Khairul Bashar

Khairul Bashar হজ্জ বীমা, পেনশন বীমা , শিক্ষা বীমা, শিশু নিরাপত্তা বীমা. ইনশাআল্লাহ
ইন্স‍্যুরেন্স সম্পর্কিত সকল বিষয়ে সহযোগিতা করা হয়।

শুভ জন্মদিন.......💞প্রিয়  #মীর_রাশেদ_বিন_আমান_স্যার।সিইও, সোনালী লাইফ।আধুনিক বীমা শিল্পের আইকন।ডিজিটাল বীমা শিল্পের রূপক...
31/08/2023

শুভ জন্মদিন.......
💞প্রিয় #মীর_রাশেদ_বিন_আমান_স্যার।
সিইও, সোনালী লাইফ।

আধুনিক বীমা শিল্পের আইকন।
ডিজিটাল বীমা শিল্পের রূপকার।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করছি, আমিন!

সোনালী লাইফের একজন সম্মানিত গ্রাহক ছিলেন চট্টগ্রামের আব্দুল্লাহ রহিম সাজ্জাদ। তিনি মাসিক ৫০০০/- টাকা প্রিমিয়ামে ১০ বছর ম...
31/08/2023

সোনালী লাইফের একজন সম্মানিত গ্রাহক ছিলেন চট্টগ্রামের আব্দুল্লাহ রহিম সাজ্জাদ।
তিনি মাসিক ৫০০০/- টাকা প্রিমিয়ামে ১০ বছর মেয়াদী একটা বীমা করেছিলেন। মাত্র একটি প্রিমিয়াম জমা দিয়েছিলেন তিনি।
দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত ২৭ জুলাই ২০২৩ ইং তারিখে গ্রাহক মারা যান।

সোনালী লাইফ তার অঙ্গীকার অনুযায়ী উক্ত গ্রাহকের নমিনীর পাশে দাঁড়াতে বিন্দুমাত্র কালক্ষেপণ করেনি। কাগজপত্র জমাদানের মাত্র ৫ দিনের মধ্যে সোনালী লাইফ, গ্রাহকের নমিনী- কে ৫০৯০০০/- (পাঁচ লক্ষ নয় হাজার) টাকা বীমা দাবী পরিশোধ করে।
বিস্তারিত যোগাযোগঃ
01912-306865

 #অনেকেই না জেনে বীমা পেশাকে ছোট করে দেখে। কিন্তু পৃথিবীতে ভাল সম্মানজনক ৭টি পেশার মধ্যে বীমা পেশা ১ টা। বর্তমানে ডিজিটা...
22/08/2023

#অনেকেই না জেনে বীমা পেশাকে ছোট করে দেখে। কিন্তু পৃথিবীতে ভাল সম্মানজনক ৭টি পেশার মধ্যে বীমা পেশা ১ টা।
বর্তমানে ডিজিটাল সেবা নিয়ে বীমা কোম্পানি গুলো দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

#যারা বীমা পেশায় কাজ করতে আগ্রহী হোন না সুধু সময়ের অপেক্ষা আপনি চাইলেও আর সহজে এই পেশায় আসতে পারবেন না।
এক সময় সরকারি চাকুরি নার্স পুলিশ ও গার্মেন্টস এ মানুষ কাজ করতে আগ্রহ প্রকাশ করত না।

#কিন্তু সময়ের ব্যবধানে আজ অনেক বেকার বি এ পাশ করে ও সাটিফিকেট ঘরে যত্ন করে রেখে দিয়েছেন কোনো কাজে লাগাতে পারেন নি, তবে বতর্মান এ অনেক দূর এগিয়ে গেছে বীমা পেশা ।

#গত 10/12 বছর যাবত শিক্ষিত ও মেধাবীদের বীমা পেশায় আগ্রহ বেড়েছে।
বীমা শিল্প খুব দ্রুত দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনবে।
100% অনলাইন ও প্রযুক্তি নির্বর _ সোনালী লাইফ ইন্স‍্যুরেন্স কোম্পানি লিঃ।
#বিগত দিনের মানুষের ভুল ভাঙতে শুরু করেছে।
ডিও ডেইটে এস বি এবং মেয়াদান্তে টাকা পাওয়া, কল সেন্টার, এপস্ সকল সার্ভিস এখন গ্রাহকদের অফিসে না এসে অনলাইনে করছে।

Khairul Bashar
Unit Manager
Sonali Life Insurance.Siddhirganj Metro-387
01912-306865

