবুব হোসাইন জালালাবাদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এইচ.এম.মাহবুব হোসাইন জালালাবাদী:

Share