01/07/2025
নির্দেশনা:-
সিজনাল এলার্জিক রাইনাইটিস:
ফেনাডিন প্রাপ্ত বয়স্ক এবং ২ বছর বা এর বেশি বয়সের শিশুদের সিজনাল এলার্জিক রাইনাইটিস জনিত সকল উপসর্গ সমূহকে দূর করে। হাঁচি, নাক থেকে পানি পড়া, নাকের ও গলার চুলকানি, ত্বকের চুলকানি এবং চোখ লাল হওয়া উপশমে ফেনাডিন নির্দেশিত।
ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া:
ফেনাডিন ৬ মাস বয়স থেকে শুরু করে বয়স্ক, সব বয়সের রোগীর ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে নির্দেশিত।
সেবনমাত্রা ও বিধি:-
ফেনাডিন ট্যাবলেট:-
সিজনাল এলার্জিক রাইনাইটিস:-
১২ বছর বা এর বেশি বয়সের শিশুদের জন্য এবং বয়স্কদের ক্ষেত্রে: ১২০ মি.গ্রা. অথবা ১৮০ মি.গ্রা. প্রতিদিন ১ বার করে অথবা ৬০ মি.গ্রা. দিনে ২ বার করে। যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের জন্য শুরুতে প্রতিদিন ৬০ মি.গ্রা. ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
৬ থেকে ১১ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে: ৩০ মি.গ্রা. করে দিনে ২ বার। যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের জন্য শুরুতে প্রতিদিন ৩০ মি.গ্রা. ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া:-
১২ বছর বা এর বেশি বয়সের শিশুদের জন্য এবং বয়স্কদের ক্ষেত্রে: ১২০ মি.গ্রা. অথবা ১৮০ মি.গ্রা. প্রতিদিন ১ বার করে অথবা ৬০ মি.গ্রা. দিনে ২ বার করে। যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের জন্য শুরুতে প্রতিদিন ৬০ মি.গ্রা. ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
৬ থেকে ১১ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে: ৩০ মি.গ্রা. দিনে ২ বার। যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের জন্য শুরুতে প্রতিদিন ৩০ মি.গ্রা. ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
ফেনাডিন ওরাল সাস্পেনশনঃ-
সিজনাল এলার্জিক রাইনাইটিস :-
২ থেকে ১১ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে: ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) করে দিনে ২ বার। যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের জন্য শুরুতে প্রতিদিন ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া:-
৬ মাস থেকে ১১ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে: ২ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য ফেনাডিন ওরাল সাস্পেনশন ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) করে দিনে ২ বার এবং ৬ মাস থেকে ২ বছরের কম বয়সের শিশুদের জন্য ১৫ মি.গ্রা. (২.৫ মি.লি.) করে দিনে ২ বার। কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে এমন শিশু রোগী, যাদের বয়স ২ থেকে ১১ বছর, তাদেরকে শুরুতে ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) করে দিনে ১ বার এবং যাদের বয়স ৬ থেকে ২ বছরের নিচে, তাদের জন্য শুরুতে প্রতিদিন ১৫ মি.গ্রা. (২.৫ মি.লি.) ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
প্রতিবার সেবনের পূর্বে বোতল ভাল করে ঝাকিয়ে নিন