Atique Arfan - আতিক আরফান

Atique Arfan - আতিক আরফান Assalamu-alikum.
(1)

welcome♥️ to my profile♥️

জীবন কত ঠুনকো- এক মুহূর্তের নিশ্চয়তা নাই যার.!
অথচ এই ঠুনকো জীবন নিয়ে—
আমাদের কত গর্ব , কত ক্ষমতা , কত মিথ্যে অহংকার।

—আতিক আরফান

একটি মেয়েকে ২২৩ বার ধ-র্ষ-ণ করা হয়েছে..মেয়েটির বয়স ১২..তার বাড়ি খুলনা...সে স্কুলের পরীক্ষায় একটি বিষয়ে ফেল করেছিল..বাড়...
13/08/2025

একটি মেয়েকে ২২৩ বার ধ-র্ষ-ণ করা হয়েছে..মেয়েটির বয়স ১২..তার বাড়ি খুলনা...

সে স্কুলের পরীক্ষায় একটি বিষয়ে ফেল করেছিল..বাড়িতে বাবা-মা বকবেন..সেই ভ-য়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়..তারপর তার ভাগ্যে এ করুণ পরিণতি ঘটে..

বর্তমানে তাকে উদ্ধার করা হয়েছে..

আপনারা যারা বাচ্চারা পরীক্ষায় খারাপ করলে মা-র-ধ-র করেন..বকাবকি করেন..এটা তাদের জন‍্য সতর্কবার্তা 🙂

ডিভোর্সের রাতগতকাল এশার নামাজ শেষ করে মসজিদ থেকে ফিরেছি মাত্র, এমন সময় হঠাৎ চেয়ারম্যান সাহেবের ফোন :“কাজী সাহেব, দ্রুত আ...
13/08/2025

ডিভোর্সের রাত

গতকাল এশার নামাজ শেষ করে মসজিদ থেকে ফিরেছি মাত্র, এমন সময় হঠাৎ চেয়ারম্যান সাহেবের ফোন :
“কাজী সাহেব, দ্রুত আসেন। একটা বিচার বসেছে… মেয়ের ডিভোর্সের ব্যাপারে।”

আব্বু তাড়াহুড়ো করে জামা গায়ে চাপালেন। সবসময় যেমন করেন, সাধারণত আব্বু রাতে সঙ্গী ছাড়া তিনি কোথাও যান না, তাই আমাকেও সঙ্গে নিলেন।
আমাদের গ্রাম থেকে দুই গ্রামের দূরত্ব—চাঁদের আলোয় আলোকিত সেই রাস্তায় যেতে যেতে ভাবছিলাম, নিশ্চয়ই কোনো বড় ঘটনা ঘটেছে।

ওখানে গিয়ে দেখি, চেয়ারম্যান, মেম্বার আর এলাকার বহু গুণীজন গম্ভীর মুখে বসে আছেন। পরিবেশে এক ধরনের টানটান উত্তেজনা।

আব্বু প্রথমেই বললেন,
“কী হয়েছে, সমস্যা বলুন।”

মেয়ের বাবা উঠে দাঁড়িয়ে বললেন,
“চার বছর আগে আমার মেয়ের বিয়ে দিয়েছি। আজ সেই বিয়ের ইতি টানতে হবে।”

আব্বু অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
“কারণটা কী?”

তিনি বললেন,
“দেড় মাস ধরে জামাই আমার মেয়ের সঙ্গে কথা বলে না, যোগাযোগও করে না। এক মাস আগে মেয়েকে আবার শ্বশুরবাড়িতে দিয়ে এসেছিলাম। কিন্তু সেখানে তাকে ডিম দিয়ে ভাত খাওয়ানো হয়েছে! সে ক্ষোভে ফিরে এসেছে। অথচ জামাই বিদেশ থেকে এসেছে, কুরবানিও দেয়নি।”

আব্বু আরও জানতে চাইলেন,
“এগুলো ছাড়া আর কিছু?”

হঠাৎ পাশের ঘর থেকে মেয়েটি চেঁচিয়ে উঠল,
“এর থেকেও বড় কোনো কারণ থাকতে হবে নাকি?”

