SHL Online School

SHL Online School সমস্যা শব্দটির পরিবর্তে সম্ভাবনা শব্দটি বেশি ব্যবহার করুন তাতেই দ্বার খুলে যাবে।

🥰 সেভ করে রাখুন কাজে লাগবে 🥰পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থঃপুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে।...
29/05/2025

🥰 সেভ করে রাখুন কাজে লাগবে 🥰
পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থঃ

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলোঃ

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

শেষ কথা:
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।

মিরপুর থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস রুট ||০১) অছিম পরিবহন- গাবতলী, টেকনিক্যাল, আনসারক্যাম্প,মিরপুর ১,২,১০,১১,১২ স...
29/05/2025

মিরপুর থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস রুট ||
০১) অছিম পরিবহন- গাবতলী, টেকনিক্যাল, আনসারক্যাম্প,মিরপুর ১,২,১০,১১,১২ সাগুফতা,কালশী,ইসিবি,মাটিকাটা ফ্লাইওভার,কুর্মিটোলা,কুড়িল,যমুনা ফিউচার পার্ক,নতুন বাজার,বাড্ডা,রামপুরা,বনস্রী,স্টাফ কোয়ার্টার ||
---------------
০২) শিকড় পরিবহন- মিরপুর ১২,১১,১০ কাজি পাড়া, শেওড়াপাড়া,আগারগাঁও,বিজয় স্বরনী,খামারবাড়ি,ফার্মগেট,কাওরান বাজার,শাহবাগ,মৎস ভবন,পল্টন গুলিস্তান,সায়দাবাদ,যাত্রাবাড়ী ||
---------------
০৩)বসুমতি পরিবহন- গাবতলি,টেকনিক্যাল,আনসারক্যাম্প,মিরপুর ১,২,৬,৭,১১ সেটারা দিয়ে ইউটার্ন, পূরবী,কালশী,ইসিবি,মাটিকাটা ফ্লাইওভার,কুড়িল,খিলক্ষেত,এয়ারপোর্ট,গাজিপুর ||
---------------
০৪) প্রজাপতি পরিবহন- ঘাটারচর,মোহাম্মদপুর,শ্যামলী,আনসারক্যাম্প,মিরপুর ১,২,১০,১১,১২,সাগুফতা,কালশী,ইসিবি,মাটিকাটা ফ্লাইওভার,খিলক্ষেত,এয়ারপোর্ট,উত্তরা ||
একই রুটে পরিস্থান পরিবহন চলাচল করে ||
০৫) বিহঙ্গ পরিবহন- মিরপুর ১২,১১,১০,কাজিপাড়া,শেওড়াপাড়া,আগারগাঁও,খামারবাড়ি,ফার্মগেট,কাওরান বাজার,শাহবাগ,গুলিস্তান,ফুলবাড়িয়া,
তাতি বাজার,ভিক্টোরিয়া পার্ক ||
---------------
০৬) মিরপুর সুপার লিংক- মিরপুর ১২,১১,১০,কাজিপাড়া,শেওড়াপাড়া,Khamar Bari (খামার বাড়ি), (ধানমন্ডি ২৭), (ধানমন্ডি ৩২), (সিটি কলেজ, (নীলক্ষেত),নিউ মার্কেট),(আজিমপুর ||
-------
০৭) রাজধানী পরিবহন-
1 Hemayetpur (হেমায়েতপুর)
2 Gabtoli (গাবতলি)
3 Technical (টেকনিক্যাল)
4 Ansar Camp (আনসার ক্যাম্প)
5 Mirpur 1 (মিরপুর ১)
6 Sony Cinema Hall (সনি সিনেমা হল)
7 Mirpur 2 (মিরপুর ২)
8 Mirpur 10 (মিরপুর ১০)
9 Mirpur 11 (মিরপুর ১১)
10 Purobi (পুরবী)
11 Kalshi (কালশী)
12 ECB Square (ইসিবি স্কয়ার)
13 MES (এমইএস)
14 Shewra (শেওড়া)
15 Kuril Bishwa Road (কুড়িল বিশ্ব রোড)
16 Jamuna Future Park (যমুনা ফিউচার পার্ক)
17 Bashundhara (বসুন্ধরা)
18 Nadda (নদ্দা)
19 Notun Bazar (নতুন বাজার)
20 Bashtola (বাঁশতলা)
21 Shahjadpur (শাহজাদপুর)
22 Uttar Badda (উত্তর বাড্ডা)
23 Badda (বাড্ডা)
24 Madhya Badda (মধ্য বাড্ডা)
25 Merul Badda (মেরুল বাড্ডা)
26 Rampura Bridge (রামপুরা ব্রিজ)
27 Banasree (বনশ্রী)
28 Demra Staff Quarter (ডেমরা স্টাফ কোয়ার্টার)
----------
০৮) আলিফ পরিবহন-
1 Mirpur 1 (মিরপুর ১)
2 Mirpur 2 (মিরপুর ২)
3 Mirpur 10 (মিরপুর ১০)
4 Kazipara (কাজীপাড়া)
5 Shewrapara (শেওড়াপাড়া)
6 Agargaon (আগারগাঁও)
7 Bijoy Sarani (বিজয় সারাণী)
8 Jahangir Gate (জাহাঙ্গীর গেট)
9 Mohakhali (মহাখালী)
10 Wireless (ওয়্যারলেস)
11 Golshan 1 (গুলশান ১)
12 Badda Link Road (বাড্ডা লিংক রোড)
13 Madhya Badda (মধ্য বাড্ডা)
14 Merul Badda (মেরুল বাড্ডা)
15 Rampura Bridge (রামপুরা ব্রিজ)
16 Banasree (বনশ্রী)
মিরপুর থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বাস রুটগুলো তুলে ধরা হলো ---------------

