Health News

Health News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health News, Narayanganj.

হেলথ নিউজ"স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও জ্ঞান শেয়ার করার জন্য তৈরি করা হয়েছে। এখানে স্বাস্থ্য,আধুনিক চর্মওযৌন রোগের স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়,চিকিৎসা প্রযুক্তির উপর ভিত্তি করে বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। আমাদের উদ্দেশ্য হল সবার জন্যস্বাস্থ্য তথ্য প্রদান করা

√ এই সময় ডে"'ঙ্গু বেড়েছে সত''র্ক হোন সবাই  √ ২০২৫ সালে ইতোমধ্যেই ৪১ জন মা"'রা গেছেন, আক্রান্ত ৯,৪৮৪ জন! √ জমে থাকা পানি...
04/07/2025

√ এই সময় ডে"'ঙ্গু বেড়েছে সত''র্ক হোন সবাই

√ ২০২৫ সালে ইতোমধ্যেই ৪১ জন মা"'রা গেছেন, আক্রান্ত ৯,৪৮৪ জন!

√ জমে থাকা পানি অপসারণ করুন।

√ বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন।

√ জ্বর হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

√ Pepelif {Carica Papaya Leaf Extract}

√ ডেঙ্গু ও কেমোথেরাপিজনিত থ্রম্বোসাইটোপেনিয়ায় কার্যকর।

√ মাত্র ৩দিনে প্লেটলেট কাউন্ট স্বাভাবিক করে।

√ WBC সংখ্যা বাড়ায় ৮৪% পর্যন্ত।

√ নিরাপদ ও বিজ্ঞানসম্মত সমাধান।

√ আপনার সচেতনতা বাঁচাতে পারে একটি জী""বন...?

04/07/2025

👉👉সে ভীষণ রাগ করেছে

নির্দেশনা :-ভিটামিন এবং মিনারেলের অভাব প্রতিরোধ ও প্রতিকার জনিত চিকিৎসায় প্রোভিটেন সিলভার ট্যাবলেট নির্দেশিত।সেবন মাত্রা...
03/07/2025

নির্দেশনা :-

ভিটামিন এবং মিনারেলের অভাব প্রতিরোধ ও প্রতিকার জনিত চিকিৎসায় প্রোভিটেন সিলভার ট্যাবলেট নির্দেশিত।

সেবন মাত্রা ও বিধি :-

দিনে একটি করে ট্যাবলেট বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে।

প্রতিনির্দেশনা:-

প্রোভিটেন সিলভার ট্যাবলেট এর সক্রিয় উপাদান গুলোর কোনটির প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পূর্ব সতর্কতা

সাপ্লিমেন্টগুলো মাত্রাধিক বা ডাক্তারের পরামর্শবিহীন দীর্ঘদিন গ্রহণ করা উচিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণ মাত্রায় সহনীয়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রোভিটেন সিলভার ট্যাবলেট গর্ভাবস্থায় ও দুগ্ধদানকালে নির্দেশিত নয়।

এদিনের সগেট। প্রতিটি ট্যাবলেটে রয়েছে

ডিনারেলস

সক্রিয় উপাদান

পরিমাণ

সুনিদিষ্টকরণ

সক্রিয় উপাদান

পরিমাণ

ভিটামিন এ

২০০ মি.গ্রা.

ক্যালসিয়াম

ভিটামিন সি

৪৮ মি.গ্রা.

ফসফরাস

৬০ মি.গ্রা.

ভিটামিন ডি

বিপি

আয়োডিন

বিপি

৪০০ আইইউ

ভিটামিন ই

৪৫ আই ইউ

ম্যাগনেসিয়াম

বিপি

১৫০ মাইক্রোগ্রা

১০০ মি.গ্রা.

ভিটামিন কে

বিশি

১০ মাইক্রো.গ্রা.

জিংক

বিপি

১৫ মি.গ্রা.

খায়ামিন

রিবোফ্লাভিন

নিকোটিনামাইড

ভিটামিন বি৬

ফলিক এসিড

সায়ানোকোবালামিন

বায়োটিন

প্যান্টোথেনিক এসিড

বিপি

১.৫ মি.গ্রা.