পরে জানা গেল, বিদেশ থেকে ফেরার পর জামাই মেয়েকে বলেছিল এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করতে। মেয়ে যায়নি—তাই রাগে জামাই কথা বলা বন্ধ করে দেয়। শ্বশুরবাড়িতে নেওয়ার চেষ্টা করেনি। আর যখন মেয়েকে সেখানে পৌঁছে দেওয়া হলো, তখন ডিম দিয়ে ভাত খাইয়েছে—এটাকে ধরে নেওয়া হয়েছে অপমানের হিসেবে।

আব্বু শান্তভাবে বললেন,
“সময় নিন, ছেলেকে এনে বসুন, কথা বলে সমাধান করুন।”

কিন্তু মেয়ের বাবা দৃঢ় গলায় উত্তর দিলেন,
“না, আর মেয়েকে ওখানে রাখব না। ছেলে ভালো না, ব্যবহার খারাপ। মেয়ে অনার্স পড়া, বুঝদার—সে যা বলছে, ভেবেচিন্তেই বলছে।”

এলাকার মুরুব্বিদের সমর্থনে সেই রাতেই ডিভোর্স হয়ে গেল।

আমি নিঃশব্দে বসে শুধু ভাবছিলাম—
কত তুচ্ছ কারণে আজকাল সম্পর্ক ভেঙে যাচ্ছে!
আমরা এমন এক যামানায় এসে দাঁড়িয়েছি, যেখানে ভালোবাসা, ধৈর্য আর ক্ষমা—সবই যেন বিলুপ্ত।

রাতে বাড়ি ফিরে আব্বুর সরকারি কলামগুলো ঘাঁটলাম,, পৃষ্ঠা গুলো উল্টাতে উল্টাতে চোখ আটকে গেল সংখ্যার ওপর

আব্বু কাজী হওয়ার ২৮ বছরে ১৩৪ জন স্বামী তাদের স্ত্রীকে তালাক দিয়েছে, আর ১২৫২ জন স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়েছে।
সংখ্যাগুলো শুধু সংখ্যা নয়—প্রতিটি ভাঙন একেকটি ঘরের ধ্বংসের গল্প।

দিনলিপি
Ataur Rahman Noman
১১ আগষ্ট ২০২৫

#বাংলাদেশ #ডিভোর্স

"মানুষের গায়ে গুলি লাগলে অই গুলি দেখা যায় পিছে আরও একজনের গায়ে লাইগা যায়। আমার ভাই যে গুলি খাইছে তার সামনেও আরও ৩জন গুলি...
13/08/2025

"মানুষের গায়ে গুলি লাগলে অই গুলি দেখা যায় পিছে আরও একজনের গায়ে লাইগা যায়। আমার ভাই যে গুলি খাইছে তার সামনেও আরও ৩জন গুলি খাইছিল, একজনের মগজ গেছেগা.."

- -
জুলাই মাসে আমি এক্সিডেন্ট করছিলাম দেইখা আমারে আমার ভাই কইল আমি ঢাকা যাইগা, অইখানে যাইয়া কিছু কাজ করলে অন্তত মহাজন থিকা বেতন পামু, কিছু টাকা হইব। ওর বয়স আছিল বিশ।

পরে অইখানে ১৯,২০ তারিখ মিছিল করছিল। তখন চিটাগাং রোডে ডাচবাংলার বিল্ডিং একটা জ্বালায়া দিছিল মানুষ জানেন মনে হয়, অয় তখনও ছিল। কিন্তু ২১ তারিখ যেইদিন মারা যায়, অইদিন কোনো মিছিলে যায় নাই।

অইদিন সকাল আটটা বাজেও আমি তারে কল দিছি। কইছি ঢাকার পরিস্থিতি কিন্তু ভালা না, গোলাগুলি হয়, তুই কোনো দিক বাইর হইছ না। অয় নাকি বাইর হয় নাইও, মহাজন এক হাজার টাকা দিছিল চা খায়া ফ্লেক্সি করার জন্য, অইটার জন্য খালি গেছিল।