 #আলহামদুলিল্লাহ       আজ ১ আগষ্ট ২০২৩🌹সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এর উত্তর উত্তর ...
01/08/2023

#আলহামদুলিল্লাহ
আজ ১ আগষ্ট ২০২৩
🌹সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এর উত্তর উত্তর উন্নতি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করি।

🌹সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সিদ্বিরগঞ্জ মেট্রো নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন,
🌹শুভ জন্মদিন প্রিয় প্রতিষ্ঠান।

🌹দূর হচ্ছে অন্ধকার....
ধীরে ধীরে আলোর মুখ দেখছে বীমা শিল্প।

ইন্স্যুরেন্স এর প্রতি আস্থা ফিরে আসছে গ্রাহকদের মাঝে।
দিন বদলের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ইআরপি সফটওয়্যার এর মাধ্যমে শতভাগ স্বচ্ছ গ্রাহক সার্ভিস এর মাধ্যমে বীমা শিল্পের গ্রাহকদের আস্থা ফেরৎ আনায় যার মুখ্যম উদ্দেশ্য। পূর্ণাঙ্গ তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের সেবা প্রদান করে দীর্ঘ ১০ বছরের পথ চলায় এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে ১০০℅ কথা কাজে মিল রেখে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মানুষের আস্থা অর্জনের অন্যতম কারণ সততা, আস্থা, বিশ্বস্থতা, স্বচ্ছতা, ভরসা, অঙ্গীকার আর প্রযুক্তির ব্যবহার এর মাধ্যমে ৭ দিনের মধ্যে সকল Claim নিষ্পত্তি করা ও Due Date এ SB/Maturity টাকা বুঝিয়ে দেওয়া। গত ১০ বছরের মধ্যে একটি বীমা দাবিও অনিষ্পত্তিকৃত অবস্থায় পরে নেই অর্থাৎ সকল বৈধ বীমা দাবি পরিশোধিত।

আজ সেই প্রিয় আস্থাভাজন সোনালী লাইফ ইন্সুরেন্স এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী।
🌹শুভ_জন্মদিন।
১০ম প্রতিষ্ঠাবার্ষিকী শুভ জম্মদিনের শুভেচ্ছা জানাই, সোনালীর স্বপ্নদ্রষ্টা আধুনিক বীমা সেক্টরের রূপকার জনাব মোস্তফা গোলাম কুদ্দুস স্যারকে।
আরো আন্তরিক শুভেচ্ছা জানাই অসাধারণ নেতৃত্বের অধিকারী, বীমা শিল্পের চেঞ্জ মেকার, লাখো তরুণের অহংকার,আমাদের প্রাণের স্পন্দন সিইও জনাব মীর রাশেদ বিন আমান স্যার ও সোনালীর সকল ডিরেক্টরসহ সংশ্লিষ্ট সকলকে ।

তাছাড়া সোনালীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল গ্রাহক, শেয়ার হোল্ডার,শুভানুধ্যায়ী, সকল পর্যায়ের কর্মকর্তা ও সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

"আপনাদের এই চিরায়ত সমর্থনে আমরা এগিয়ে যাবো আরোও বহুদূর আর এদেশের বীমা শিল্পকে করবো জনমানুষের কল্যাণে এক নিরাপদ বিনিয়োগের ঠিকানা।"
ইনশাআল্লাহ

শুভ কামনায়-
মোঃ খায়রুল বাশার
Unit manager
সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
সিদ্বিরগঞ্জ মেট্রো-৩৮৭ চিটাগাং রোড, সিদ্বিরগঞ্জ, নারায়ণগঞ্জ

01912-306865

সোনালী জীবন-সুখের জীবন।
www.sonalilife.com

 #ব্যাংক ও লাইফ ইনস্যুরেন্স এর DPS এর মধ্যে পার্থক্যটা আসুন জেনে নেই ---=====================================১। কত বছরের...
28/07/2023

#ব্যাংক ও লাইফ ইনস্যুরেন্স এর DPS এর মধ্যে পার্থক্যটা আসুন জেনে নেই ---
=====================================
১। কত বছরের জন্য DPS করবেন ?
ব্যাংকে - ১০ বছর
লাইফ ইন্স্যুরেন্সে - ১০ বছর।