Part 02 খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ ||

সৌদি আরবে মরুভূমির প্রাণী “সান্ডা” (বৈজ্ঞানিক নাম: Uromastyx, স্থানীয়ভাবে “ধব” বা “দাব” নামে পরিচিত) ধরা, হ*ত্যা বা পাচ...
16/05/2025

সৌদি আরবে মরুভূমির প্রাণী “সান্ডা” (বৈজ্ঞানিক নাম: Uromastyx, স্থানীয়ভাবে “ধব” বা “দাব” নামে পরিচিত) ধরা, হ*ত্যা বা পাচার করা আইনত নিষিদ্ধ এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ।

🛡️ আইনগত দিক

সৌদি আরবের পরিবেশ আইন অনুযায়ী, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কঠোর নিয়মাবলী প্রণয়ন করা হয়েছে। এই আইনের অধীনে, অনুমোদন ছাড়া বন্যপ্রাণী শিকার, হত্যা বা পাচার করলে জরিমানা বা কারাদণ্ড, অথবা উভয় দণ্ড হতে পারে। উদাহরণস্বরূপ, “Egyptian Spiny-Tailed Lizard” (Uromastyx aegyptius) শিকার করলে ৩,০০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। 

🌿 পরিবেশগত দিক

“সান্ডা” একটি নিরীহ ও তৃণভোজী প্রাণী, যা মরুভূমির পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অতিরিক্ত শিকার ও আবাসস্থল ধ্বংসের কারণে এদের সংখ্যা হ্রাস পাচ্ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। 

✅ পরামর্শ
• সান্ডা ধরা, হ*ত্যা বা পাচার থেকে বিরত থাকুন।
• বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করুন।
• আইন লঙ্ঘনের ঘটনা দেখলে নিকটস্থ পরিবেশ সুরক্ষা সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন।

সান্ডা ও অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় আমাদের সক্রিয় ভূমিকা পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হার্ট ব্লকেজ, কী? কারণ? সমাধানঃ-হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম। ✅ হার্টের কাজঃপুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট ১ মিনিটে প...
13/02/2025