চিটাগাং রোড হীরাঝিল এলাকায় অই সময় এক দিকে হেলিকপ্টার থিকা গুলি করতাছে, আবার পুলিশ বিজিবি সব একলগে ধুমসে গুলি করতাছে, মানে একেবারে যুদ্ধের মতো। মানুষের গায়ে গুলি লাগলে অই গুলি দেখা যায় পিছে আরও একজনের গায়ে লাইগা যায়। আমার ভাই যে গুলি খাইছে তার সামনেও আরও ৩জন গুলি খাইছিল, একজনের মগজ গেছেগা।

আমি আমার এক্সিডেন্ট পা নিয়াই পরে গেছিলাম অই এলাকায়, অয় কেমনে মারা গেছে সব শুনতে। আমারে অরা কইল অয় দোকান থিকা বাইর হয়া রাস্তায় গেছে, হঠাৎ পুলিশ বিজিবি একলগে গুলি করছে মাত্র সবাই দৌড় দিছে হেয় দৌড়টা দিতে পারে নাই, গুলি খাইয়া ফেলছে।

গুলিডা বুকের ডান দিক দিয়া উপর থিকা তেরছা ঢুইকা বাম সাইডে আরও নিচা দিয়া বাইর হইয়া গেছে। গুলি খায়া কয়েক ফিট পর্যন্ত দৌড়ায়া দোকান পর্যন্ত গেছে, কইছে 'আমারে বাচান, আমি গুলি খাইছি!' কিন্তু বাচে ত আর নাই। লোকজন ধরতে ধরতেই অইখানেই মইরা শইলের সব রক্ত বাইরায়া একদম সাদা হইয়া গেছে।

আমার মা অর কথা মনে পড়লেই এখনো কানতে কানতে বুকের ভিতর বান লাইগা যায়। আমরা ত বিচার চাইছিলাম, যে আমার ভাইটারে কিজন্য মারলো কি দোষ ছিল তার, কিন্তু বিচার ত দেখলাম না!

~শফিকুল ইসলাম (শহিদ রফিকুল ইসলামের বড় ভাই)

বিশ্বের সর্বোচ্চ পতিতাবৃত্তির দেশ:১। থাইল্যান্ড (বৌদ্ধ ধর্ম)২। ডেনমার্ক (খ্রিস্ট ধর্ম)৩। ইতালি (খ্রিস্ট ধর্ম)৪। জার্মান ...
13/08/2025

বিশ্বের সর্বোচ্চ পতিতাবৃত্তির দেশ:
১। থাইল্যান্ড (বৌদ্ধ ধর্ম)
২। ডেনমার্ক (খ্রিস্ট ধর্ম)
৩। ইতালি (খ্রিস্ট ধর্ম)
৪। জার্মান (খ্রিস্ট ধর্ম)
৫। ফ্রেঞ্চ (খ্রিস্ট ধর্ম)
৬। নরওয়ে (খ্রিস্ট ধর্ম)
৭। বেলজিয়াম (খ্রিস্ট ধর্ম)
৮। স্প্যান (খ্রিস্ট ধর্ম)
৯। ইউকে (খ্রিস্ট ধর্ম)
১০। ফিনল্যান্ড (খ্রিস্ট ধর্ম)

বিশ্বের সর্বোচ্চ চুরির হার:
১। ডেনমার্ক এবং ফিনল্যান্ড (ক্রিশ্চিয়ান)
২। জিম্বাবুয়ে (খ্রিস্ট ধর্ম)
৩। অস্ট্রেলিয়া (খ্রিস্ট ধর্ম)
৪। কানাডা (খ্রিস্ট ধর্ম)
৫। নিউজিল্যান্ড (খ্রিস্ট ধর্ম)
৬। ভারত (হিন্দু ধর্ম)
৭। ইংল্যান্ড এবং ওয়েলস (ক্রিশ্চিয়ান)
৮। ইউএস (খ্রিস্ট ধর্ম)
৯। সুইডেন (খ্রিস্ট ধর্ম)
১০। দক্ষিণ আফ্রিকা (খ্রিস্ট ধর্ম)