সেলেনিয়াম

ইন-হাউজ

২০ মাইক্রোগ্রা

১.৭ মি.গ্রা.

ইন-হাউজ

২. মি.গ্রা.

বিপি

২০ মি.গ্রা.

(কপার লাইসিনেট হিসেবে)

৩ মি.গ্রা.

ম্যাঙ্গানিজ

ইন-হাউজ

২. মি.গ্রা.

বিপি

৪০০ মাইক্রো.গ্রা.

(ম্যাঙ্গানিজ গ্রাইসিনেট হিসেবে)

বিপি

২৫ মাইক্রো গ্রা.

ক্রোমিয়াম

ইউএসপি

১৫০ মাইক্রো গ্রা.

বিপি

৩০ মাইক্রো.গ্রা.

মলিবডেনাম

বিপি

৭৫ মাইক্রো.গ্রা.

বিপি

১০ মি.গ্রা.

পটাশিয়াম

বিপি

৮০ মি.গ্রা.

ক্লোরাইড

বিপি

৭২ মি.গ্রা.

বোরন

ইন-হাউজ

১৫০ মাইক্রো.গ্রা.

নিকেল

ইউএসপি

৫ মাইক্রো গ্রা.

সিলিকন

ইউএসপি

২ মি.গ্রা.

ভ্যানাডিয়াম

ইন-হাউজ

১০ মাইক্রো গ্রা.

লুটেইন

ইন-হাউজ

২৫০ মাইক্রো.গ্রা.

বর্ণনা

প্রোভিটেন সিলভার ট্যাবলেট প্রবীণদের জন্য সুষম মাত্রায় ভিটামিন, মিনারেল এবং ট্রেস এলিমেন্ট এর সমন্বয়ে গঠিত। ভিটামিন সমূহ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যা খাবারের মাধ্যমে পাওয়া যায়। মিনারেল সমূহ বিপাক, দৈহিক বৃদ্ধি এবং ক্ষয়পুরণের জন্য প্রয়োজন। ট্রেস এলিমেন্ট সমূহ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু দৈনিক খাবারের মাধ্যমে সব সময় এগুলো পাওয়া যায় না। প্রোভিটেন সিলভার ট্যাবলেট ভিটামিন ও মিনারেলের স্বল্পতা রোধ ও স্বল্পতায় নির্দেশিত। উচ্চমাত্রার ভিটামিন ও মিনারেলের প্রয়োজনে যেমন- অসুস্থতায় এবং অতিরিক্ত কাজের চাপে প্রোভিটেন সিলভার ট্যাবলেট নির্দেশিত।

প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানসমূহ সুষম বৃদ্ধি, শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক প্রাণশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। প্রোভিটেন সিলভার ট্যাবলেট প্রবীণদের জন্য সর্বাধিক মাত্রায় ভিটামিন এবং মিনারেলের যোগান দেয়।

নির্দেশনা ও ব্যবহার:-রিসেট "ইআর অষ্টিওআগ্রাইটিস, পেশী ব্যথার (শিরদাড়া ব্যথা) সাথে সংশ্লিষ্ট অবিরাম ব্যথা নিরাময়ে কার্যকর...
02/07/2025

নির্দেশনা ও ব্যবহার:-

রিসেট "ইআর অষ্টিওআগ্রাইটিস, পেশী ব্যথার (শিরদাড়া ব্যথা) সাথে সংশ্লিষ্ট অবিরাম ব্যথা নিরাময়ে কার্যকরী। ইহা মাথা ব্যথা, দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা, মাসিকজনিত ব্যথা, দাঁত ব্যথা এবং দন্ত চিকিৎসাজনিত ব্যথা প্রভৃতি ব্যথার সাময়িক নিরাময়েও কার্যকরী। রিসেট ইআর ট্যাবলেট জ্বর কমানোর ক্ষেত্রেও কার্যকরী।

