Hijabi girl

Hijabi girl Please support me �

পরিক্ষা দিতে হবে কোনো বাহানা চলবে না!
17/06/2025

পরিক্ষা দিতে হবে কোনো বাহানা চলবে না!

এড়ে তোরা থাম কি শুরু করলি 🤦
15/06/2025

এড়ে তোরা থাম কি শুরু করলি 🤦

29/05/2025

ঝিনাইদহের জোরপূর্বক মেয়েকে ডিভোর্স করালেন মেয়ের মা,
সে কারণে মেয়ের মাকেও ডিভোর্স দিলেন মেয়ের বাবা !

যা যা শিখলাম 🙂- তনু: বাড়ির বাইরে যাওয়া উচিত না।- আবরার ফাহাদ: যা খুশি তাই বলা যাবে না। - তোফাজ্জল: যেখানে সেখানে খাওয়া য...
21/04/2025

যা যা শিখলাম 🙂

- তনু: বাড়ির বাইরে যাওয়া উচিত না।
- আবরার ফাহাদ: যা খুশি তাই বলা যাবে না।
- তোফাজ্জল: যেখানে সেখানে খাওয়া যাবে না।
- আছিয়া: বোনের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে না।
- পারভেজ: যেখানে সেখানে হাসা যাবে না।

19/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Abdul Momin, Ædhîr Môg, Mohammad Danias A...
16/04/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Abdul Momin, Ædhîr Môg, Mohammad Danias Ahmed, Karimul Hoque DulalAbdul MominÆdhîr MôgMohammad Danias AhmedKarimul Hoque Dulal

15/04/2025

সুযোগ পেলে আত্নীয় স্বজন এর
মধ্যে কাকে বিয়ে করার
ইচ্ছে আছে 🙃😉

আপনি ভাইবেন না দাজ্জাল আপনার সামনে এসে বলবে, ‘আমারে অনুসরণ করো৷’ দাজ্জাল আসার পূর্বে ফেতনার মাধ্যমে প্রথমে আপনার চিন্তা ...
15/04/2025

আপনি ভাইবেন না দাজ্জাল আপনার সামনে এসে বলবে, ‘আমারে অনুসরণ করো৷’ দাজ্জাল আসার পূর্বে ফেতনার মাধ্যমে প্রথমে আপনার চিন্তা শক্তি ইসলাম থেকে দূরে সরাবে৷ চিন্তা শক্তি দূরে সরাতে না পারলেও ফেতনায় আপনার চারপাশে এমন এক পরিবেশ বানাবে, যে আপনি চাইলেও মুখ দিয়ে আল্লাহর নাম নিতে পারবেন না৷ আপনার দৈনন্দিন অভ্যাস চেঞ্জ করাবে৷ আপনার মতো হাজার হাজার, বিলিয়োন মানুষ যখন দাজ্জালের ফেতনায় ডুবে যাবে৷ তখন অই ফিলিস্তিনের আল আকসা ভেঙে যে টেম্পল বানানোর প্লান ইসরায়েলের, সেই টেম্পল দিয়ে আবির্ভাব ঘটবে দাজ্জালের৷

দাজ্জালের ফেতনা এত ভয়ানক যে আল্লাহর কাছে আপনি ক্ষমাও চাইতে পারবেন না কারণ আপনি তখন উঠে পড়ে যাবেন হারামকে হালালের জন্য, হালালকে হারামের জন্য৷ সমাজে হারাম, এমনভাবে হালাল হবে আপনি বুঝবেনও না কোনটা হারাম, কোনটা হালাল৷

আপনি জানবেনও না আপনি দাজ্জালকে কিভাবে অনুসরন করছেন, কিন্তু একনিষ্ঠভাবে দাজ্জালের সৈনিক হয়ে যাবেন৷ আপনার আল্লাহর নাম নিতে লজ্জা লাগবে৷ যে আল্লাহর নাম নিবে, তাকে আপনার ক্ষ্যাত মনে হবে৷ কোনো বন্ধু গ্রুপে আল্লাহ নিয়ে কথা হবে না৷ অস্বস্তি কাজ করবে সবার৷ আল্লাহ ও তার রাসুল যা মানা করেছে, সেসবে আপনার স্বস্তি কাজ করবে৷

নবীর ওয়ারিশ আলেম৷ আলেমদের প্রতি ঘৃণা তৈরি হবে৷ একশটা আলেমের মধ্যে দশটা জাহান্নামি আলেমের কারণে নব্বইটা আলেমকে দেখলেই নাক চেটকানো শুরো করবেন, গালাগালি করবেন৷ একদল উঠে পড়ে লাগবে আলেমদের দোষ ধরার পিছনে৷ এভাবে আস্তে আস্তে আলেমদের থেকে বিশ্বাস উঠিয়ে নিবে৷ আপনাকে বানাবে ধর্মীয় জ্ঞান শূন্য৷
আপনার ইসলাম থেকে চিন্তা শক্তি দূরে সরে যাবে৷

