Anik Islam

Anik Islam All the news of the world will be given

রাজাপুরের পাকাপুল এলাকায় হানিফ পরিবহন ও পিকআপ মুখোমুখি সং,ঘর্ষে দুইজন নি,হত
14/06/2025

রাজাপুরের পাকাপুল এলাকায় হানিফ পরিবহন ও পিকআপ মুখোমুখি সং,ঘর্ষে দুইজন নি,হত

কুষ্টিয়া লাহিনী উত্তর পাড়ার তালতলা এলাকায় এক অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
05/05/2025

কুষ্টিয়া লাহিনী উত্তর পাড়ার তালতলা এলাকায় এক অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লার  নাঙ্গলকোেট ট্রেনে কাটা পড়ে এক। কিশোরের মৃত্যু হয়েছে।ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন আজ সকালে  গোত্র...
04/05/2025

কুমিল্লার নাঙ্গলকোেট ট্রেনে কাটা পড়ে এক। কিশোরের মৃত্যু হয়েছে।ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন আজ সকালে গোত্র সাল রেলগেট এলাকায় চটতলা ট্রেন, থেকে ছিটকে পড়ে ওই ছেলেটির মৃত্যু হয়
এই কিশোরের পরিচয় এখনো জানা যায়নি।










আজ সোমবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা ...
28/04/2025

আজ সোমবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা উভয়েই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
নিহত কিশোর দুজন হলেন পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন(১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতিন সায়মন হোসেন (১৩)।

দুই কিশোরের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বজ্রপাতের সময় নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন থাকতে উৎসাহ প্রদান করুন।
বজ্রপাতের সময় সাবধানে থাকুন

বাটার দুইটা ফ্যাক্টরী আছে বাংলাদেশে। একটা ধামরাইতে অন্যটি টঙ্গীতে। এখানে কাজ করে কয়েক হাজার বাংলাদেশী কর্মী। চ্যালেঞ্জ ক...
12/04/2025

বাটার দুইটা ফ্যাক্টরী আছে বাংলাদেশে। একটা ধামরাইতে অন্যটি টঙ্গীতে। এখানে কাজ করে কয়েক হাজার বাংলাদেশী কর্মী। চ্যালেঞ্জ করে বলতে পারি বাটার মতো শ্রমিক বান্ধব কোম্পানি বাংলাদেশে দ্বিতীয়টা নাই।

অফিসার লেভেল নয় কারখানার একজন শ্রমিক লেভেলের কর্মচারীর যা সুযোগ সুবিধা তাই যদি বলি:

১: সাপ্তাহিক বেতন পদ্ধতি। প্রতি বৃহস্পতিবারে বেতন একাউন্টে ঢুকে যাবে, ঝড় তুফান যাই হোক না কেনো।

২: সাপ্তাহিক হেলথ চেকআপ৷ সাথে প্রয়োজনীয় সকল ঔষধ ফ্রি।

৩: প্রতিদিন ডিউটি শেষে হাফ লিটার দুধের প্যাকেট সবার জন্যে।

৪: এছাড়া কেউ সিরিয়াস লেভেলের অসুস্থ হলে হলি ফ্যামিলিতে ফ্রি ট্রিটমেন্ট।

৫: কেউ চাকরি থেকে অবসর নিলে তার পরিবারের যে কেউ সেই চাকরিতে জয়েন করার সুযোগ।

৬: চাকরি শেষে ১৫-৩০ লাখ টাকা, PF সহ অন্য সব কিছু বাবদ।

৭: বিশেষ প্রয়োজনে অফিস থেকে এক লাখ টাকা লোন, যা পরবর্তীতে স্যালারী থেকে অল্প অল্প করে কেটে রাখা হয়।

৮: ফ্রি নাস্তা রেগুলার।

৯: অবসরের সময় বিশেষ সংবর্ধনা ও উপহার।

১০: খেলাধুলা, পিকনিক সহ অন্যান্য বিনোদনের ব্যবস্থা।

১১: শ্রমিক ইউনিয়ন।

১২: বাচ্চাকাচ্চা জিপিএ ৫ পেলে ২/৩ বছরের জন্য মাসিক বৃত্তি।

১৩: প্রফিট শেয়ারিং।

১৪: ওভারটাইম করলে ডাবল স্যালারী ইত্যাদি।

তারা করোনার সময় জোর করে কর্মী ছাটাই করেনি। সুযোগ দিয়েছে যারা নিজ থেকে ছাড়তে চাইবে তাদের মধ্যে সাধারণ একজন শ্রমিকও সর্বনিম্ন ১০ লাখ টাকা ক্যাশ নিয়ে যেতে পারবেন।

এমন অসংখ্য সুবিধা তারা তাদের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে থাকে। অথচ দেশীয় অনেক কোম্পানি শত কোটি টাকা লাভের পরেও ঈদের আগে শ্রমিকদের বেতন দিতে গিয়ে ফকিন্নির মত কান্নাকাটি করে।

গতকালের ভদ্রবেশী মুর্খ চোরগুলো এটাও জানে না যে বাটা একটি ইউরোপীয় কোম্পানি। গণহারে চুরির এ কাহিনির পর এখন যদি বাটা তাদের কারখানা অন্যদেশে সরিয়ে নেয় তখন কাকে দোষারোপ করবেন...?
------------------------
(Collected)

25/03/2025
16/03/2025

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী নেতা ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হা/ম/লা মা-রপিট।।

নারায়ণগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগসিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী, চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিশু ও মাদারীপুরে...
14/03/2025

নারায়ণগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী, চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিশু ও মাদারীপুরে এক নার্স ধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩ জন ও মাদারীপুরে অভিযুক্ত এক ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বজন ও স্থানীয়রা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

কুষ্টিয়া কাঞ্চনপুর জোতপাড়ার মাঠে আতিয়ার নামে একজনের গলা কাটা লাশ উদ্ধার।
17/02/2025

কুষ্টিয়া কাঞ্চনপুর জোতপাড়ার মাঠে আতিয়ার নামে একজনের গলা কাটা লাশ উদ্ধার।

11/07/2024

Online marketing, YouTube ads, Facebook ads, products sells, Facebook Rich, tiktok boosting, Instagram boosting.
এ ছাড়া আপনাদের জন্য আছে ডিসকাউন্ট % ছাড়,
অন্য কোথায় বুস্ট করার থেকে আমাদের কাছে পাবেন আরও কম টাকা।
★ Facebook video boost
★ products sells
★ Facebook rich
★ YouTube video boost
★ YouTube ads
★ Tiktok boosting
WhatsApp: 01918-439072

11/07/2024

Online marketing, YouTube ads, Facebook ads, products sells, Facebook Rich, tiktok boosting, Instagram boosting.
এ ছাড়া আপনাদের জন্য আছে ডিসকাউন্ট % ছাড়,
অন্য কোথায় বুস্ট করার থেকে আমাদের কাছে পাবেন আরও কম টাকা।
★ Facebook video boost
★ products sells
★ Facebook rich
★ YouTube video boost
★ YouTube ads
★ Tiktok boosting
WhatsApp: 01918-439072

Address

Narayanganj
1420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anik Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share