17/07/2024
আমি রাজাকার নই,
আমরা রাজাকার নই!
তাদের আমাদের মধ্যে তফাৎ আছে,
এই ধরেন, কয়েকশত আলোকবর্ষ অথবা এর আশে পাশে।
সেদিন রাজাকাররা স্বাধীনতা চায়নি -
তবে প্রখন্ড উজ্জ্বল নক্ষত্রের আলোর মতো স্বাধীনতা দেখেছিলো সে দুঃস্বপ্ন ভরা চোখে,
তবে আমরা তো স্বাধীনতা চেয়েছিলাম!
মেধা স্বাধীনতা চেয়েও কেন রক্ত ঝড়লো এ বুকে?
সেদিন জিজ্ঞেস করলাম একটি ভাবুক,পড়ুয়া,উজ্জ্বল মেধাকে,
কি ভায়া করবে কি বলো, কি উপহার দিবে জাতিকে?
বল্ল সে নির্লজ্জ ভাব করে,
এহহহ দেশপ্রেম কি উথলে পড়ে?
দেশ কি দিবে আমায়!
কি, মানবে আমার মেধা?
ঔতো সে দিন বিলেতে পারি দিল এক মেধাবি বড় ভাই-
নিয়ে গেলো দোয়া, করে গেলো দেখা।
আমিও যাবো এমন করে,
মেধা খাটাবো, খাবো নড়ে চড়ে।
জানেন? তখন আমার আমার চোখ ভড়ে এসেছিলো-
কেপে উঠেছিলো এ বুকটা।
যেমন করে কম্পন হয় মনে পড়লে-
আমাদের বুদ্ধিজীবি হত্যার খনটা।
দেশ টা হারাচ্ছে বহু,
মেধাশূন্যতার খরা পরবে অচীরে,
এতেও কি বুঝছেন নাহ? আন্দোলন টা সত্য ঘিরে।
আমি কোন দল করি না-
সাধারণ বোকা সোকা,
তবে একটি বইয়ে পরেছিলাম, ভীষণ আধুনিক মতধারার ছিলেন মধুমতী পাড়ের খোকা।
তবে আমরা কেন আধুনিকতা থেকে বন্চিত?
যদি ধরেও নেই আমাদের সবার বাব দাদা রাজাকার,
তবে আমরা তো কোন দোষ করি নি, কেন টানবো ৫৩ বছর আগের ভার।
কেন এ ভেদাভেদ, এ কি অন্যায় নয়?
মেধা দিয়ে দূর করা হোক এ আবার জন্মানো পরাধীনতার ভয়।
এবার এ ইলেকশনে এসেছিলেন যখন এখানে।
চা ওয়ালা মামা বলছিলো, ভাতিজা মায়ের জয়ডাখ পিটাও সব খানে।
আচ্ছা বলুন তো আপনি কি মা ডাক শুনলে খুশি হোন?
তবে শুনুন না, শুনন, ভেঙেছেন আপনি সবার মন।
অনেক মায়েরা ভালো নাই।
মারা গেছে তাদের ছেলে,আমার ভাই!
প্রাণেরো যদি মূল্য না থাকে।
আপনি আর খোকার কন্যা নাই!
মেধা যাচাই হোক নিরপেক্ষ ভাবে
একাত্তর কি আর আছে?
সে কাল আমরা ফের দেখতে চাই নাহ,
যাতে সমান ভাবে সবাই মেধাবি বাঙালি হয়ে বাঁচে।
আমরা নই রাজাকার!
আমরা চাই কোটা সংস্কার!
~মাহমুদুল অলিভ
#কোটা_সংস্কার_চাই
#বাংলাদেশ_কোটা_আন্দোলন
#কোটা_আন্দোলন_২০২৪
Post
Times
English
Journal
Nations