09/10/2025
এক মুহূর্তের আরাম, সারাজীবনের যন্ত্রণা!
গাড়িতে বসে অনেকেই দেখি সামনে ড্যাশবোর্ডে পা তুলে রাখে
ভাবছে, “কী আর হবে?”
কিন্তু সেই "কী হবে"টাই কখনো কখনো পুরো জীবনটাই পাল্টে দেয়!
এই এক্সরে-টি এক তরুণীর
দুই পায়ের উরুর হাড় (Femur) একসাথে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে!
কারণ?
দুর্ঘটনার সময় সে বসেছিল ড্যাশবোর্ডে পা তুলে!
যেই মুহূর্তে গাড়ি ধাক্কা খেল
এয়ারব্যাগ বিস্ফোরণের মতো গতিতে খুলে গেল,
আর সেই শক্তিটা সোজা হাঁটুর দিকে গিয়ে ঠেকল!
এক সেকেন্ডে হাঁটু, উরু, পেলভিস
সব একসাথে ভেঙে গেল
এই অবস্থায় অনেকেই সারাজীবন হাঁটতে পারেন না, কেউ কেউ চিরদিনের মতো হুইলচেয়ারে বসে যান।
তাই মনে রাখুন,
পা ড্যাশবোর্ডে নয়
এটা কোনো পোজ নয়, এটা এক্সিডেন্টের আমন্ত্রণ!
জীবন একটা, দুর্ঘটনা একবারই লাগে সেটাকে অচেনা করে দিতে।
সতর্ক থাকুন, সচেতন থাকুন,শেয়ার করুন
আজ আপনার ছোট সচেতনতা কাল হয়তো কারও জীবন বাঁচাবে!