পৃথিবীর সর্বোচ্চ অ্যালকোহল আসক্তি:
১। মোল্ডোভিয়া (খ্রিস্টান)
২। বেলারুশিয়া (খ্রিস্টান)
৩। লিথুয়ানিয়া (খ্রিস্টান)
৪। রাশিয়া (খ্রিস্টান)
৫। চেক প্রজাতন্ত্র (খ্রিস্টান)
৬। ইউক্রেনীয় (খ্রিস্টান)
৭। অ্যান্ডোরা (ক্রিশ্চিয়ান)
৮। রোমানিয়া (ক্রিশ্চিয়ান)
৯। সার্বিয়া (খ্রিস্টান)
১০। অস্ট্রেলিয়া (খ্রিস্টান)

বিশ্বের সবচেয়ে বেশি খুনের হার:
১। হন্ডুরাস (খ্রিস্টান)
২। ভেনেজুয়েলা (খ্রিস্টান)
৩। বেলিজ (খ্রিস্টান)
৪। এল সাভাদর (খ্রিস্টান)
৫। গুয়াতেমালা (খ্রিস্টান)
৬। দক্ষিণ আফ্রিকা (খ্রিস্টধর্ম)
৭। সেন্ট কিটস এবং নেভিস (ক্রিশ্চিয়ান)
৮। বাহামা (খ্রিস্টান)
৯। লেসোথো (ক্রিশ্চিয়ান)
১০। জামাইকা (খ্রিস্টান)

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দল:
১। ইয়াকুজা (কোন ধর্ম নেই)
২। আগ্বেরাস (খ্রিস্টান)
৩। ওয়াহ সিং (খ্রিস্টান)
৪। জামাইকা বসএঁ (খ্রিস্টান)
৫। প্রাইমেরো (ক্রিশ্চিয়ান)
৬। দ্য আরিয়ান ব্রাদারহুড (খ্রিস্টান)

বিশ্বের সবচেয়ে বড় মাদক দল:
১। পাবলো এসকোবার - কলম্বিয়া (খ্রিস্টান)
২। আমাদো ক্যারিলো - কলম্বিয়া (ক্রিশ্চিয়ান)
৩। কার্লোস লিডার জার্মেন (খ্রিস্টান)
৪। গ্রিসেল্ডা ব্ল্যাঙ্কো - কলম্বিয়া (খ্রিস্টান)
৫। জোয়াকুইন গুজম্যান - মেক্সিকো (ক্রিশ্চিয়ান)
৬। রাফায়েল ক্যারো - মেক্সিকো (ক্রিশ্চিয়ান)

অথচ বলা হয় ইসলাম এবং মুসলমানরা পৃথিবীতে সহিংসতা ও সন্ত্রাসবাদের কারণ এবং তারা চায় সবাই যেন তাই বিশ্বাস করে ।

প্রথম বিশ্বযুদ্ধ শুরু কে করেছে?
মুসলিমরা নয়..

দ্বিতীয় বিশ্বযুদ্ধ কে শুরু করেছে?
মুসলিমরা নয়..

প্রায় ২০ মিলিয়ন স্থানীয় অস্ট্রেলিয়ানকে কে হত্যা করেছে?
মুসলিমরা নয়..

জাপানের নাগাসাকি এবং হিরোশিমায় কে বোমা ছুড়েছে?
মুসলিমরা নয়..

দক্ষিণ আমেরিকায় প্রায় ১০০ মিলিয়ন রেড ইন্ডিয়ানদের কে হত্যা করেছে ?
মুসলিমরা নয়..

উত্তর আমেরিকায় প্রায় ৫০ মিলিয়ন রেড ইন্ডিয়ানদের কে হত্যা করেছে?
মুসলিমরা নয়..

আফ্রিকা থেকে ১৮০ মিলিয়নেরও বেশি আফ্রিকানকে যারা অপহরণ করেছিল, তাদের মধ্যে ৮৮% মারা গেছে এবং সাগরে নিক্ষিপ্ত হয়েছে! কে করেছে এ কাজ?
মুসলিমরা নয়..

সন্ত্রাসবাদ বা জঙ্গীবাদের সূচনা মুসলিমদের দ্বারা হয়নি অথচ সংজ্ঞায়িত করা হচ্ছে তাদেরকে।
অমুসলিম সন্ত্রাসী কাজ করলে অপরাধ! কিন্তু মুসলিমরা অধিকার আদায়ের চেষ্টা করলে বলে সন্ত্রাস..!

