25/08/2025
"নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণে বাধা দেওয়ায় আরাফাত হোসেন মামুনকে ছাদ থেকে ফেলে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় অন্যতম আসামী নুর ইসলামকে আটক করেছে র্যাব-১১"
গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব ১১
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২৫ আগস্ট, ২০২৫ ইং তারিখ বিকেল ১৫:০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ঝালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ফতুল্লায় ধর্ষণে বাধা দেওয়ায় আরাফাত হোসেন মামুনকে ছাদ থেকে ফেলে হত্যা চেষ্টা মামলায় ০১ জন আসামীকে আটক করেছে। আটককৃত আসামি হলো নুর ইসলাম (৪৮), পিতা- আইজ্জা, পাগলা চিতাশাল, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
গণমাধ্যম ও মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২২, আগস্ট, ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা চিতাশাল এলাকায় ১ নম্বর গলিতে কবির মাস্টারের ভাড়া বাড়িতে ধর্ষণে বাধা দেওয়ায় হত্যার উদ্দেশ্য ছাত্রদলের সাবেক নেতা আরাফাত হোসেন মামুনকে ঐ বাড়ির চার তলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়। আরাফাত হোসেন মামুন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। কবির মাস্টারের ভাড়া বাড়ির একটি ফ্ল্যাটে মফিজ (৪০) নামের এক সন্ত্রাসী তার দলবল নিয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন ওই ফ্ল্যাটে গিয়ে মফিজকে ধর্ষণে বাধা দেয়। এ সময় মফিজ তার দলবল নিয়ে মামুনকে এলোপাথাড়ি মারধর করেন। একপর্যায়ে চার তলার ছাদে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে নিচে ফেলে দেয়। তখন আশপাশের লোকজন মামুনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। মামুনের অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীতে ভিকটিম সেলিনা বেগম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় তাকে ধর্ষণের চেষ্টা সংক্রান্তে ও মামুনকে হত্যা চেষ্টা সংক্রান্তে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ কর্তৃক উক্ত মামলার এজাহারনামীয় ৩নং আসামি নুর ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।