Mijan 24

Mijan 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mijan 24, Digital creator, South Shiachar Qutubpur Fatullah, Narayanganj.

আসুন আমরা একে অপরের সহযোগী হয়ে উঠি।অনলাইনের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাই,, আমি যা জানি যা শিখেছি তার থেকে যাচাই-বাছাই করে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আশা করি পাশে থেকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাপোর্ট করবেন।

16/05/2025

Cu টাইপ করার পর যা
আসবে তাই দিবা।😁
কোনো চিটিং করবা না।🙂

10/05/2025
দেশ রক্ষায় পুরো দেশ আবার এক মোহনায় মিশেছে বলে মন্তব্য করেছেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ। এছারাও তিনি বলেন, অন্তর্বর্তী স...
10/05/2025

দেশ রক্ষায় পুরো দেশ আবার এক মোহনায় মিশেছে বলে মন্তব্য করেছেন
মুফতী হাবিবুর রহমান মিছবাহ।

এছারাও তিনি বলেন,
অন্তর্বর্তী সরকার আমাদের হতাশ করেছে। আমার মতে এই আন্দোলনে অন্তর্বর্তীকালীন সরকার পতনের ডাক দিয়ে নতুন করে ৫ বছর মেয়াদী একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন করা। নাহয় বারবার জুলাই উদ্ধার আন্দোলনে নামতে থাকতেই হবে...!

উপরে উল্লেখিত লেখাটি মুফতী হাবিবুর রহমান মিছবাহ সাহেবের পেজ থেকে নেওয়া

খুবই প্রয়োজনূ একটি ভিডিও দেখতে পারেন  লিংক কমেন্ট বক্সে
09/05/2025

খুবই প্রয়োজনূ একটি ভিডিও দেখতে পারেন
লিংক কমেন্ট বক্সে

مَنْ صَامَ يَوْمًا فِي ذِي الْقَعْدَةِ كُتِبَ بِكُلِّ سَاعَةٍ مِنْهُ تَوَابُ الْحَجَ.উচ্চারণ: মান সামা ইয়াউমান ফি যিলকাদ...
07/05/2025

مَنْ صَامَ يَوْمًا فِي ذِي الْقَعْدَةِ كُتِبَ بِكُلِّ سَاعَةٍ مِنْهُ تَوَابُ الْحَجَ.

উচ্চারণ: মান সামা ইয়াউমান ফি যিলকাদাতি কুতিবা বিকুল্লি সাআতিম মিনহু ছাওয়াবুল হাজ্জি।

যে ব্যক্তি যিলকদ মাসের মধ্যে একদিন রোযা রাখবে, আল্লাহ পাক তার আমল নামায় একটি মকবুল হজ্বের নেকী লিখে দিবেন। তিনি আরও বলেন, যে ব্যক্তি যিলকদ মাসের সোমবার দিন রোযা রাখে, তার আমল নামায় এক হাজার বছর নফল ইবাদতের নেকী লিখা হয়। হুযুর সাল্লাল্লাভআলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যিলকদ মাসের বৃহস্পতিবার দুই দুই রাকাত করে একশত রাকাত নফল নামায পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস দশ বার পড়ে, তাহলে আল্লাহ পাক তার সর্ব প্রকার মনের আশা পূরণ করে দিবেন। তিনি আরও বলেন, যে ব্যক্তি যিলকদ মাসের যে কোন শুক্রবার দুই দুই রাকাত করে চার রাকাত নফল নামায পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর দশবার সূরা ইখলাস পড়ে, তাহলে আল্লাহ পাক তার আমল নামায় একটি মকবুল হজ্ব ও ওমরার নেকী লিখেন।

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি যিলকদ মাসের প্রত্যেক রাত্রে দুই রাকাত নফল নামায পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস তিনবার পাঠ করে, তাহলে আল্লাহ পাক তাকে একজন হাজীর নেকী ও একজন শহীদের নেকী দান করবেন এবং সে হাশরের দিন আল্লাহ পাকের আরশের ছায়ায় স্থান পাবে।

তিনি আরও বলেন, যে ব্যক্তি যিলকদ মাসের প্রথম তারিখ রাত্রে দুই দুই রাকাত করে চার রাকাত নফল নামায পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস তেইশবার পাঠ করে, তাহলে আল্লাহ পাক বেহেশতে তার জন্য চার হাজার মনোরম ভবন নির্মাণ করে রাখেন। আর প্রত্যেকটি ভবনে ইয়াকুত পাথর ও বহু মূল্যবান মণিমুক্তা খচিত লোহিত বর্ণের সিংহাসন পাতা থাকবে।

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! MD Ismail Hossen, Md Ujjol Rk, Md Joynal ...
30/04/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! MD Ismail Hossen, Md Ujjol Rk, Md Joynal Abedin

28/04/2025

হেফাজতে ইসলামকে যেন ৩ তারিখ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করতে দেওয়া হয়।

28/04/2025

তানিয়ার বয়স যখন ১০ বছর মারিয়ার বয়স তখন তার অর্ধেক, এখন তানিয়ার বয়স ৫০ হইলে মারিয়ার বয়স কত?🙂

বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেওয়া ভিডিওটি দেখুন
27/04/2025

বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেওয়া ভিডিওটি দেখুন

Address

South Shiachar Qutubpur Fatullah
Narayanganj
1421

Alerts

Be the first to know and let us send you an email when Mijan 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mijan 24:

Share