এটা সুস্পষ্ট সুপরিকল্পিত ষড়যন্ত্র।।

এটাই জাতিসংঘের খেলা।

#সংগৃহীত

 #সচেতনতা মূলক পোস্ট মাত্র ২২ বছর বয়সে স্ট্রোক করে না ফেরার দেশে চলে যাওয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না। ঠিক কি কারণে এমনট...
13/08/2025

#সচেতনতা মূলক পোস্ট

মাত্র ২২ বছর বয়সে স্ট্রোক করে না ফেরার দেশে চলে যাওয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না। ঠিক কি কারণে এমনটা হয়েছে সেটা বলা মুশকিল। এই পোস্টটি শুধুমাত্র আমার সাধ্য অনুযায়ী সচেতনতা সৃষ্টির লক্ষে।

Please feel free to ignore if you think it is irrelevant.

প্রথমে বলে নেই যে পেশায় আমি একজন প্রফেশনাল শেফ এবং কমার্শিয়াল কুকারি ট্রেইনার।

আমি যদি বলি যে ছবিতে যে goat curry দেখতে পাচ্ছেন সেটি রান্নায় কোনো ধরণের তেল বা ফ্যাট ব্যবহার করা হয় নি, তাহলে আপনি কি সেটা বিশ্বাস করবেন? কোনো রকম তেল ছাড়া রান্না করা সত্ত্বেও এর উপরে একটা ফ্যাটের আস্তর পরে গেছে। তাহলে ভাবুন আপনি যখন রান্নার সময় আরো এক্সট্রা তেল ব্যবহার করছেন সেগুলো কোথায় যাচ্ছে? উত্তর হচ্ছে আপনার শরীরে।

দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশের ট্রাডিশনাল যে খাবার গুলো আমরা খাই এবং যেভাবে রান্না করে খাই তা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আমাদের প্রধান খাবার ভাত যা মূলত কার্বোহাইড্রেট। প্রয়োজনের অতিরিক্তকার্বোহাইড্রেট গ্রহণ করলে তা শরীরে ফ্যাট আকারে জমা হয়ে থাকে। এই ফ্যাট ধীরে ধীরে রক্ত চলাচলের গতিপথ আটকে দিতে থাকে। ফলে সৃষ্টি হয় হাই ব্লাড প্রেসারের। আর সেখান থেকে স্ট্রোক। এটা স্ট্রোকের অন্যান্য কারণের মধ্যে একটি। একই কারণে ডায়াবেটিক পেশেন্টরা স্ট্রোক করে থাকেন। কারণ দীর্ঘদিন ডায়াবেটিসের ওষুধ সেবন রক্তের মধ্যে থাকা অতিরিক্ত গ্লুকজ সেলের ভিতরে ঢুকিয়ে দেয় এবং সেটা ফ্যাটে পরিণত হয়। এটা বাস্তব যে আগামী কয়েক বছরে আমাদের দেশে স্ট্রোকের হার অনেক বেড়ে যাবে।

সুস্থ থাকার জন্য কিছু হেলদি খাবারের উপায় :

- খাবারে যতটুকু সম্ভব তেল এড়িয়ে চলুন। ছবিতে যে খাবার দেখছেন সেটি সম্পূর্ণ তেল ছাড়া রান্না করা হয়েছে। তেল আপনার খাবারের স্বাদ বাড়ায় না।

- খাবারের মেনুতে ৩০% প্রোটিন, ৫০% কার্বোহাইড্রেট ও ২০% গুড ফ্যাট রাখুন।

- পর্যাপ্ত পরিমানে শাকসবজি ও ফলমুল রাখুন

- শাকসবজি অল্প সময় ধরে রান্না করুন। বেশি সময় রান্না করলে এর গুনাগুন নষ্ট হয়ে যায়। তাছাড়া হজম প্রক্রিয়া আপনার পাকস্থলীর কাজ। ওটা আপনার রান্নার পাত্রে করার করার প্রয়োজন নেই।

- পরিমিত পরিমানে রেড মিট খান। রেড মিট প্রসেস করতে শরীর বেশি সময় নেয়। তাই রান্নার সুবিধার জন্য অতিরিক্ত রেড মিট খাওয়া এড়িয়ে চলুন।