হার্ট ব্লকেজ, কী? কারণ? সমাধানঃ-
হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম।
✅ হার্টের কাজঃ
পুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট ১ মিনিটে প্রায় ৭২ বার পাম্প করে।
হার্ট, প্রতিদিন প্রায় ১ লক্ষ বার পাম্প করে থাকে।
হার্ট একবার পাম্প করলো মানে পুরো বডি তে ব্লাড পৌঁছে গেলো।
✅ হার্ট এর অসুখ কী :-
হার্ট এর অসুখ মানে আর্টারি তে চর্বি জমে যাওয়া, কোলেষ্টেরোল জমে যাওয়া, ফ্যাট জমে যাওয়া।
এমন পরিস্থিতি তৈরি হলে ধীরে ধীরে হার্ট এর ব্লাড সাপ্লাই ক্ষমতা কমে যায়।
এটাকেই বলা হয় হার্টের অসুখ।
বর্তমানে হার্টের অসুখ টি বিশ্বের সব চেয়ে বড় অসুখ।
যেদিন হার্টের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে সেদিন হার্ট টাও বন্ধ হয়ে যাবে, মানে হার্ট এট্যাক হয়ে যাবে।
হার্ট এর আর্টারি গুলো 3-4 mm মোটা হয়।
✅ হার্ট এ ব্লকেজ হতে কত সময় লাগে?
বছরের পর বছর ধরে ধীরে ধীরে হার্ট ব্লকেজ তৈরী হয়।
মানুষ জন্মের পর পর ই ব্লকেজ তৈরী শুরু হয় না।
18-20 বছর বয়স থেকে এই ব্লকেজ তৈরী হতে শুরু করে।
70%, 80%, 90% ব্লকেজ তৈরী হতে কম করে 30-40 বছর সময় লাগে।
50% ব্লকেজ হয়ে গেলেও মানুষ কোনো কষ্ট অনুভব করে না।
কারণ ব্লাড সাপ্লাই এর জন্য আরও 50% বাকি থাকে।
✅ ব্লাড সাপ্লাই এর জন্য হার্ট এর প্রয়োজন 10%, 20%, 30% জায়গা।
10% প্রয়োজন যখন মানুষ বসে থাকে।
20% প্রয়োজন যখন হাঁটা চলা করে।
30% প্রয়োজন যখন মানুষ দৌড়ায়।
যেদিন মানুষের ব্লকেজ 70% এর বেশি হয়ে যায় সেদিন থেকে মানুষ হার্ট এর সমস্যা অনুভব করতে থাকে। সেদিন থেকে কষ্ট শুরু হয়ে যায়।
✅ যদি দৌড়ালে বুকে ব্যাথা অনুভব হয় তবে বুঝতে হবে ব্লকেজ 70% ক্রস করেছে।
যদি হাঁটতে গিয়ে ব্যাথা হয় তাহলে বুঝতে হবে ব্লকেজ 80%।
যদি সামান্য 10 ধাপ হাঁটলেই ব্যাথা হয় তবে বুঝতে হবে ব্লকেজ 90%।
✅ এখানে বোঝা গেলো হার্ট এর পেশেন্ট 70% ব্লকেজ না হওয়া পর্যন্ত কোনো সমস্যা সাধারণত বুঝতে পারে না।
✅ হাঁটতে গিয়ে ব্যাথা হলে এই পর্যায়কে বলা হয় "এনজাইনা।"
2%/year ব্লকেজ তৈরী হতে শুরু করে 20 বছর বয়সের পর থেকে।
*** আমার লিখা পড়ে হার্ট এর অসুখ সম্পর্কে বুঝতে সময় লাগলো মাত্র কয়েক মিনিট, কিন্তু আপনি যদি কোন হাসপাতাল কিংবা ক্লিনিক যান তাহলে উনারা আপনাকে এতো বিস্তারিত বোঝাবে না, শুধু বলবে আপনার "করোনারী আর্টারি ডিজিজ "এ আক্রান্ত।
✅ আধুনিক উপায়ে ব্লকেজ পরীক্ষা, যেটা ও সঠিক নয়ঃ
আধুনিক যুগের ক্যার্ডিওলোজিস্ট রা ব্লকেজ এর পার্সেন্টেজ বোঝার জন্য তার ঢুকিয়ে এনজিওগ্রাফিক করেন, যেটাতে রেজাল্ট আসে রাউন্ড ফিগার যেমন 70%, 80%, 90%।
আমাদের মতে যেটা সঠিক নয়। কারণ সঠিক হলে রাউন্ড ফিগার না হয়ে হতো 70.25%, 80.03%, 90.৮১%।
✅ হার্ট এট্যাক মানে কি?
70% ব্লকেজ এর পর ধীরে ধীরে ব্লকেজ বাড়তে থাকে। এই ব্লকেজ এর উপর একটা পর্দা থাকে এবং ব্লকেজ বাড়ার সাথে সাথে পর্দাটির উপরেও চাপ তৈরী হতে থাকে।
এই চাপ বাড়তে বাড়তে একদিন হঠাৎ পর্দাটা ছিঁড়ে যায়।
পর্দা ছিঁড়ার সাথে সাথে পর্দার নিচে থাকা কেমিক্যাল রক্তে গিয়ে মিশে যার ফলে রক্তের ঘনত্ব বেড়ে যায়।
রক্ত জমাট বেঁধে গেলে এটাকে বলা হয় "ক্লট"।
এটি আর্টারির রাস্তা পুরো পুরি ব্লক করে দেয়। ব্লক 100% হয়ে যায়, হার্ট এ রক্ত পৌঁছতে পারে না তখন এটাকেই বলা হয় "হার্ট অ্যাটাক"।
✅ হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায়ঃ
ব্লকেজ 70%, 80%, 90% হয়ে গেলেও চেষ্টা করতে হবে ব্লকেজকে রুখে দেয়া।
ব্লকেজ না বাড়লে পর্দাটা ছিঁড়বে না, হার্ট অ্যাটাকও হবে না।
আরও ভালো হয় পর্দার নিচে জমে থাকা কিছু চর্বি যদি ধীরে ধীরে বের করে দেয়া যায়। সেজন্য নিয়মিত কমকরে হলেও ৪০ মিনিট হাঁটতে হবে। চর্বি জাতীয় খাদ্য বর্জন করতে হবে, ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিতে হবে।
শরীরে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে।
✅ বুকে ব্যাথা অনুভব করলে ডাক্তারের পরামর্শ নিন।