২। কত হাজার টাকা মাসে জমা করবেন ?
ব্যাংকে - ৫০০০ হাজার
লাইফ ইন্স্যুরেন্সে- ৫০০০ হাজার (সামান্য কিছু
টাকা যোগ করে চিকিৎসা খরচ নেয়া যেতে পারে)

৩। ১০ বছরে কত টাকা জমা দিবেন?
ব্যাংকে - ৬ লাখ টাকা
লাইফ ইন্স্যুরেন্সে - ৬ লাখ টাকা।

৪। কেন জমা করবেন ?
ব্যাংকে জমানো টাকায়- একটি গাড়ি কিনবেন
লাইফ ইন্স্যুরেন্সে জমানো টাকায়- একটি গাড়ি
কিনবেন।

৫। মেয়াদ শেষে কত পাবেন ?
ব্যাংকে - ধরে নিলাম ০৯ লাখ হতে পারে
লাইফেও -ধরে নিলাম ০৯ ± লাখ হতে পারে।

৬। কোন কারনে ১ বছর পর জরুরী টাকার দরকার
এখন কি করবেন?
ব্যাংকে - সার্ভিস চার্জ কেটে নিয়ে আপনার
জমা দেয়া টাকা ফেরত দিয়ে দিবে ।
লাইফ ইন্স্যুরেন্সে - না, আপনি কোন টাকা
ফেরত নিতে পারবেন না ।

৭। আপনার স্বপনের গাড়ি কেনার টাকা ?
ব্যাংক থেকে ফেরত নেয়া টাকা খরচ হয়ে গেল আর
লাইফ ইন্স্যুরেন্সে - অনিচ্ছা সত্যেও জমা হয়ে থাকল।
৮। কঠিন কোন রোগে আক্রান্ত হয়ে গেলেন, তখন ?
ব্যাংক- আপনাকে কিছুই দিবে না
লাইফ ইন্স্যুরেন্স ১.৫ লাখ থেকে ৫ লাখ টাকা ১বার
দিবে চিকিৎসার জন্য। যা আর ফেরত নিবে না।

৯। কঠিন কোন রোগে আক্রান্ত হয়ে আল্লাহ্‌ না করুক
আপনি মারা গেলেন তখন ?
ব্যাংক- যত টাকা জমা দিয়েছেন তার ততোদিনের
লাভ থেকে বার্ষিক টেক্স কেটে আপনার নমিনীকে
দেয়া হবে।
লাইফ ইন্স্যুরেন্স -টেক্স কাটা ছাড়াই পুরো ৬ লাখ
টাকা ও জমাকৃত টাকার লাভ সহ আপনার
নমিনীকে দেয়া হবে ৭দিনে।

১০। জরুরী কিছু টাকার দরকার হলে কার কাছে পাবেন ?
ব্যাংক থেকে ইন্টারেস্ট এর বিনিময়ে লোন নিতে পারবেন।
কোন লাইফ ইন্স্যুরেন্সে-পলিসি শুরুর ৩ বছর পর আপনি ব্যাংকের ক্রেডিট কার্ড পাবেন, যা দিয়ে (৪৫ দিনের ইন্টারেস্ট ফ্রী) যেকোন সময় টাকার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।

১১। কোন এক্সিডেন্টে আপনি সম্পূর্ণ অক্ষম হয়ে গেলেন, তখন ?
ব্যাংকে- হয় আপনাকে DPS বন্ধ করে দিতে হবে নতুবা টাকা জমা দিয়ে যেতে হবে।
লাইফ ইন্স্যুরেন্সে- আপনাকে আর কোন প্রিমিয়াম বা মাসিক কিস্তি জমা দিতে হবে না, লাইফ ইন্সুঃ কোম্পানী তা প্রদান করে যাবে ও মেয়াদ শেষে ০৯.৫ ± লাখ টাকা প্রদান করা হবে।

১২। কোন এক্সিডেন্টে আপনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন ?
ব্যাংক এ-আপনাকে DPS বন্ধ করে দিতে হবে যা টাকা জমা হয়েছে তাঁর লাভ সহ নমিনী পাবেন ১৫% টেক্স ও ভ্যাট কেটে।
লাইফ ইন্স্যুরেন্সে- আপনার DPS সাথে সাথে বন্ধ হয়ে যাবে এবং আপনার নমিনীকে ৭দিনের মধ্যে ১২ লাখ টাকা প্রদান করা হবে।