- পর্যাপ্ত পানি পান করুন। একজন প্রাপ্ত বয়স্ক মানুয়ের দৈনিক ২.৫ লিটার পানি পান করা প্রয়োজন। ফিজিক্যাল এক্টিভিটি এর উপড় ডিপেন্ড করে আরো বেশি পানি পান করুন।

- চিনি বা মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকুন। স্পেশাল অকেশনে খেতেই পারেন।

- নিয়মিত হাঁটুন। হাঁটা হচ্ছে সুস্থ থাকার জন্য সবচেয়ে সহজ এবং এফেক্টিভ এক্সারসাইজ।

- খাবার ফ্রিজে সংরক্ষণ করুন। ৪ ঘন্টার উপরে খাবার বাইরে থাকলে সে খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। কারো বাসায় দাওয়াত খাওয়ার পরে পেট ব্যথা করার কারণ এটি।

- রান্নার সময় এক্সহস্ট ফ্যান চালু রাখুন এবং ঘরের জানালা খুলে দিন। এতে করে ঘরে মৈসচার এবং ফাংগাস জমবে না। যেটা আপনার সোনামনির অসুস্থতার কারণ।

- রান্না বা খাওয়া দাওয়ার পরে হাঁড়ি পাতিল সিংকে রেখে দিবেন না। এতে করে বেকটেরিয়া ছড়ায়। আপনার সোনামনির অসুস্থতার আরও একটি কারণ।

#হাইলি প্রসেস করা খাবার এড়িয়ে চলুন।

Rifatul Islam

অনলাইন ক্লাস চলতেছে। প্লে,নার্সারি থেকে মাষ্টার্স পর্যন্ত🤣
09/08/2025

অনলাইন ক্লাস চলতেছে। প্লে,নার্সারি থেকে মাষ্টার্স পর্যন্ত🤣

গোয়েন্দাদের ঘুম কেড়ে নেওয়া এক মৃ/ত্যু/ রহস্য!২০১০ সাল, টেক্সাসের একটি হোটেল। ৫৫ বছর বয়সী গ্রেগ ফ্লেনিকেন নামের এক ভদ্রলো...
07/08/2025

গোয়েন্দাদের ঘুম কেড়ে নেওয়া এক মৃ/ত্যু/ রহস্য!

২০১০ সাল, টেক্সাসের একটি হোটেল। ৫৫ বছর বয়সী গ্রেগ ফ্লেনিকেন নামের এক ভদ্রলোককে তার হোটেলের (রুম নং ৩৪৮) বিছানায় /মৃ/ত অবস্থায় পাওয়া যায়। সবকিছু এতটাই স্বাভাবিক ছিল যে, এটিকে একটি সাধারণ /মৃ/ত্যুই মনে হচ্ছিল।

কিন্তু রহস্যের শুরু হয় পোস্টমর্টেম রিপোর্ট আসার পর। রিপোর্টে বলা হয়, গ্রেগের /মৃ/ত্যু হার্ট অ্যাটাকে হয়নি, বরং তাকে /গু/লি করা হয়েছে! একটি বু/লেট তার অণ্ডকোষ দিয়ে শরীরে প্রবেশ করে ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্নভিন্ন করে বুকে গিয়ে আটকে যায়।

গোয়েন্দারা অবাক! কারণ:

১. ঘটনাস্থলে কোনো রক্ত ছিল না।
২. বাইরে থেকে শরীরে গু/লির কোনো স্পষ্ট ক্ষতচিহ্নও খুঁজে পাওয়া যাচ্ছিল না, যা দেখে মনে হবে গু/লি লেগেছে।

৩. ঘরে বা আশেপাশে কোনো ব/ন্দু/ক বা গু/লির
খো/সা পাওয়া যায়নি।

ঘটনাটি ছিল বিজ্ঞানের দৃষ্টিতেও বেশ জটিল। গু/লির প্রবেশদ্বার (Entry Point) এতটাই ছোট এবং এমন একটি স্পর্শকাতর জায়গায় ছিল যে, মৃ/ত্যু/র পর শরীরের চামড়া সংকুচিত হয়ে সেই ছিদ্রটি প্রায় বন্ধ হয়ে যায়। একারণে বাইরে থেকে কোনো ক্ষত বোঝা যাচ্ছিল না এবং রক্তপাত যা হওয়ার, পুরোটাই হয়েছিল শরীরের ভেতরে। একারণেই বাইরে কোনো রক্তের দাগ ছিল না।

