Toxic Evan

Toxic Evan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Toxic Evan, Digital creator, Narayanganj.

02/04/2025

প্রস্তাব ❗
* মেয়ের বিয়ে নিয়ে ভাবছো শুনলাম? তা কেমন পাত্র চাও?
* তুমি তো জানোই, একটা ধার্মিক ছেলে পেলেই সম্বন্ধ করে ফেলবো! অবশ্য গতকাল একটা প্রস্তাব এসেছিলো।
* ছেলে কেমন? কী করে?
* ছেলে অত্যন্ত ধার্মিক! কিন্তু খুব গরিব! তাই প্রস্তাবটা আমরা গ্রহণ করতে পারিনি! ভদ্রভাবে পাশ কাটিয়ে গিয়েছি।
* আজ আরেক সম্বন্ধ দেখালাম?
* হ্যাঁ, ঘটক একটা সম্বন্ধ নিয়ে এসেছিল।
* পাত্র?
* বেশ মোটা বেতনে চাকুরী করে। বিদেশী এক সংস্থায় সবাই এককথায় পছন্দ করে ফেললো। তবে আমার পছন্দ হয় নি! তার পছন্দ ছিল প্রথম প্রস্তাবটা।
* কেন?
* তিনি চাচ্ছিলেন তার নাতনী একজন ধার্মিক মানুষের ঘরনী হোক!
* তাহলে ওটাকেও ফিরিয়ে দিলে?
* নাহ! ফিরিয়ে দিবো কেন! সবাই মিলে দু'আ করে দিলাম: আল্লাহ যেন পাত্রকে ধার্মিক বানিয়ে দেন।
* এত সহজেই সমাধান করে ফেললে? ধার্মিক পাত্রই যদি চাইতে, তাহলে প্রথম জনের প্রস্তাব গ্রহণ করে কেন দু'আ করলে না, আল্লাহ তাকে রিজিক বাড়িয়ে দিন!

~শায়েখ আতিক উল্লাহ হাফি.

01/04/2025

কলেমাখচিত পতাকা থাকলে উগ্রবাদ,গাধার মূর্তি থাকলে প্রগতিবাদ!
কতোটা মানসিক বিকৃতি আর রুচিহীনতা!!

হাজার বছরের অধিক সময় সভ্যতা ও সংস্কৃতির বিশ্বনেতৃত্বে থাকা ইসলামকে নিয়ে বাংলার গরীব ধর্মনিরপেক্ষতাবাদী ও নব্য বহুত্ববাদীরা এতোটা নীচে ভাবতে পারে?

আনন্দ চাই, উৎসব চাই, নান্দনিকতা চাই, সাংস্কৃতিক আয়োজন চাই, পৌত্তলিকতার দুর্গন্ধ চাইনা, এটা চলবেনা মুসলিম বঙ্গে।

31/03/2025

People asking, "Noodles dibo naki Shemai?"
Mirza Fakhrul: "Nirbachon-ta jodi diten..."

22/08/2024

এক মাসের জন্য হলেও ইন্ডিয়ার সকল পণ্য বয়কট করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা বাঙালিরা তাদের হাতের পুতুল নয়।

03/08/2024

ভারত মুক্ত দেশ চাই।

02/08/2024

যারা গ'ণ'ভ'ব ন ভাগাভাগি করছেন তারা ও'হু"দে র ইতিহাস পড়বেন।

বিজয় আসার আগ পর্যন্ত "উল্লাস"ভালো কিছু বয়ে আনবে না।

আমার শিক্ষকরা কেন জেলে ? জবাব চাই।
02/08/2024

আমার শিক্ষকরা কেন জেলে ?
জবাব চাই।

31/07/2024

পুলিশ প'দ'ত্যা'গ করছেন, আইনজীবীরা মুখ খুলছেন, শিক্ষকরা রাজপথে নামছেন, প্রবাসীরা সংহতি জানাচ্ছেন, সাংবাদিক কথা বলছেন, কতক্ষন দমিয়ে রাখবেন? শুরু হয়ে গেছে কিন্তু.... বসন্ত এভাবেই আসে!

30/07/2024

যেই জেনারেশন নিয়ে আপনারা দুশ্চিন্তায় ভুগতেন সেই জেনারেশনই এখন আপনাকে মেরুদন্ড সোজা করে নতুন ভাবে বাঁচাতে শিখাবে।
জেনারেশনের যেই অলস ছেলেগুলোকে নিয়ে আপনি দুশ্চিন্তে থাকতেন, তারাই এখন আপনার অধিকার নিয়ে লড়বে, রক্ত দিবে।আপনারা না হয় ভদ্র সেজে ঘরে বসে একটু পাশে থাকেন।

16/07/2024

জার্মানিতে নাৎসী বাহিনী প্রথম ধরতে আসল কমিউনিস্টদেরকে। আমি কথা বললাম না, কারণ আমি কমিউনিস্ট ছিলাম না।

তারপর তারা ধরতে আসল ইহুদীদেরকে। আমি কথা বললাম না, কারণ আমি ইহুদী ছিলাম না।

তারপর তারা ধরতে আসল শ্রমিক সংগঠকদেরকে। আমি কথা বললাম না, কারণ আমি শ্রমিক সংগঠক ছিলাম না।

তারপর তারা ধরতে আসল ক্যাথলিকদেরকে। আমি কথা বললাম না, কারণ আমি প্রটেস্ট্যান্ট ছিলাম।
তারপর তারা ধরতে আসল আমাকে। কিন্তু তখন আমার পক্ষে কথা বলার জন্য কেউ আর অবশিষ্ট ছিল না।

-মার্টিন রিমলার

Address

Narayanganj
1400

Telephone

+8801885067598

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toxic Evan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Toxic Evan:

Share