
18/07/2024
অচিরেই জালিমরা জানতে পারবে, কোথায় তাদের গন্তব্যস্থল!
সূরা আশ-শু'আরা: ২২৭ (আংশিক)
পুরো দেশবাসী এই দুআ পড়তে থাকুন-
اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
"আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম, ওয়া নাঊযু বিকা মিন শুরূরিহিম।" অর্থাৎ, হে আল্লাহ! আমরা তোমাকে ওদের মুখোমুখি করছি এবং ওদের অনিষ্টতা থেকে তোমার নিকট পানাহ চাচ্ছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন শত্রুদলের ক্ষতির আশঙ্কা করতেন তখন এই দু’আ পড়তেন। (আবূ দাউদঃ ১৫৩৯; সহীহ)
সংগৃহিত