১৩। টেক্স রিবেট সুবিধা কি ?
ব্যাংক- জুলাই থেকে জুন পর্যন্ত জমাকৃত ৬০ হাজার টাকা পর্যন্ত ১০% আয় কর রিবেট পাওয়া যায়।
লাইফ ইন্স্যুরেন্সে-জুলাই থেকে জুন পর্যন্ত জমাকৃত সকল টাকার ১৫% আয় কর রিবেট পাওয়া যায়।

১৪। ডিস্কাউন্ট কার্ড-
ব্যাংক-কোন ডিস্কাউন্ট কার্ড দেয় না।
কোন লাইফ ইন্স্যুরেন্স- দিয়ে থাকে যা দিয়ে (৫% - ৪০%) বিভিন্ন হাসপাতালে, চাইনিজে, বিভিন্ন দোকানে, হোটেলে, বাইকে, জুয়েলারী ইত্যাদিতে ডিসকাউন্ট সুবিধা পেতে পারেন।
বীমা সঞ্চয় ও ঝুঁকি বহন করে।

এটাই হলো বীমা।
So সিদ্ধান্ত আপনার জীবন ও আপনার।

#প্রয়োজনে কল করুন
01912306865 What's app
01912306865 Imo
01912306865 Messenger

03/07/2023
সোনালী লাইফের সিইও জনাব মীর রাশেদ বিন আমান গত ১৪ মে, ২০২৩ ইং, সোনালী লাইফের প্রধান কার্যালয়ে সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যান...
15/05/2023

সোনালী লাইফের সিইও জনাব মীর রাশেদ বিন আমান গত ১৪ মে, ২০২৩ ইং, সোনালী লাইফের প্রধান কার্যালয়ে সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার আবদুল কুদ্দুস লিটন এবং ব্রাঞ্চ ম্যানেজার রুহুল আমিন টিম এর " বিজনেস মিটিং " - এ বক্তব্য রাখছেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন সোনালী লাইফের সেলস ম্যানেজার জনাব শেখ বদিউজ্জামান রিপন প্রমূখ।

13/05/2023
সম্প্রতি সোনালী লাইফ দাউদকান্দিতে ৩টি মৃত্যু বীমাদাবী পরিশোধ করেছে।দাড়িয়েছে বিপদগ্রস্থ পরিবার গুলির পাশে।  ১। দাউদকান্দি...
13/05/2023

সম্প্রতি সোনালী লাইফ দাউদকান্দিতে ৩টি মৃত্যু বীমাদাবী পরিশোধ করেছে।দাড়িয়েছে বিপদগ্রস্থ পরিবার গুলির পাশে।

১। দাউদকান্দির বাহিরচরের বান্দারগাও গ্রাম। ছাত্রী ছিল রাহাজ্জুম ইসলাম রাইসা। তার বয়স ছিল মাত্র ৬ বছর। রাইসার মা শারমিন, যিনি ছিলেন সোনালী লাইফের একজন গ্রাহক। তিনি তার প্রিয় কন্যা রাখাজ্জুন ইসলাম রাইসার জন্য সোনালী লাইফে ১ লাখ টাকার একটি শিক্ষা বীমা করেছিলেন। ৫টি কিস্তি জমাও দিয়েছিলেন।

কিন্তু গত ৯ মার্চ ২০২৩, শিশু রাহাজ্জুম ইসলাম রাইসাকে অপহরন করে মুক্তিপন দাবী করে দুষ্কৃতকারীরা। অতপর শিশুটিকে হত্যা করা হয়। এ নিয়ে পরবর্তীতে থানায় একটি মামলাও হয়।
সোনালী লাইফ অসহায় মা শারমিন-এর পাশে দাড়াতে বিন্দুমাত্র সময় ক্ষেপন করেনি। কাগজপত্র জমাদানের মাত্র ৩ দিনের মাথায় মৃত্য বীমাদাবীটি পরিশোধ করে সোনালী লাইফ।

২।কুমিল্লার হোমনা উপজেলার শিবপুর গ্রাম। স্কুলে লেখাপড়া করতো সাবাদ মোল্লা। তার বয়স ছিল মাত্র ৬ বছর। এ বছর ২০২৩ সালের ৫ এপ্রিল এক সড়ক দূর্ঘটনায় শিশু সাবাদ মোল্লা মারা যায়।
সাবাদ মোল্লার মা এবং সোনালী লাইফের গ্রাহক খাদিজা আক্তার ছেলে সাবাদ মোল্লার জন্য ১ লাখ টাকার একটি শিক্ষা বীমা করেছিলেন। জমাও দিয়েছিলেন ১৩টি কিস্তি। কাগজ পত্র জমাদানের মাত্র ৩ দিনের মাথায় মৃত্যু বীমাদাবীটি পরিশোধ করে সোনালী লাইফ।

