তবিয়া

তবিয়া .

চিন্তার ঝলক, হাসির ছোঁয়া আর চমকপ্রদ টিপস
পুরনো জিনিসেই লুকিয়ে থাকে নতুন কাণ্ড!
সাথেই থাকুন — নতুন চমক দেখতে প্রতিদিন।✨
(448)

পদ্মার ইলিশ ভাজা, সাথে বেগুন ভাজা আর শুকনো মরিচ! এমন রাতের আয়োজন হলে কেমন হবে বন্ধুরা? 🤤🍚
22/08/2025

পদ্মার ইলিশ ভাজা, সাথে বেগুন ভাজা আর শুকনো মরিচ! এমন রাতের আয়োজন হলে কেমন হবে বন্ধুরা? 🤤🍚

যাত্রাপথে টং-এর দোকানের চা, ক্লান্তি কাটানোর সহজ সুখ। 😌☕
22/08/2025

যাত্রাপথে টং-এর দোকানের চা, ক্লান্তি কাটানোর সহজ সুখ। 😌☕

এক ঝাক রেইন লিলির শুভেচ্ছা রইলো আপনাদের জন্য, সবার দিন কাটুক আনন্দ আর শান্তিতে।✨🌸
22/08/2025

এক ঝাক রেইন লিলির শুভেচ্ছা রইলো আপনাদের জন্য,
সবার দিন কাটুক আনন্দ আর শান্তিতে।✨🌸

🌸 অপরাজিতা ফুলের চায়ের উপকারিতা 🌸✨ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর✨ স্ট্রেস ও মানসিক চাপ কমায়✨ চোখের জন্য উপকারী✨ হজমে সহায়ক✨ ...
21/08/2025

🌸 অপরাজিতা ফুলের চায়ের উপকারিতা 🌸

✨ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর
✨ স্ট্রেস ও মানসিক চাপ কমায়
✨ চোখের জন্য উপকারী
✨ হজমে সহায়ক
✨ ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায়
✨ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে
✨ স্মৃতিশক্তি উন্নত করে

☕️ সহজ রেসিপি:
১. ৫-৬টা তাজা বা শুকনো অপরাজিতা ফুল ধুয়ে নাও
২. ১ কাপ গরম পানিতে দিয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখো
৩. পানি নীল হয়ে গেলে ছেঁকে নাও
৪. ইচ্ছে করলে লেবুর রস বা মধু যোগ করতে পারো

💙 ন্যাচারাল হারবাল ড্রিংক, সুন্দর আর সুস্থ জীবনের জন্য 🌿

#অপরাজিতা fans

খুদের ভাত আর ভর্তা,গ্রামের সকালের আসল স্বাদ 😋আপনাদের অঞ্চলেও কি এমন খাবারের চল আছে?
21/08/2025

খুদের ভাত আর ভর্তা,গ্রামের সকালের আসল স্বাদ 😋
আপনাদের অঞ্চলেও কি এমন খাবারের চল আছে?

পৃথিবীর সবচেয়ে দুর্বল মেমোরি কার্ড = ছেলেদের মাথা, বিয়ের পরও ডিলিট হয়ে যায় বউয়ের কথা 🤣
20/08/2025

পৃথিবীর সবচেয়ে দুর্বল মেমোরি কার্ড = ছেলেদের মাথা,
বিয়ের পরও ডিলিট হয়ে যায় বউয়ের কথা 🤣

ছোট্ট মিষ্টি বউয়ের লাজুক হাসি, হাজার রঙের ভালোবাসা।😍💖 #মিষ্টি_বউ  #লাজুক_হাসি  #ভালোবাসা
20/08/2025

ছোট্ট মিষ্টি বউয়ের লাজুক হাসি, হাজার রঙের ভালোবাসা।😍💖

#মিষ্টি_বউ #লাজুক_হাসি #ভালোবাসা

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ শুভ সকাল! সবাই কেমন আছেন?
20/08/2025

আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ শুভ সকাল! সবাই কেমন আছেন?

