Ott Premium Providers

Ott Premium Providers Hey there! you’ve come to the right place. we are your trusted subscriptions providers.
(1)

যাদের কোন ঔষধে কাশি কমছে না। শুষ্ক কাশি স্বর ভাঙ্গা কাশি গলায় আটকে থাকা কাশি সর্দি ঠান্ডা লাগা দূর করতে গুরুত্বপূর্ণ ঔষ...
10/10/2025

যাদের কোন ঔষধে কাশি কমছে না। শুষ্ক কাশি স্বর ভাঙ্গা কাশি গলায় আটকে থাকা কাশি সর্দি ঠান্ডা লাগা দূর করতে গুরুত্বপূর্ণ ঔষধ।
খাওয়ার নিয়ম দুই চামচ করে দৈনিক তিনবার।
শিশু এবং প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না।
ওষুধটি খাওয়ার ফলে ঘুম ঘুম ভাব গলা শুকিয়ে যাওয়া শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।

জেনে নিন কোন এন্টিবায়োটিক কি কাজে ব্যবহার হয়।শেয়ার করে রেখে দিন।
10/10/2025

জেনে নিন কোন এন্টিবায়োটিক কি কাজে ব্যবহার হয়।শেয়ার করে রেখে দিন।

মাংসপেশিতে ব্যথা জয়েন্টে ব্যথা আঘাত জনিত পুরনো ব্যথা বার্ধক্য জনিত ব্যথা হাড় ক্ষয়জনিত ব্যথা মোটকথা হচ্ছে শরীরের যেকোন...
09/10/2025

মাংসপেশিতে ব্যথা জয়েন্টে ব্যথা আঘাত জনিত পুরনো ব্যথা বার্ধক্য জনিত ব্যথা হাড় ক্ষয়জনিত ব্যথা মোটকথা হচ্ছে শরীরের যেকোনো ব্যথায় কার্যকরী জেল।
ব্যবহারের নিয়ম:- ব্যথাযুক্ত এরিয়াতে মেসেজ করে লাগিয়ে দিবেন দৈনিক দুই থেকে তিনবেলা।
দাম একশত টাকা

এটি এক রোগীর খুলির ছবি  যেখানে হাড়ে তৈরি হয়েছে এক বিরল ধরনের ক্যান্সার, Sarcoma Cranii।ভাবুন তো, শত শত তীক্ষ্ণ হাড়ের কাঁ...
09/10/2025

এটি এক রোগীর খুলির ছবি
যেখানে হাড়ে তৈরি হয়েছে এক বিরল ধরনের ক্যান্সার, Sarcoma Cranii।
ভাবুন তো, শত শত তীক্ষ্ণ হাড়ের কাঁটা যখন ত্বক, স্নায়ু, মাংসপেশি এমনকি চোখের ভেতর পর্যন্ত বিঁধে যায়, তখন সেই যন্ত্রণাটা কেমন হতে পারে!

যে শরীরটাকে আমরা প্রতিদিন অবহেলা করি,
যখন সেটিই ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে
তখনই বোঝা যায়, “সুস্থ শরীর” এর চেয়ে দামী আর কিছু নেই পৃথিবীতে।

সুস্থ থাকাটা এক অমূল্য আশীর্বাদ।
যতদিন পারছেন, কৃতজ্ঞ থাকুন নিজের শরীরের প্রতি, জীবনের প্রতি।

🫀 হার্টের “বাল্ব” মানে আসলে কী?অনেকে বলে “হার্টের বাল্বে সমস্যা”, কিন্তু চিকিৎসাবিজ্ঞানে একে বলে হার্টের ভাল্ভ (Heart Va...
09/10/2025

🫀 হার্টের “বাল্ব” মানে আসলে কী?
অনেকে বলে “হার্টের বাল্বে সমস্যা”, কিন্তু চিকিৎসাবিজ্ঞানে একে বলে হার্টের ভাল্ভ (Heart Valve)।
হার্টে মোট ৪টা ভাল্ভ থাকে — এগুলো দরজার মতো কাজ করে। রক্ত যেন ঠিক দিকেই প্রবাহিত হয়, উল্টো না ফেরে — সেটাই নিশ্চিত করে এই ভাল্ভগুলো।
যখন ভাল্ভ ঠিকমতো খোলে বা বন্ধ হয় না, তখন শ্বাসকষ্ট, ক্লান্তি, বুক ধড়ফড় ইত্যাদি সমস্যা দেখা দেয়।
তাই এসব লক্ষণ থাকলে দেরি না করে কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।
❤️ হার্টের ভাল্ভ আমাদের জীবনের “দরজা” — সুস্থ রাখতে নিয়মিত চেকআপ করুন।

এক মুহূর্তের আরাম, সারাজীবনের যন্ত্রণা!গাড়িতে বসে অনেকেই দেখি সামনে ড্যাশবোর্ডে পা তুলে রাখে ভাবছে, “কী আর হবে?”কিন্তু স...
09/10/2025

এক মুহূর্তের আরাম, সারাজীবনের যন্ত্রণা!
গাড়িতে বসে অনেকেই দেখি সামনে ড্যাশবোর্ডে পা তুলে রাখে
ভাবছে, “কী আর হবে?”
কিন্তু সেই "কী হবে"টাই কখনো কখনো পুরো জীবনটাই পাল্টে দেয়!