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন,...
06/02/2025

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।

নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।

একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।

তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"

একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল, গাধা আর নিচে নামতে র...
18/12/2024

একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল, গাধা আর নিচে নামতে রাজি নয়। মোল্লা বহু চেষ্টা করলেন, পীড়াপীড়ি করলেন, কিন্তু গাধা অনড়।

অগত্যা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধঘণ্টা, এক ঘণ্টা—এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবু নিচে নামছে না। উপরন্তু, ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো, গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে।

বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরোনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল—ছাদ ভেঙে গেলে ঝড়-বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য। কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না। বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল।

শেষমেশ, মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন। কিন্তু ফল হলো উল্টো। গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে।

আর ছাদ? গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল। গাধাসহ ছাদ থেকে ইট-পাথর মেঝেতে পড়ল। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল। তার পা ভেঙে গেছে, উঠতে পারছে না।

মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়।
কারণ:
যে জায়গায় তাকে তোলা হবে,
সেই জায়গার ক্ষতি করবে।😟
যিনি তাকে তোলেন, তারও ক্ষতি করবে।😟
শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে।😟

গল্পের শিক্ষা📌📌📌
অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চপদে বসালে, সে নিজের, আপনার, এবং আশপাশের সবকিছুর ক্ষতি করবে।

 #রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব শুধু কি আমাদের উপরেই পরেছে ? এই প্রশ্নের উত্তর জানা নেই জানলেও বলা যাবে না।কলকাতায় এক ...
21/03/2023

#রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব শুধু কি আমাদের উপরেই পরেছে ? এই প্রশ্নের উত্তর জানা নেই জানলেও বলা যাবে না।

কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি বা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্রী হয় ৮০০ টাকা কেজিতে এমনকি মাত্র ১২৭ কি: মি: দূরেও সেই গোশতের কেজি ৬০০ টাকা।

ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানে গরুর গোস্ত পাওয়া যায় ৬০০ রুপিতে যা কিনা বাংলাদেশী ২৩০ টাকার সমান। প্রতিবেশী রাষ্ট্র নেপালে প্রতি কেজি গরুর মাংসের দাম ০.৭৬ ইউএস ডলার মানে ৮০ টাকা, ভুটানে ১৬০ নুল বা ২০৭ টাকা, মিয়ানমারে ৫.৬৬ ইউএস ডলার বা ৫৬৭ টাকা।

মোটামুটি দেখা যায় দক্ষিণ এশিয়ার সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে গরুর গোস্তের দাম সবচেয়ে বেশি।