নৈঃশব্দের মাঝে হাতটা বাড়িয়ে দিলাম, প্রকৃতির সাথে একটু নিজেকে ছুঁয়ে দেখার জন্য…🌸😌
08/08/2025

নৈঃশব্দের মাঝে হাতটা বাড়িয়ে দিলাম, প্রকৃতির সাথে একটু নিজেকে ছুঁয়ে দেখার জন্য…🌸😌

05/08/2025

যারা ডুয়েট ভিডিও বানান, দয়া করে এমন ভিডিও বানাবেন না— যেখানে আপনাকে ভালোবাসা দিতে গিয়ে, আমাকে লজ্জায় ফেরত আসতে হয়। 🙃👏

১৯৭১-এ দেশ স্বাধীন হয়েছিল শত্রুর হাত থেকে, আর ২০২৪ সালের ৩৬ জুলাই -মানে এই ৫ আগস্টে, দেশ যেন আবার নতুন করে স্বাধীন হলো অ...
05/08/2025

১৯৭১-এ দেশ স্বাধীন হয়েছিল শত্রুর হাত থেকে, আর ২০২৪ সালের ৩৬ জুলাই -মানে এই ৫ আগস্টে, দেশ যেন আবার নতুন করে স্বাধীন হলো অন্য এক বন্দিদশা থেকে।

আজ এক বছর কেটে গেলো।
বদলেছে কিছু নিয়ম, কিছু মুখ, কিছু ভাষণ...
কিন্তু মানবতা?
মানবিকতা?
অসাম্প্রদায়িকতা?
ওগুলো কি ফিরেছে?

স্বাধীনতা মানে শুধু পতাকা উড়ানো না,
স্বাধীনতা মানে, ভয়হীনভাবে কথা বলার অধিকার।
স্বাধীনতা মানে, সত্যের পাশে দাঁড়ানো।
স্বাধীনতা মানে, একটা মানবিক সমাজ গড়ে তোলা।

এই এক বছরে আমরা কি সেই পথে এক ধাপও এগোতে পেরেছি?
নাকি শুধু নামেই আমরা আবার স্বাধীন?

৩৬ জুলাইটা শুধু ক্যালেন্ডারে নেই
কিন্তু মনে থাকবে সে দিনটা,
যেদিন আমরা চোখ খুলে দেখেছিলাম নতুন সূর্য,
যেটা এখনো সত্যিকারের আলো দিতে পারেনি।

একটা লম্বা, পরিশ্রমে ভরা দিন...ভাঙা পা নিয়ে আজ সারাদিন ছুটাছুটি।সকালবেলা স্কুলে গেলাম, তারপর আবার না খেয়েই ছুটে গেলাম আর...
04/08/2025

একটা লম্বা, পরিশ্রমে ভরা দিন...
ভাঙা পা নিয়ে আজ সারাদিন ছুটাছুটি।
সকালবেলা স্কুলে গেলাম, তারপর আবার না খেয়েই ছুটে গেলাম আরেকটা সরকারি স্কুলে, কয়েক মাস আগে স্কাউট টিচার হিসেবে ইন্টারভিউ দিয়েছিলাম, সেখান থেকেই কল এসেছিল।
গিয়ে দেখা করে এলাম, বললো রেজাল্ট ভালো হলে দেখা করতে।

সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে গেলো।
বাসায় এসেই কোনমতে খেয়ে বসে গেলাম প্রশ্ন বানাতে।
৭ তারিখ থেকে স্কুলে এক্সাম শুরু, ৩ দিনের মধ্যে ১০টা সাবজেক্টের প্রশ্ন বানাতে হবে, যা আমার জন্য সত্যিই খুব কষ্টের একটা কাজ। কেননা আমার নিজের ও এক্সাম চলছে।

সব শেষে যখন প্রশ্ন দিয়ে বাসায় ফিরলাম, ঘড়িতে তখন রাত ৯:৫৮।
রিকশা থেকে নামার আগেই শেষ আলোটা চোখে পড়লো গোলাপের দিকে, মোবাইলে ক্লিক করে রাখলাম সেই মুহূর্তটা... 🙃🌹

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when তবিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তবিয়া:

Share

Category