Rihan Express

Rihan Express ✨ আমার জীবনের গল্প, অভিজ্ঞতা ও মুহূর্ত 🏞️
🎬 ভ্রমণ, দৈনন্দিন জীবন & স্পেশাল মুহূর্ত শেয়ার করি!
(1)

আগে পর্দা দুইভাগে বিভক্ত ছিলো!১. শালীন পোশাক২. সহীহ পর্দাচাচি-আন্টিদের দেখলে বোঝা যেত ওই এক নিকাবেই সমস্তটা ঢাকা। এমনকি ...
26/09/2025

আগে পর্দা দুইভাগে বিভক্ত ছিলো!

১. শালীন পোশাক
২. সহীহ পর্দা

চাচি-আন্টিদের দেখলে বোঝা যেত ওই এক নিকাবেই সমস্তটা ঢাকা। এমনকি ভিতরে বুড়ি নাকি ছুড়ি তা বোঝার উপায় নেই।

কালের পরিক্রমায় এখন পর্দা বিভক্ত হয়েছে তিনভাগে।

১. স্টাইলিশ পর্দা
২. শালীন পোশাক
৩. গ্যাঞ্জি-প্যান্টের উপর মাথা ভর্তি প্যাচানো হিজাব

প্রশ্ন হচ্ছে তাইলে সহীহ পর্দা গেলো কোথায়? উত্তর হচ্ছে বিলুপ্ত হওয়ার পথে। বর্তমানে ১০০ জনের ভিতর এমন একজনকে দেখা যায় যারা প্রকৃতরূপেই চান তার পর্দায় যাতে কোনো ফাঁক-ফোকড় না থাকুক।

বর্তমান যুগে পর্দার পোশাকের পেইজগুলোতে ঘুরলে দেখা যায় বাহারি রঙের পর্দা, নিকাব। কি এক সাধারণ হাত-পা মোজা ছিলো এখন তাতেও বাহারি নেট লাগানো, ফুল লাগানো। ঢাকনার জিনিস দিয়ে যেন প্রদর্শন'ই বেশি। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, চোখে লাগার মতন এইসব কেনার জন্যই দ্বীনি বোনেরা হুমড়ি খেয়ে পরেন। আমরা জামা-কাপড় কেনার ক্ষেত্রে আগে সৌন্দর্যকে প্রাধান্য দি সবসময়। বেছে বেছে আকর্ষণীয় ড্রেসটাই কিনি যা পরলে সুন্দর দেখা যাবে।ঠিক সেইম থট পর্দার ক্ষেত্রেও খাটাই "যা পরলে সুন্দর লাগবে, সবার চেয়ে আলাদা করে তুলবে।" তাহলে আর পর্দা রইলো টা কোথায়? পর্দার সংজ্ঞা কি আসলেই তাই!

এক্ষেত্রে খুব সাধারণ একটা প্রশ্ন ফেইস করি যারা এই ধরণের পর্দা বিক্রি করছে এবং যারা পরছে তাদের কাছ থেকে, তা হলো – "পর্দায় যদি একটু সৌন্দর্যতা না নিয়ে আসি তবে বে-দ্বীন বোনেরা তো ইন্সপায়ার হবে না, আগ্রহী হবে না পর্দা করতে।" ব্যাপার টা এখন এমন হয়ে গেলো যে, পর্দাকেই মানুষের রুচির সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে, যেখানে মানুষের উচিত ছিল পর্দার জন্য সব কম্প্রোমাইজ ও সেক্রিফাইস করা। লজিক দিতে দিতে এতই করুণ অবস্থা যে পর্দার সাথে খেলতামাশা শুরু হয়ে গেছে অথচ যা ছিল সম্মানীয়। অবশ্য ব্যবসায়ীদের দোষ দিয়ে লাভ নাই কারণ বোনেদের আগ্রহ এই সেক্টরে না থাকলে এত রমরমাভাবে বিজনেস কখনোই চলত না।

পর্দার কথা যেহেতু এনেছিই এক্ষেত্রে দ্বীনি পর্দানশীন সেলিব্রেটিদের কথা না আনলেই যেন না। আজকাল ইস-লা-মের দাও-য়াত দেওয়া ও বোনেদের পর্দায় আগ্রহী করার নামে কিছু বোন হাজার কয়েক ফলোয়ার নিয়ে বেড়ে উঠে প্রোফাইলে পর্দা করা পিক আপলোড করে। অথচ পর্দা মানেই তো ছিল লুকায়িত, অপ্রকাশিত। উনাদের রোল মডেল ভেবে অন্য দ্বীনি বোনেরা যেন নতুন করেই পর্দা করা শিখছে, তাদের ভাষায় ইন্সপায়ার হচ্ছে। অন্য বোনেদের পর্দা করা শিখাতে গিয়ে এই বাজারময় মিডিয়ায় এখন নিজেকেই তুলে ধরতে হচ্ছে। তাতে নফসের খাশেয়াত মিটে গিয়ে ক্ষতিটা হচ্ছে কার? দ্বীনি লেবাসের এই বোনেদের জন্য এখন করনীয় হচ্ছে কুর'আনের আয়াত বারংবার রিচেক দেওয়া এবং দেখা আল্লাহ সুব'হান ওয়াতাআ'লা পর্দা নিয়ে কি হুকুম দিয়েছেন আমাদের। বিশেষত একটা আয়াত তুলে ধরা যায়, "পূর্বের জাহেলী যুগের মতন সৌন্দর্য প্রদর্শন করো না!" [সূরা আল-আহজাব, আয়াত-৩৩]

