Prio - প্রিয় シ

Prio - প্রিয় シ > 🎧 অনুভব করি শব্দে…
🖤 Lofi & Romantic Vibes | Just Feel It ツ

"যদি একবার বুঝতে..." (Part 2)একটা না-বলা ভালোবাসার গল্প...সেই দিনের পর থেকে মনটা কেমন অস্থির হয়ে উঠেছিল। কিছু একটা বলা হ...
02/08/2025

"যদি একবার বুঝতে..." (Part 2)
একটা না-বলা ভালোবাসার গল্প...

সেই দিনের পর থেকে মনটা কেমন অস্থির হয়ে উঠেছিল। কিছু একটা বলা হয়নি, কিছু একটা থেকে গিয়েছিল — ঠিক যেমন হঠাৎ বৃষ্টি নেমে গেলে ছাতা খুঁজে পাওয়ার আগেই পুরো ভিজে যাওয়া।

আমি কখনো জোর করে কিছু বলতে চাইনি। চাইছিলাম, ও নিজেই বুঝুক… ধীরে ধীরে, মন থেকে। তখনও কোচিংয়ে যেতাম আমরা। এক ক্লাস নিচে হলেও অনেকটা সময় একসাথে থাকতাম — বন্ধুদের আড্ডা, ছোট ছোট হাসি… কিন্তু আমার ভিতরে সবসময় একটা নিরবতা থাকতো, যেটা কেউ বুঝতো না।
ওর দিকে তাকিয়ে থাকতাম — ভাবতাম, “ও বুঝে না কেন? এতদিনেও না?”

আমি আমার খুব কাছের বান্ধবীকে দিয়ে বলেছিলাম ওকে। সরাসরি না — একটু হালকা করে, যেন ভয় না পায়। কিন্তু ও? কিছু না বলেই চুপ করে রইল… যেন কিছুই শোনেনি।

এরপর একদিন বন্ধুরা আড্ডা দিচ্ছিল। হঠাৎ শুনি, কেউ আমার আর ওর নাম একসাথে বলছে। বুকটা ধক করে উঠলো। একজন বলল —
👉 “ও তো ওকে পছন্দ করে, জানিস না?”
আমি কিছু বললাম না… শুধু হালকা হেসে মাথা নিচু করে নিলাম।

এরমধ্যে একদিন ভুল করে কোচিংয়ের টাইম গুলিয়ে ফেলি। গিয়েই দেখি, ও আগে থেকেই এসেছে। হঠাৎ একদম সামনে পড়লাম ওর! আমি দাঁড়িয়ে থাকলাম, আর ও? একবারও না তাকিয়ে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে গেল...

সেই মুহূর্তটাই ছিল আমার জীবনের সবচেয়ে চুপচাপ কষ্টের চিৎকার।

তবুও থেমে যাইনি। ওর ছোট ভাই. তার মাধ্যমেও বুঝানোর চেষ্টা করেছি — কোনোভাবে যদি একদিন ও বুঝে ফেলে…
কিন্তু সব চেষ্টা, সব ইশারা, সব আশা — ধীরে ধীরে নদীর পাড়ের মতো ভেঙে যেতে লাগলো।

তবুও আমি চেয়েছিলাম...
যদি একবার বুঝতে... 🖤

01/08/2025

🎬 Jodi Ekbar Bujhte...

📖 Part 1: "শুরুটা কোচিং সেন্টারেই হয়েছিল..."

> কোনো স্কুল নয় —
ভালোবাসাটা শুরু হয়েছিল কোচিং সেন্টারের ছোট্ট একটা ব্যাচ থেকে।

সিনিয়র-জুনিয়র মিলে আমরা সবাই ছিলাম এক পরিবারের মতো।
কেউ হাসি ঠাট্টায় ব্যস্ত, কেউ কারো দিকে চুপচাপ তাকিয়ে থাকা...