৩। দাউদকান্দির অধিবাসী ছিলেনমোঃ ফারুক।তিনি ছিলেন সোনালী লাইফের একজন গ্রাহক। জনাব ফারুক মাসে ৫ হাজার ৩০ টাকা জমাদানের নিমিত্তে একটা বীমা করেছিলেন এবং জমা দিয়েছিলেন ৬টি কিস্তি। কিন্তু গত ২২ ফেব্রুয়ারী ২০২২, স্ট্রোক করে মারা যান। সোনালী লাইফ তার অঙ্গীকার অনুসারে মৃত মোঃ ফারুকের পরিবারের পাশে এসে দাঁড়ায়। কাগজপত্র জমাদানের মাত্র ৩ দিনের মধ্যে মৃত্য বীমাদাবীর ৩ লাখ ৭৯ হাজার টাকা পরিশোধ করে সোনালী লাইফ।

সোনালী লাইফ বরাবরই একটি গ্রাহক বান্ধব জীবন বীমা কোম্পানী।দাউদকান্দির মৃত্যু বীমাদাবী গুলি ওয়াদা মাফিক সময়মত পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। ৭ দিনে বীমাদাবী এবং ডিউ ডেটে সকল পাওনা পরিশোধের অঙ্গীকার নিয়ে যে যাত্রা শুরু করেছিল সোনালী লাইফ, তা অব্যাহত থাকবে।

সোনালী জীবন,সুখের জীবন।
বিস্তারিত যোগাযোগঃ
01912-306865

সঞ্চয়ে ভবিষ্যত সুরক্ষা নিশ্চিত করতে পারা সবসময়ই স্বস্তিদায়ক। কিন্তু তার সাথে যদি নিশ্চিত হয় ডাবল মুনাফায় দ্বিগুণ প্রাপ্ত...
29/04/2023

সঞ্চয়ে ভবিষ্যত সুরক্ষা নিশ্চিত করতে পারা সবসময়ই স্বস্তিদায়ক। কিন্তু তার সাথে যদি নিশ্চিত হয় ডাবল মুনাফায় দ্বিগুণ প্রাপ্তি?

সোনালী লাইফের সিঙ্গেল প্রিমিয়াম বীমা পরিকল্পে নির্দিষ্ট মেয়াদপূর্তিতে গ্রাহক নির্ভরতার সুরক্ষার পাশাপাশি পাবেন বীমা অংকের দ্বিগুণ অর্থ!

আপনার ও আপনার পরিবারের নিরাপদ আর্থিক ভবিষ্যৎ নিশ্চিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আছে সবসময় আপনার পাশে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
01912-306865

সোনালী লাইফের প্রিভিলেজ কার্ডের পার্টনার এখন দেশব্যাপী টপক্লাস ৪৪+ রেস্টুরেন্ট! কার্ড ব্যবহারে পাওয়া যাবে বিশেষ সুবিধা, ...
11/04/2023

সোনালী লাইফের প্রিভিলেজ কার্ডের পার্টনার এখন দেশব্যাপী টপক্লাস ৪৪+ রেস্টুরেন্ট! কার্ড ব্যবহারে পাওয়া যাবে বিশেষ সুবিধা,
উপভোগ করা যাবে নানা আয়োজন স্পেশাল ছাড়ে!

আপনার ও আপনার পরিবারের নিরাপদ আর্থিক ভবিষ্যৎ নিশ্চিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আছে সবসময় আপনার পাশে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০৯৬৭৮২০০০০৪, ০১৯৭৬৬২৫৪৮৮, ০১৯৭৬৬২৫৪৯৯
01912-306865

08/04/2023

যখন দুনিয়ার মানুষগুলো ২০০০০ টাকা নিয়ে আপনার পাশে দাঁড়ায়,
তখনো বীমা কোম্পানিগুলো কোটি টাকা নিয়ে আপনার জান ও মালের ক্ষতি পূরণ নিয়ে আপনার দরোজায়...তবু কিছু মানুষ বলবে... বীমা করলে টাকা পাওয়া যায় না....??!!।
যোগাযোগঃ 01912-306865

Address

Narayanganj

Telephone

+8801912306865

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khairul Bashar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khairul Bashar:

Share