আপনাদের কি দাজ্জালের ফেতনা জোকস মনে হয়? দেবর ভাবির মতো পবিত্র একটা রিলেশন৷ এটা যে খারাপ এঙ্গেলে যাচ্ছে, গিয়েছে৷ এটা কি জোকস মনে হয়? স্টেপ ফাদার, মাদার ইসলামে বৈধ জিনিস যে ইয়াং জেনারেশনের ব্রেইনে সেক্সুয়েল ফান এর পর্যায়ে গেছে এটাকে কি জোকস মনে হয়?

দাজ্জালের ফেতনা আপনার জোকস মনে হয়? অথচ আপনি বুঝতে পারছেন না৷ আপনি হাসতে হাসতে, চেতনার নামে৷ আধুনিকতার নামে আপনার আল্লাহকে নিয়ে মস্করা করছেন৷ যে আল্লাহ আপনার রিযিকের ভাতের দানার পরিমানও লিখে রাখছে৷ আপনার জীবন সঙ্গী কে হবে লিখে রাখছে৷ আপনার মৃত্যু কবে হবে সেটা লিখে রাখছে৷ আপনার আজকের কর্মের কারণে দশ দিন পর বিপদে পড়বেন, অই বিপদ দেখেও যে আল্লাহ এটা অপেক্ষায় থাকে যে আমার বান্দা একটা ভালো কাজ করুক

15/04/2025

🔴নজরের লক্ষন:-

১.চোখে সর্বদায় তন্দ্রাচ্ছন থাকা।
২.শরীরের বিভিন্ন স্থানে মাংস লাফানো।(এটা গিটের কারনেও হয়)
৩.চোখ গরম হয়ে যাওয়া।
৪.অতিরিক্ত ভয় কাজ করা।
৫.স্বলাত পড়তে গেলে চোখ সিজদার স্থানে বেশিক্ষন স্থির না রাখা এবং চোখে বেশি ঘুমঘুম ভাব পাওয়া।

৬.কুরআন পড়তে গেলে চোখে ঘুম চলে আসা।
৭.হার্টের স্পন্দন বেশি হওয়া।
৮.হাতের আঙ্গুল ও পায়ের আঙ্গুল মাঝে মাঝে অটোমেটিক নড়াচড়া করা।
৯.রুকইয়াহ এর অডিও শুনা কালীন সময়ে প্রচুর হাই আসা ও সালাতে দাড়ালে বেশি হাই আসা,কুরআন পড়তে গেলে বেশি হাই হওয়া।
১০.কাধ ভারি ভারি লাগা।
১১.কোনো কাজ করতে গেলেই বাধা পাওয়া।
১২.চোখে সবসময় পানি টলমল করা।
১৩.চোখ দিয়ে প্রায়ই কোনো কারন ছাড়া পানি বের হওয়া।
১৪.চোখ হলুদ হয়ে থাকা(শত ট্রিটমেন্ট করলেও সুস্থ না হওয়া)
১৫.কাজ করতে গেলেই প্রচুর অলস লাগা।
১৬.ঘুম থেকে উঠার পর শরীর প্রচুর ভার ভার লাগে এমন অনুভব হওয়া।
১৭.সারাদিনে একটু পর পর ঘুম চলে আসা (অথচ সুস্থ অবস্থা এমনটা ছিল না)।
১৮.শরীর প্রচুর দুর্বল লাগা।
১৯.সকালে ঘুম থেকে উঠতে না পারা।(মনে হয় চোখে প্রচুর ঘুম জমে আছে..ঘুমের তীব্রতায় উঠতে না পারা)
২০.সকালে ঘুম থেকে উঠে মনে হয় অনেক শক্ত কাজ করে ফেলেছি, মনে হয় যেনো অনেক পরিশ্রম করেছি।
২১.ঘুমিয়েও তৃপ্তি পায় না।

❤️লক্ষনগুলো মিললে ধরে নিবেন শরীরে জিন আছে এবং শারীরিক ও মানসিক বিভিন্ন রোগের পয়েন্টে জিন কন্ট্রোল নিয়ে

ইলিশ মাছটা খেতে খুব মজা 🫠🫠
14/04/2025

ইলিশ মাছটা খেতে খুব মজা 🫠🫠

- I want শুভ বিবাহ 🫣
14/04/2025

- I want শুভ বিবাহ 🫣

😭kar ?
14/04/2025

😭kar ?

Address

Narayanganj

Telephone

+8801728697388

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijabi girl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share