আর আমি, Munna —
প্রথম দিকে ওকে আলাদা করে কিছু ভাবি নাই।
ধীরে ধীরে বুঝলাম, Khadija’র জন্য আমার ভিতরের অনুভবগুলো বদলে যাচ্ছে।

একসাথে রাস্তায় যাওয়া, বন্ধুদের বাসায় দেখা হওয়া,
ক্লাসে গিয়েই চুপচাপ তাকিয়ে থাকা,
আর শুধু ওর জন্য আগেই রাস্তায় দাঁড়িয়ে থাকা —
যেন একসাথে ক্লাসে ঢোকা যায়, একটু পাশাপাশি হাঁটা যায়…

একদিন সাহস করে না,
বরং এক বন্ধুর হাত ধরে খবরটা পৌঁছে দেই ওর কাছে।

ও জানতো।
ও আগেই বুঝে ফেলেছিল — Munna ওকে পছন্দ করে।

তারপর বলে দেয়:
"আমি জানি, কিন্তু আমি এসব রিলেশনে জড়াইতে চাই না।
আব্বু-আম্মুকে ভয় পাই। জানলে অনেক সমস্যা হবে..."

মনটা ভেঙে গিয়েছিল।
কিন্তু থেমে যাইনি…
আগের মতোই কথা বলতাম, হাঁটতাম, মিশতাম —
শুধু বলতাম না কিছু।

তারপর একদিন ঘোরাঘুরির প্ল্যান —
আমরা কোচিংয়ের অনেকেই বের হই,
হাসি-মজা, খুনসুটি, আর সেদিন ওর পাশে বসার সুযোগটা হয়তো আলাদা ছিল।

ফেরার সময় অটোতে সবাই ভাড়া ভাগ করে দিচ্ছিল —
ও আমার দিকে তাকিয়ে বলে:
"আমার আর ভাইয়ার ভাড়াটা দেন তো?"

আমি হেসে বলি:
"না না, তোমারটা লাগবে না।"

কিছু বলিনি,
কিন্তু ভিতরে মনে হচ্ছিল —
“তুমি তো আমার প্রিয় মানুষ, তোমার থেকে কিছু নিতে পারি না…”

কারো বুঝে ওঠার আগেই আমি সব ভাড়া দিয়ে দেই,
যাতে কেউ বুঝতে না পারে আমি শুধু ওর জন্যই করছি —
এমনকি ও নিজেও হয়তো বুঝে ওঠেনি…

এরপর আরেকটা নিয়ম ছিল —
ক্লাসের শেষে সবাই একে একে ছুটি পেত,
কিন্তু আমি আগে ছুটি পেয়ে নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতাম —
ও আসুক, ওর জন্য দাঁড়িয়ে আছি — শুধু এই একটা মুহূর্তের জন্য।

আস্তে আস্তে আমাদের মাঝের দূরত্বটাও যেন একটু কমে এসেছিল…

কিন্তু কপালে হয়তো কিছু ছিল না —
এরপরই সবকিছু পাল্টে যেতে শুরু করে…

Part 2 Coming soon ......

11/07/2025

10/06/2025

2nd post..
বন্ধুত্ব মানেই শেয়ার করা – বন্ধুর পেজের অসাধারণ ভিডিওটা আমার পেজেও শেয়ার করলাম ❤️
তোর পেজটা যেন আরো অনেক দূর যায়, ভাই! 💪🔥

2nd page [অনুভূতি] পেজ এডমিন [ Himu Ar Santo ]

#বন্ধু #বন্ধুত্ব #শেয়ার_করলাম #ভাইভাই_ম্যাজিক #সাপোর্ট_করি #বেস্টভিডিও #বাংলার_কনটেন্ট

09/06/2025

জীবনের করা ভুল গুলো যদি ফুল হতো,তাহলে কুড়িয়ে নিতাম বেলা ফুরাবার আগেই!🌸❤️‍🩹 ゚
04/06/2025

জীবনের করা ভুল গুলো যদি ফুল হতো,
তাহলে কুড়িয়ে নিতাম বেলা ফুরাবার আগেই!🌸❤️‍🩹





03/06/2025

🥰

02/06/2025

Sopno 🥲

01/06/2025

"মায়া এমন এক জিনিস, যেটা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে বাজে প্রতিটা মুহূর্তে..." 💔✨

🥲













😞







Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prio - প্রিয় シ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share