
29/08/2024
Fundraising for Feni, Noakhali, Comilla
ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যার্তদের সাহায্যের জন্য অর্থ সহযোগিতা।
(যার যত সামর্থ তাই দিয়েই সাহায্য করি)
সাহায্যের হাত বাড়াচ্ছি আপনারাও বাড়িয়ে দিন। বন্যায় ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যার্ততের ত্রান বিতরণের মাধ্যমে পাশে দাড়াবার জন্য হাত বাড়াচ্ছি। আশ্রয় কেন্দ্রে খাবার না পাওয়া লোকের সংখ্যা অনেক বেশি।
স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, সেচ্ছাসেবীরা দিন রাত এক করে কাজ করে যাচ্ছে।
আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে পাশে পেয়ে আমাদের কাজ করবার শক্তি বহুগুণ বেড়ে গিয়েছে।
একবার সাহায্য হাত বাড়াচ্ছি।
সবাই এগিয়ে আসলে উপকার হয় খুব।
সাহায্য বিকাশ লিংকঃ
১। যেকোন পরিমাণঃ https://shop.bkash.com/laiba.../paymentlink/default-payment
২। নূন্যতম 100 টাকা সাহায্যের লিংকঃ https://shop.bkash.com/laiba.../pay/bdt100/1H7qZY
(আপনার সাহায্যের অর্থ পৌছে যাবে আস-সুন্নাস ফাউন্ডেশন এর কাছে)
বিঃদ্রঃ সাহায্য পাঠিয়ে অবশ্যই ইনবক্সে পরিমাণ ও নাম্বার টা জানাতে ভুলবেন না।
শেয়ার করে অন্যকে সাহায্যে হাত বাড়িয়ে দেয়ার সুযোগ করে দিন, নিজের পক্ষ থেকেও সাহয্যের সর্বোচ্চ চেষ্টা করুন।