মাত্রা ও সেবনবিধি:-

প্রাপ্তবয়স্ক ও শিশু (১২ বছরের ঊর্ধ্বে): ২টি ট্যাবলেট, ৬-৮ ঘন্টা পরপর (২৪ ঘন্টায় সর্বোচ্চ ৬টি ট্যাবলেট) সম্পূর্ণরূপে সেব্য। ট্যাবলেটটি চূর্ণ করা যাবে না।

প্রতিনির্দেশনা:-

প্যারাসিটামল অথবা এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতায় রিসেট ইআর প্রতিনির্দেশিত।

সর্তকতা

যকৃত এবং রেচনতন্ত্রের জটিলতায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রিসেট ইআর সাবধানতার সাথে প্রয়োগ করতে হবে।

ড্রাগ ইন্টার‍্যাকশন

যদি প্যারাসিটামল গ্রহণ দীর্ঘায়িত হয় তবে এন্টিকোঅ্যাগিউলেন্ট জাতীয় ড্রাগের ডোজ কমাতে হবে। প্যারাসিটামলের তাৎক্ষণিক নির্গমন প্রস্তুতির শোষণ পাকস্থলির শূণ্য হবার হার বৃদ্ধিকারী ওষুধের (মেটোক্রোপ্রামাইড) ক্ষেত্রে বৃদ্ধি পায় এবং পাকস্থলির শূণ্য হবার হার হ্রাসকারী ওষুধের (প্রোপানথেলিন, এন্টিকোলিনার্জিক ধর্মবিশিষ্ট এন্টিডিপ্রেসেন্ট, নেশা উৎপাদনকারী ব্যথানাশক) ক্ষেত্রে হ্রাস পায়। যেহেতু প্যারাসিটামল পাকস্থলী খালি করা এবং আন্ত্রিক পরিবহণ ত্বরান্বিত করে, তাই মেটোক্রোপ্রামাইডের সাথে এটি একই সময়ে সেবন করলে এক্সটেন্ডেড রিলিজ ডোসেজ ফর্ম এর প্যারাসিটামলের শোষণ কমে যেতে পারে। প্যারাসিটামল ক্লোরামফেনিকলের ঘনমাত্রা বৃদ্ধি করতে পারে। এনজাইম ইনডিউসিং এজেন্ট যেমন এলকোহল বা এস্টিকনভালস্যান্ট ড্রাগস এর সাথে ব্যবহারের ফলে প্যারাসিটামলের বিষাক্ততার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে।

মাত্রাধিক্যতা :-

এক্সটেন্ডেড রিলিজ ফর্মে থাকার কারণে প্যারাসিটামল রক্তে অনেকক্ষণ ধরে উপস্থিত থাকে যে কারণে প্যারাসিটামলের মাত্রাধিক্যতা হেপাটিক ফেইলিউর তৈরি করতে পারে। প্যারাসিটামলের মাত্রাধিক্যতার ক্ষেত্রে এমনকি মাত্রাধিক্যতার লক্ষণ দেখা না গেলেও দ্রুত চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন।

পার্শ প্রতিক্রিয়া:-

প্যারাসিটামলের বিরুপ প্রতিক্রিয়া খুবই কম লক্ষ করা যায়। যদিও কিছু কিছু ক্ষেত্রে বদহজম, বমিবমিভাব, অ্যালার্জি এবং রক্তের সাথে বিরুপ প্রতিক্রিয়া দেখা গিয়াছে কিন্তু ইহা

নির্দেশনা:-সিজনাল এলার্জিক রাইনাইটিস:ফেনাডিন প্রাপ্ত বয়স্ক এবং ২ বছর বা এর বেশি বয়সের শিশুদের সিজনাল এলার্জিক রাইনাইটিস ...
01/07/2025

নির্দেশনা:-

সিজনাল এলার্জিক রাইনাইটিস:

ফেনাডিন প্রাপ্ত বয়স্ক এবং ২ বছর বা এর বেশি বয়সের শিশুদের সিজনাল এলার্জিক রাইনাইটিস জনিত সকল উপসর্গ সমূহকে দূর করে। হাঁচি, নাক থেকে পানি পড়া, নাকের ও গলার চুলকানি, ত্বকের চুলকানি এবং চোখ লাল হওয়া উপশমে ফেনাডিন নির্দেশিত।

ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া:

