19/03/2025
আসসালামু আলাইকুম। এই রামাদান আপনার আমার সবার আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সব দিয়েছে। কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে ফিলিস্তিনের অবস্থা সম্পর্কে আমরা কতটুকু জানি। তাদের তো খাবার নেই, বাসস্থান নেই, আমাদের মতন জীবনযাত্রার কোনো সামান্য অংশ নেই। স্থগিত হওয়া যুদ্ধ বিরতি না মেনে ফিলিস্তিনে হামলা শুরু করায় ৪০০+ মানুষ আজ না ফেরার দেশে। যেখানে আল্লাহ তাদের কোনো কিছুর অভাব রাখবে না। কিন্তু আমরা কতটা অক্ষম হলে আজ তাদের জন্য কিছুই করতে পারলাম না। জাতিসংঘ অন্ধের পরিচয় দিয়ে থাকে সবসময় এই ক্ষেত্রে। পৃথিবীর বাকি রাষ্ট্র সবাই চুপ কারণ কি তারাও অন্ধ। আমরা সবাই অন্ধ। তাই আমরা কিছু করতে পারি না সেই ছোট ছোট বাচ্চাদের জন্যও না। লজ্জিত হয়েও কি করার আমদের এইগুলো নিয়ে ভাবার সময় নেই। আমরা নির্বাক সেই ফিলিস্তিনিদের জন্য 😓😓