একচুয়েলি এখন হরেক রকম বোরকা নিকাব বেড়েছে ঠিক তেমন পরিহিতাও বেড়েছে কিন্তু পর্দা বাড়েনি, মোটেও বাড়েনি। উল্টো পর্দার উপর চলছে সাজগোছ। যতটুক চোখ খোলা থাকে তাতেও বোনেরা সৌন্দর্য বর্ধনের জন্য কাজল-আইলাইনার দেয়, হাত মোজার উপর আংটি, চুড়ি। বিবেককে প্রশ্ন করা উচিত, "আসলেই কি আল্লাহ'র সন্তুষ্টির জন্য পর্দা করছি নাকি, মানুষের চোখে ভালো লাগার উদ্দেশ্যে?"

একজন মুমিনার একমাত্র উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহ'র হুকুম এবং সন্তুষ্টি। কারণ নারী যখন পর্দা করে তখন সে শুধু কাপড় না বরং সেই সম্মানিত আয়াতসমূহ দ্বারা নিজেকে মুড়িয়ে নেয় আর এই আয়াতের যথাযথ মর্যাদা রাখাই আমাদের বিধান, ফরজ বিধান। আল্লাহ তা'আলা আমাদের হেফাজত করুক

কিছু বলার ভাষা নাই 💔There are no words to say 💔
24/09/2025

কিছু বলার ভাষা নাই 💔

There are no words to say 💔

07/09/2025

কাউকে টাকা ধার দেওয়ার আগে তার সাথে ভালো করে কোলাকুলি করে নিন!
কারণ হয়তো এটাই তার সাথে আপনার জীবনের শেষ সাক্ষাৎ!

06/09/2025

আল্লাহকে ভালোবাসার চিহ্ন হলো: তাঁর অধিক স্মরণ করা। কেননা, তুমি যাকে ভালোবাসো, তুমি তাকে বারবার স্মরণ কর।

06/09/2025

তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, তবে তা গুণে শেষ করতে পারবে না। 📖 (সূরা ইব্রাহিম: ৩৪)

তোমার শরীর সুস্থ, তুমি নিরাপদে বাস করো, খাবার, কাপড়, বাতাস, পানি — সবই তো আছে!

➤ আসলে তুমি অজান্তেই এই দুনিয়ার অগণিত নিয়ামত ভোগ করছো।
➤ তুমি জীবনের মালিক হয়েও জীবনের মূল্য বুঝছো না।

তাই আল্লাহর অফুরন্ত নিয়ামতের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানাও, আর তাঁর লজ্জার পর্দার জন্য শুকরিয়া আদায় করো। ♡♡♡

06/09/2025

কখনো ভেবে দেখেছেন কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ আল্লাহ তাআলার কী পরিমাণ নেয়ামত ভোগ করে তা সত্যিই কল্পনাতীত। কখনো কি ভেবে দেখেছেন যে, আল্লাহ এই মস্তিস্ক সুস্থ না রাখলে পাগল হতাম, চোখ না দিলে অন্ধ হতাম, কান ঠিক না রাখলে বধির হতাম, যবান না দিলে বোবা হতাম, হাত-পা না দিলে প্রতিবন্ধী হতাম, সন্তান না দিলে নিঃসন্তান হতাম, টাকা-পয়সা না দিলে ফকির হতাম, ইজ্জত না দিলে লাঞ্ছিত হতাম, ঈমান না দিলে বে-ঈমান হতাম, শেষ ও শ্রেষ্ঠ নবীর উম্মত না বানালে না-জানি কোন নবীর উম্মত হতাম! 🖤🌸

06/09/2025

আমরা সবাই আল্লাহর বান্দা, যারা আখিরাতের পথে যাত্রা করছি। প্রত্যেকেই নিজের দুনিয়ার জন্য জবাবদিহি করবে। তাহলে আমরা কেন একে অপরকে কষ্ট দেই আর জুলুম করি?

নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা — আত্মাকে অপমান করা....!
06/09/2025

নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা — আত্মাকে অপমান করা....!

05/09/2025

আল্লাহুম্মা সল্লি'ওয়া সল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ.!🖤✨
৷৷৷ [জুম্মা মোবারক] ৷৷৷

☹️
04/09/2025

☹️

04/09/2025
04/03/2025

পাগলিটা আজ দেশে থাকলে লেবুর বদলে ভিম্বার খাওয়ার নির্দেশনা দিতো 🥲

Address

Jalkuri, Naraynganj Sadar, Narayaganj City Corporation
Narayanganj
1420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rihan Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share