এখন তো আপনারা বলবেন, এই দেশ মুসলমানদের দেশ , গরুর গোশত খায় বেশি, তাই দাম ও বেশি।

বিশ্বের সবচেয়ে বেশি গরুর গোশত খাওয়ার তালিকায় ভারতের অবস্থান ৫ম, ২০২২ সালে সেখানে গরুর গোশত খাওয়া হয়েছে ২৯ লক্ষ মেট্রিক টন।

এই তালিকায় পাকিস্তান আছে ৮ম অবস্থানে ২০২০ এ ওরা ১৭.৫ লক্ষ্য মেট্রিক টন গরুর গোশত খেয়েছে

অদ্ভুত, ব্যাপার হচ্ছে এই দেশের মানুষের গরু গোশত খাওয়ার তেমন কোন রেকর্ড খুঁজে পেলাম না কোথাও !

নিরবে দুর্ভিক্ষে কাঁদছে আমাদের প্রিয় বাংলাদেশ।

সংগৃহীত

05/02/2023

💟💟বিয়েটা এমন হওয়া দরকারঃ 💟💟
১. বিয়ের সময়ও মেয়েকে পর্দা করতেই হবে।
২. বিয়েটি সামাজিক ভাবে না হয়ে শারী‘য়াহ্ অনুযায়ী হবে।
কথা থাকবেঃ
*কোনো ছবি দেওয়া -নেওয়া হবেনা।
* মেয়ে দেখতে ছেলে, মা ও বোন ছাড়া আর কেউ যাবে না।
*ছেলের বাবাও বিয়ের আগে দেখতে পারবেন না।
* কোনো রেষ্টুরেন্টে মেয়ে দেখার আয়োজন হবে না।
* গায়ে হলুদ হবে না।
* বাড়ি লাইটিং হবে না।
*গান,নাচ হবেনা।
* আক্বদ অনুষ্ঠান হবে না।
*বিয়ে হবে শুক্রবার আছরের পরে।
*বিয়ে হবে মসজিদে।
*কোনো গেট ধরা/শালা শালীর মজা করা হবেনা।
*কেউ ছবি তুলতে পারবেন না।
* বিশাল অংকের মোহর হবে না।ছেলের সামর্থ্য মত হবে।ছেলের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে।
*কাবিনের টাকা ছেলের ইনকামের হালাল টাকা হবে।
*কাবিনের টাকা বিয়ের দিন মেয়ের হাতে তুলে দেওয়া হবে।
* বর যাত্রীর নামে একজনেরও ভুঁড়িভোজ হবে না।
* আক্বদের পর বউ নিয়ে যাওয়া হবে।
*ছেলের বাড়ি নিয়ে ছেলে চাইলে বউ সাজবে বিয়ের সাজে।তবে সেটা ছেলের মা বাবা বোন আর ছেলে দেখবেন।
*বউকে মূর্তির মত স্টেজে বসানো যাবে না।
*বউভাত চাইলে ছেলে করতে পারবেন।
* যৌতুকের অভিশাপ হিসাবে একটি সুতা ও যাবে না ইনশাল্লাহ।
* সেই রাতেই ওয়ালীমাহ্ হবে।
* বিয়ে উপলক্ষে মেয়ের বাবা-মার একটি টাকাও খরচ হবেনা।ছেলেদের মত থাকলে হালকা আয়োজন করা হবে শুধু কাছের আত্মীয়রা থাকবে।
* বর বউকে কি দিচ্ছেন এবং কয় ভরি স্বর্ণ দেয়া হবে তা জানতে চাওয়া হবেনা।তাদের ছেলের বউ কীভাবে সাজাবেন সেটি তাদের বিষয়।
এখানে উল্লেখ্য যে, বিয়ের আলোচনায় কোনো পক্ষের তৃতীয় কোনো ব্যক্তি থাকবেনা।সব মেয়ের বাবা এবং ছেলের বাবা কথা বলে ঠিক করবেন।
আমরা যারা আল্লাহ্'র সন্তুষ্টির জন্য বিবাহ করতে চাই, আমাদেরও এমন দৃঢ় প্রত্যয় রাখা উচিত।আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন আমিন🤲

Address

Narayanganj

Telephone

+8801828487868

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHL Online School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SHL Online School:

Share