Ajmeer fashion

Ajmeer fashion I'm a simple man❤️
I love allah,❤️& believe Mohammad (Rasul Allah)
I love my Family❤️ ajmeer fashion একটি নতুন উদোক্তা
(1)

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Raziul Islam B, Md Sumon Miah
15/07/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Raziul Islam B, Md Sumon Miah

তোমার বিপদের সময় কেউ পাশে এসে না দাড়ালে, সাহায্য না করলে রাগ করো না। কারণ, কেউ-ই তোমার সাহায্যের জন্য দায়িত্ব নিয়ে রাখে ...
15/07/2025

তোমার বিপদের সময় কেউ পাশে এসে না দাড়ালে, সাহায্য না করলে রাগ করো না। কারণ, কেউ-ই তোমার সাহায্যের জন্য দায়িত্ব নিয়ে রাখে নাই।

তোমার কঠিন পরিস্থিতির সময় যখন কেউ বুঝেও না বুঝার ভান করে থাকে, তাদের দোষ দিও না। কারণ, কেউ-ই তোমাকে বুঝার জন্য মানুষ হয়ে জন্মায়নি!

তুমি আলাদা, বন্ধুত্ব করা যায় না বলে হিংসা করো না। তোমার জীবনের পথে "ভাল পরিবার, ভাল বন্ধু, সহকর্মী" থাকতেও পারে আর নাও থাকতে পারে। মাঝপথে ছেড়ে যেতেও পারে, মূল বিষয় হচ্ছে নিজের গন্তব্য পর্যন্ত নিজেকে পৌঁছানো।

যত্ন নেয়ার মানুষ পেলে তাদের যত্ন গ্রহণ করো। কেউ-ই কি নেই? তাহলে নিজেকে নিজে যত্ন নাও। ভালবাসার মানুষ থাকলে তার ভালবাসা গ্রহণ করো। ভালবাসে না? তাহলে ক্ষমা করে দাও।

একজনের হৃদয়ের অন্দরমহলে কখন জায়গা করে নেবে সেটা তুমিও বলতে পারবে না। একপক্ষ যতটুকু থাকতে দেবে ততটুকু তোমাকে থাকতে হবে। সন্তুষ্ট অসন্তুষ্ট হওয়া তোমার বিষয়/কাজ! কেউ-ই তোমার অনুভূতিকে জিজ্ঞেস করতে আসবে না!

এসব স্বাভাবিকভাবে ঘটা ঘটনা, অস্বাভাবিকভাবে ক্লিষ্ট মনে থেকো না। নিজেকে নিজে মানসিক প্রশান্তি দিয়ে না রাখলে কেউ-ই তোমাকে মানসিক শান্তি দিতে পারবে না!

[এই লেখাটি সম্ভবত চাইনিজ হতে বার্মিজ অনুবাদ, এটা বেশ কয়েক সপ্তাহ আগে ফেসবুকে বার্মিজ ভার্সনে পড়েছিলাম, এবং ভাল লাগার কারণে সেভ করে রেখেছিলাম। তাই, আজ আমার ফেসবুকের সতীর্থদের জন্য অনুবাদ করে তাদেরও পড়ার, জানার পথকে উন্মুক্ত করে দিলাম]

সকলের মঙ্গল হোক—

13/07/2025

কারো পোস্ট এ কমেন্ট রিয়েক্ট দিতে পারছি না

13/07/2025

আমি গত সপ্তাহে আমার একটি পোস্টে 190টির বেশি প্রতিক্রিয়া পেয়েছি! এই সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ! 🎉

11/07/2025
বাস্তবতা 🤐🤐💯
10/07/2025

বাস্তবতা 🤐🤐💯

ইনশাআল্লাহ ❤️
09/07/2025

ইনশাআল্লাহ ❤️

08/07/2025

আঁধার নেমে আলো আসবে ঠিকই

07/07/2025

অর্থহীন মানুষের
সমাজে বেচে থাকতে হলে প্রতিটি মুহূর্ত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয়

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Ajmeer fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share