ফেনাডিন ৬ মাস বয়স থেকে শুরু করে বয়স্ক, সব বয়সের রোগীর ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে নির্দেশিত।

সেবনমাত্রা ও বিধি:-

ফেনাডিন ট্যাবলেট:-

সিজনাল এলার্জিক রাইনাইটিস:-

১২ বছর বা এর বেশি বয়সের শিশুদের জন্য এবং বয়স্কদের ক্ষেত্রে: ১২০ মি.গ্রা. অথবা ১৮০ মি.গ্রা. প্রতিদিন ১ বার করে অথবা ৬০ মি.গ্রা. দিনে ২ বার করে। যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের জন্য শুরুতে প্রতিদিন ৬০ মি.গ্রা. ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

৬ থেকে ১১ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে: ৩০ মি.গ্রা. করে দিনে ২ বার। যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের জন্য শুরুতে প্রতিদিন ৩০ মি.গ্রা. ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া:-

১২ বছর বা এর বেশি বয়সের শিশুদের জন্য এবং বয়স্কদের ক্ষেত্রে: ১২০ মি.গ্রা. অথবা ১৮০ মি.গ্রা. প্রতিদিন ১ বার করে অথবা ৬০ মি.গ্রা. দিনে ২ বার করে। যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের জন্য শুরুতে প্রতিদিন ৬০ মি.গ্রা. ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

৬ থেকে ১১ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে: ৩০ মি.গ্রা. দিনে ২ বার। যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের জন্য শুরুতে প্রতিদিন ৩০ মি.গ্রা. ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

ফেনাডিন ওরাল সাস্পেনশনঃ-

সিজনাল এলার্জিক রাইনাইটিস :-

২ থেকে ১১ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে: ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) করে দিনে ২ বার। যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের জন্য শুরুতে প্রতিদিন ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া:-

৬ মাস থেকে ১১ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে: ২ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য ফেনাডিন ওরাল সাস্পেনশন ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) করে দিনে ২ বার এবং ৬ মাস থেকে ২ বছরের কম বয়সের শিশুদের জন্য ১৫ মি.গ্রা. (২.৫ মি.লি.) করে দিনে ২ বার। কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে এমন শিশু রোগী, যাদের বয়স ২ থেকে ১১ বছর, তাদেরকে শুরুতে ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) করে দিনে ১ বার এবং যাদের বয়স ৬ থেকে ২ বছরের নিচে, তাদের জন্য শুরুতে প্রতিদিন ১৫ মি.গ্রা. (২.৫ মি.লি.) ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

প্রতিবার সেবনের পূর্বে বোতল ভাল করে ঝাকিয়ে নিন

নির্দেশনা :-ক্লিনফেস' জেল ত্বকের ব্রণ চিকিৎসায় নির্দেশিত।মাত্রা ও ব্যবহার বিধিঘুমানোর আগে-সাবান ও মৃদু গরম পানি দিয়ে মুখ...
30/06/2025

নির্দেশনা :-

ক্লিনফেস' জেল ত্বকের ব্রণ চিকিৎসায় নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি

ঘুমানোর আগে-

সাবান ও মৃদু গরম পানি দিয়ে মুখ পরিস্কার করে শুকিয়ে নিতে হবে। হাতের আঙ্গুলের সাহায্যে জেল নিয়ে মুখের ত্বকে আলতো করে লাগাতে হবে।

সকালে-

মুখের ত্বকে জেল প্রয়োগের পরে সানস্ক্রীন ক্রীম লাগাতে হবে। সারাদিনে ২-৩ বারের বেশী মুখ ধোয়া উচিত নয় এবং সানস্ক্রীন

ক্রীম প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে।

যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না

যাদের ক্লিনডামাইসিন ও ট্রেটিনইন অথবা জেল-এ উপস্থিত যে কোন উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।

সতর্কতা

নাক, ঠোঁট, কান ও ক্ষত স্থানে ক্লিনডামাইসিন ও ট্রেটিনইন জেল ব্যবহার করা উচিত নয়। জেল প্রয়োগের পরে সূর্যের আলো থেকে দূরে

থাকতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া

ইরাইথেমা, চুলকানি, ন্যাসোফেরেনজাইটিস, ত্বকের শুষ্কতা, কাশি, সাইনোসাইটিস ও ডায়রিয়া হতে পারে।

এই ওষুধটা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন  নির্দেশনা:-টেটরাসল স্ক্যাবিস এর চিকিৎসায় নির্দেশিত।সেবনমাত্রা ও প্রয়োগবিধিওষ...
29/06/2025

এই ওষুধটা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন

নির্দেশনা:-

টেটরাসল স্ক্যাবিস এর চিকিৎসায় নির্দেশিত।

সেবনমাত্রা ও প্রয়োগবিধি

ওষুধ গ্রহণের পথঃ টেটরাসল বাহ্যিকভাবে প্রয়োগ করতে হবে।

টেটরাসল প্রয়োগ করার পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং এরপর এটি দুই থেকে তিন গুণ পরিমাণ পানিতে দ্রবীভূত করে নিতে হবে। রোগীর সম্পূর্ণ শরীর সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে যথাযথ ভাবে শুকাতে হবে। অতঃপর লঘুকৃত টেটরাসল সলিউশন মুখ ও মাথার ত্বক ব্যতীত সারা শরীরে প্রয়োগ করতে হবে এবং ভালোভাবে শুকানোর জন্য ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিশুদের প্রয়োগের ক্ষেত্রে ভালো ফলাফলের জন্য ক্লিনিকে নিয়ে যাওয়া উচিত। গুরুতর অবস্থার ক্ষেত্রে পরপর দুই থেকে তিন দিন এই প্রক্রিয়ায় প্রয়োগ করতে হবে।

রোগ নির্দেশনাঃ১. ডিসপেপটিক সিম্পটম কমপেক্স-এ অস্ত্রের সঞ্চালন বৃদ্ধিআলসারবিহীন অজীর্ণ রোগপাকস্থলী হতে খাদ্যের বিলম্বিত অ...
24/06/2025

রোগ নির্দেশনাঃ

১. ডিসপেপটিক সিম্পটম কমপেক্স-এ অস্ত্রের সঞ্চালন বৃদ্ধি

আলসারবিহীন অজীর্ণ রোগ

পাকস্থলী হতে খাদ্যের বিলম্বিত অপসারণ, গ্যাসট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স, রিফ্লাক্স ইসোফেজাইটিস এবং পাকস্থলীর প্রদাহ (গ্যাস্ট্রাইটিস)

পেটের উপরের ভাগে ফাঁপা বোধ, পেট ভার বোধ এবং পেটের উপরের অংশে ব্যথা

ঢেঁকুর তোলা, পেট ফাঁপা, অল্প খাদ্যে তুষ্টি

বমিবমি ভাব এবং বমি

পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা অথবা শুধু বুক জ্বালা

ডায়াবেটিক রোগীদের আন্ত্রিক সমস্যা (ডায়াবেটিক গ্যাসট্রোপেরেসিস)

ফাংশনাল ডিসপেপসিয়া

বেরিয়াম "ফলো থ্রো" রেডিওলজিক্যাল পরীক্ষায় বেরিয়ামের দ্রুত সঞ্চালনের জন্য

২. সাইটোটক্সিক ঔষধ, রেডিওথেরাপি এবং পারকিনসনিজম বিরোধী ঔষধ সহ যে কোন কারণ ঘটিত বমিভাব এবং বমির প্রতিরোধে ও লক্ষণাদির উপশমে।

৩. মাইগ্রেন রোগের চিকিৎসায়।

মাত্রা ও সেবনবিধিঃ

ডমপেরিডোন ট্যাবলেট এবং সাসপেনশন খাবার ১৫-৩০ মিনিট পূর্বে সেবন করা উচিত।

মুখে খাবার জন্য নির্দেশিত মাত্রা-

প্রাপ্ত বয়স্কঃ ১০-২০ মিগ্রা প্রতি ৪ থেকে ৮ ঘন্টা অন্তর, দৈনিক ডমপেরিডোন-এর দৈনিক সর্বাধিক মাত্রা ৮০ মিগ্রা