কয়েক মাস তদন্তের পর, গোয়েন্দারা অবশেষে গ্রেগের ঘরের দেয়ালের এক কোণায় প্রায় চোখেই পড়ে না এমন একটি ক্ষুদ্র ছিদ্র খুঁজে পান। এরপর পাশের ঘরের (রুম নং ৩৪৯) তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে আসল ঘটনা।

ঐ রাতে পাশের ঘরে থাকা এক ব্যক্তি তার বন্ধুদের কাছে নিজের পি/স্ত/লটি দেখানোর সময় অসাবধানবশত গুলি চালিয়ে দেন। সেই বু/লে/টটিই দেয়াল ভেদ করে ঘুমন্ত গ্রেগের শরীরে প্রবেশ করে। ভয়ে সেই ব্যক্তিরা ঘটনাটি চেপে যায় এবং দেয়ালে সৃষ্ট ছিদ্রটি টুথপেস্ট দিয়ে বন্ধ করে দেয়। তারা ভাবতেও পারেনি তাদের সামান্য একটি ভুল পাশের ঘরের মানুষটির জীবন কেড়ে নিয়েছে।

সত্যি, বাস্তবতা মাঝে মাঝে কল্পকাহিনীকেও হার মানায়!

অনুবাদ: AH Abubakkar Siddique 🔔

মামলা থাকলে যে উপকারঃজ্বরে পু*ট*কি দিয়া দমডা আইতাছে আর যাইতাছে, হায়াত আছে দিক্কা মনঅ একবারে যা না। উইট্টা যে মুতুম এই শক...
06/08/2025

মামলা থাকলে যে উপকারঃ
জ্বরে পু*ট*কি দিয়া দমডা আইতাছে আর যাইতাছে, হায়াত আছে দিক্কা মনঅ একবারে যা না। উইট্টা যে মুতুম এই শক্তি নাই।দশ বারো বারের মুত জমাইয়া একবারে কাজা মুত মুতি।উঠতারিনা কি করুম? ঔষধেও কাম করতাম না😑
আল্লাহর কি রহমত সহালে উকিলে কল দিয়া ক কিও আজগা ত তুমার মামলার হাজিরা,সম মতো আইয়া ফইর।
কই গেলো আমার জ্বর আর কই গেলো আমার মুত।লরতাম বলে ফারিনা😂
উকিলরে যাইয়া কমু আফনে নামের আগে এডভোকেটের সাথে এমবিবিএস লাগাইবেন। আফনে কল দিলেই জ্বর বালা🫠

#সরাইল্লা

02/08/2025
শুভ সকাল।          🏡🌿🌴
31/07/2025

শুভ সকাল।

🏡🌿🌴

29/07/2025

ফার্মগেট 📌
ফ্লাইওভার পিলার এর সাথে বিআরটিসি বাসের ধাক্কা।

😭

27/07/2025

অত্যাধুনিক প্লেন এবং কতটা দক্ষ পাইলট হলে এতটা পার্ফেক্টভাবে বিমান চালানো যায়। এটা বাইরের দেশের একটা প্লেন স্টান্ট শো'য়ের দৃশ্য।

একদিন আমাদের দেশেও এমন অত্যাধুনিক বিমান থাকবে, পাইলটদের দক্ষতা সবকিছুকে ছাড়িয়ে গিয়ে এমন সুন্দর শো দেখাবে। সেটাই শুধু ইচ্ছা। দুর্নীতির এ দেশে সামান্য এ ইচ্ছার জন্যে না জানি করতে হবে আরও কত দীর্ঘ অপেক্ষা!

Copy post

Address

Narayanganj
1234567890

Telephone

+8801959997793

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atique Arfan - আতিক আরফান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atique Arfan - আতিক আরফান:

Share