
22/07/2023
তাবলীগ: পথহারা পথিকের সাহারা- ১
যুবকদের প্রতি মাসে অন্তত তিনটা দিনের জন্য তাবলীগে বের হওয়া উচিত। প্রতি মাসে সম্ভব না হলে মাঝে এক মাস গ্যাপ দিয়েও যাওয়া উচিত। এতে করে মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। আর কিছু না হোক, অন্তত তিনটা দিন আমলগুলো ঠিকঠাক ভাবে করা হবে। ১৫ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে। যিকিরের সুযোগ পাওয়া যাবে। তিলাওয়াতের লম্বা সময় পাওয়া যাবে। শেষ রাতে কান্নাকাটির সুযোগ হবে। এর চেয়ে বেশি ফায়দা আর কী চান!
তাবলীগ থেকে আসার পর বেশ কিছুদিন অন্তরে ঈমানী চার্জ থাকে। তখন আমলে মন বসে। প্রতিদিন মসজিদে যাওয়া হয়। এরপর অবশ্য ধীরে ধীরে কমতে থাকে। তাই যতবেশি মসজিদের পরিবেশের সাথে, দ্বীনী হালাকাগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করা হবে, তত বেশি ঈমানী চার্জ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
তবে অভিজ্ঞ কোনো আলেমের সাথে যাওয়া উচিত। এতে ফায়দা বেশি হয়। ভুলত্রুটি থেকে বাঁচা যায়।