শিশুঃ ০.২-০.৪ মিগ্রা/কিগ্রা শরীরের ওজন অনুসারে প্রতি ৪-৮ ঘন্টা অ

ব্যবহারের নিয়মাবলী :-স্পটক্লিন ক্রীম হাইপারপিগমেন্টশন জনিত ত্বকের সমস্যায় ব্যবহৃত হয়। যার মধ্যে রয়েছে:ব্রণের দাগবার্ধক্য...
22/06/2025

ব্যবহারের নিয়মাবলী :-

স্পটক্লিন ক্রীম হাইপারপিগমেন্টশন জনিত ত্বকের সমস্যায় ব্যবহৃত হয়। যার মধ্যে রয়েছে:

ব্রণের দাগ

বার্ধক্যজনিত দাগ

ফ্রেকলস

মেছতা

প্রদাহের স্থানে সূর্যালোকের প্রতি সংবেদনশীলতা অথবা কসমেটিকস্ ব্যবহারের ফলে সৃষ্ট হাইপারপিগমেন্টশন হ্রাসকরণে

স্পটক্লিন ক্রীম প্রতিদিন দুইবার আক্রান্ত জায়গায় ব্যবহার করতে হবে। চিকিৎসার ৪ সপ্তাহ পরে বেশীর ভাগ দাগই হালকা হতে শুরু করে কিন্তু কিছু ক্ষেত্রে এরও বেশি সময় নিতে পারে। ওষুধটি সঠিকভাবে ব্যবহারের জন্য নিম্নে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুনঃ
ধাপঃ ১

মৃদু ক্লিনসার দিয়ে সমগ্র মুখমন্ডল আলতোভাবে ধুয়ে নিন। পানি দিয়ে ধোয়ার পর ভালভাবে শুকিয়ে নিন।

ধাপঃ ২

হাতে খুব অল্প পরিমাণে স্পটক্লিন ক্রীম নিন। মুখমণ্ডলের কালচে দাগ এবং তার চারপাশে ১/২ ইঞ্চি জায়গা জুড়ে ব্যবহার করুন।

ধাপঃ ৩

দিনের বেলাতে আক্রান্ত স্থানে এসপিএফ ৩০ বা তার বেশি মানের সানস্ক্রীন ব্যবহার করুন।

ধাপঃ ৪

স্পটক্লিন ক্রীম ব্যবহারের পাশাপাশি আপনি চাইলে আক্রান্ত স্থানে ময়েশ্চারাইজার এবং অন্যান্য প্রসাধনী ব্যবহার করতে পারেন।

20/06/2025

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন

কেমন হলো নতুন এস এম সি ওরস্যালাইন বক্সের গেটাপ  কোনটা দেখতে সুন্দর আগেরটা না বর্তমানের টা
17/06/2025

কেমন হলো নতুন এস এম সি ওরস্যালাইন বক্সের গেটাপ

কোনটা দেখতে সুন্দর আগেরটা না বর্তমানের টা

নির্দেশনা ও ব্যবহার :-নিউকস-বি ট্যাবলেট ভিটামিন বি১, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ এর অভাবজনিত রোগসমূহে নির্দেশিত।এছাড়াও নি...
16/06/2025

নির্দেশনা ও ব্যবহার :-

নিউকস-বি ট্যাবলেট ভিটামিন বি১, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ এর অভাবজনিত রোগসমূহে নির্দেশিত।

এছাড়াও নিম্নোক্ত চিকিৎসাতে ইহা নির্দেশিত

ডায়াবেটিক নিউরোপ্যাথী

ফেসিয়াল নিউরালজিয়া

স্পাইন এর ব্যথা

পেরিফেরাল নিউরালজিয়া

লাম্বাগো

ইন্টারকোস্টাল নিউরালজিয়া

মায়ালজিয়া

সায়াটিকা

মাত্রা ও সেবন বিধি :-

দিনে ১-৩ টি ট্যাবলেট দেয়া যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শে সেব্য।

সেবন করার পদ্ধতি: মুখে সেবন যোগ্য।

Address

Narayanganj

Telephone

+8801600011080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health News:

Share