08/11/2025
জিলোরা ওরাল জেল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ,
যার প্রধান কাজ হলো মুখ এবং খাদ্যনালীর বিভিন্ন ছত্রাক ও ইস্ট সংক্রমণ নিরাময় করা। এর প্রধান উপাদান হলো মাইকোনাজল বিপি।
মুখ এবং পরিপাকতন্ত্রের সংক্রমণ
ওরাল ক্যান্ডিডিয়াসিস: এটি মুখ ও গলার ছত্রাক সংক্রমণ, যা সাধারণত জিভ এবং মুখের ভেতরের অংশে সাদা ছোপ সৃষ্টি করে।
পরিপাকতন্ত্রের ক্যান্ডিডিয়াসিস: এই জেলটি পরিপাকতন্ত্রের ছত্রাক সংক্রমণ নিরাময়েও কাজ করে।
দেয়ার নিয়ম দৈনিক ৩ বার মুখে দুবেন