এই এক্সরে-টি এক তরুণীর
দুই পায়ের উরুর হাড় (Femur) একসাথে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে!
কারণ?
দুর্ঘটনার সময় সে বসেছিল ড্যাশবোর্ডে পা তুলে!

যেই মুহূর্তে গাড়ি ধাক্কা খেল
এয়ারব্যাগ বিস্ফোরণের মতো গতিতে খুলে গেল,
আর সেই শক্তিটা সোজা হাঁটুর দিকে গিয়ে ঠেকল!
এক সেকেন্ডে হাঁটু, উরু, পেলভিস
সব একসাথে ভেঙে গেল

এই অবস্থায় অনেকেই সারাজীবন হাঁটতে পারেন না, কেউ কেউ চিরদিনের মতো হুইলচেয়ারে বসে যান।

তাই মনে রাখুন,
পা ড্যাশবোর্ডে নয়
এটা কোনো পোজ নয়, এটা এক্সিডেন্টের আমন্ত্রণ!
জীবন একটা, দুর্ঘটনা একবারই লাগে সেটাকে অচেনা করে দিতে।

সতর্ক থাকুন, সচেতন থাকুন,শেয়ার করুন
আজ আপনার ছোট সচেতনতা কাল হয়তো কারও জীবন বাঁচাবে!

Linatab E 5/25 হলো একটি ডায়াবেটিসের ওষুধ, যা শরীরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
09/10/2025

Linatab E 5/25 হলো একটি ডায়াবেটিসের ওষুধ, যা শরীরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

Eczema
09/10/2025

Eczema

রক্তচাপের চিকিৎসা (High Blood Pressure Treatment) 🩺 stage 1: জীবনযাত্রার পরিবর্তন (সব রোগীর জন্য জরুরি)এগুলো হালকা উচ্চ ...
09/10/2025

রক্তচাপের চিকিৎসা (High Blood Pressure Treatment) 🩺

stage 1:

জীবনযাত্রার পরিবর্তন (সব রোগীর জন্য জরুরি)
এগুলো হালকা উচ্চ রক্তচাপ কমাতে খুব কার্যকর।
লবণ কম খান: দিনে সর্বোচ্চ ৫ গ্রাম (১ চা চামচের মতো) লবণ।
সুস্থ খাদ্যাভ্যাস: বেশি ফল, সবজি, ভাত/আটা জাতীয় খাবার; কম তেল-চর্বি ও ফাস্টফুড।
ওজন কমান: মোট ওজনের ৫–১০% কমলেও উপকার পাওয়া যায়।
নিয়মিত ব্যায়াম করুন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা ব্যায়াম।
ধূমপান ও মদ্যপান বন্ধ করুন: এগুলো রক্তচাপ বাড়ায়।
মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন: বিশ্রাম, মেডিটেশন বা নামাজ/ধ্যান উপকারী।
পর্যাপ্ত ঘুম: প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমানো দরকার।

💊 Neural (Mecobalamin 500 mcg)এটি স্নায়ু দুর্বলতা, ব্যথা, অবশ ভাব ও ডায়াবেটিসজনিত স্নায়ু ক্ষতি প্রতিরোধে সাহায্য করে।হাত...
09/10/2025

💊 Neural (Mecobalamin 500 mcg)

এটি স্নায়ু দুর্বলতা, ব্যথা, অবশ ভাব ও ডায়াবেটিসজনিত স্নায়ু ক্ষতি প্রতিরোধে সাহায্য করে।

হাত-পা অবশ বা ঝিনঝিন ভাব
ডায়াবেটিসে স্নায়ু ক্ষতি
মদ্যপানের ফলে স্নায়ু ক্ষতি
ওষুধের কারণে স্নায়ু দুর্বলতা
স্নায়ু চাপে ব্যথা
কোমর ব্যথা
বুকে স্নায়ুর ব্যথা
ডায়াবেটিসে চোখের স্নায়ু ক্ষতি
মেরুদণ্ডজনিত স্নায়ু ব্যথা
মস্তিষ্ক ও স্নায়ুর রোগে
মুখের একপাশ অবশ হয়ে যাওয়া

ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে

গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের চুলকানি এলার্জি খোশ পাঁচড়া মাত্র তিন দিনে ভালো হয়ে যাবে
09/10/2025

গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের চুলকানি এলার্জি খোশ পাঁচড়া মাত্র তিন দিনে ভালো হয়ে যাবে

Diamicron MR 30 এটা শরীরে ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে রক্তে গ্লুকোজ (চিনি) কমায়।অর্থাৎ যাদের শরীর ইনসুলিন তৈরি করতে পারে কিন্ত...
07/10/2025

Diamicron MR 30 এটা শরীরে ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে রক্তে গ্লুকোজ (চিনি) কমায়।
অর্থাৎ যাদের শরীর ইনসুলিন তৈরি করতে পারে কিন্তু কম পরিমাণে করে — তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে।
সহজভাবে বললে :
এই ওষুধ ইনসুলিনকে বেশি কাজ করায়, ফলে রক্তে চিনির পরিমাণ কমে যায়।

বিস্তারিত কমেন্টে

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ott Premium Providers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share