
26/01/2025
একজন বই প্রেমিক , পেশায় সে একজন লেভার। মালবাহী গাড়ীর সাদে খোলা নীল আকাশ দেখে দেখে হারিয়ে গেছেন বইয়ের বিভিন্ন গল্পে , ধুলোয় ঢাকা কোলাহল শহর তাকে বিরক্ত করছেইনা , সে আছে এক জ্ঞানের জগতে । সে জানে এই জ্ঞান একদিন তাকে সাফল্য করবে ,তাকে তার উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করবে।বইয়ের সাথে আমাদের সম্পর্ক হওয়া চাই এমনই, মানুষ দৈনন্দিন জীবিকার জন্য যে সকল কাজ করে সে কাজে বইও থাকা চাই ।