
30/06/2025
“বুড়ো চাচারা” কচি মেয়ে বিয়ে করে জিতে যাচ্ছে…
আর তরুণ ছেলেরা অপেক্ষায় থেকেই বুড়ো হয়ে যাচ্ছে!
আজকাল পরিবারের সম্মতি ছাড়া প্রেম, পছন্দ কিংবা বিয়ে, সবকিছুই যেন এক কঠিন পরীক্ষা!
যেখানে একদিক দিয়ে ৫০+ বয়সী চাচারা অদ্ভুত গতিতে দ্বিতীয় বিয়ে করে সমাজে ‘সিনিয়র লাভার’ তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে ২৫-৩০ বছর বয়সী যুবকরা নিজেদের মনের মানুষকে জীবনসঙ্গী বানাতে গিয়েই বারবার হেরে যাচ্ছেন- ‘পরিবারের মত নেই’, ‘ক্যারিয়ার আগে’, ‘মেয়ে দেখে দেব’ ইত্যাদি হাজারো রঙিন যুক্তির জালে।
প্রশ্ন হলো, এভাবেই কি ভালোবাসা বিলম্বিত হতে হতে হারিয়ে যাবে? একটা সমাজ তখনই এগোয়, যখন ভালোবাসা ও সম্মতিকে প্রতিদ্বন্দ্বী না বানিয়ে, সহযাত্রায় পরিণত করা যায়।
তাই পরিবারগুলোকে অনুরোধ করি- আপনাদের ছেলেরা বড় হয়েছে মানে তারা সিদ্ধান্ত নেবার যোগ্যতাও অর্জন করেছে। তাদের পছন্দকে গুরুত্ব দিন, শুনুন, বুঝুন… সময় থাকতে উৎসাহ দিন। মোদ্দাকথা, আপনার ছেলেকে বিয়ের বয়স হলেই বিয়ে দিয়ে দিন। না হলে, একসময় তারা শুধু বিয়ের বয়সই পার করবে না, ইচ্ছাটাও হারিয়ে ফেলবে।
যারা একমত, শেয়ার করে আপনার অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করুন এবং মুরুব্বীদের চোখ খুলে দিন। 🙏
✍️Ajminur Oarish✨