Broken Heart

Broken Heart তোমার প্রতি আমার অদ্ভুত মায়া !🥺
অথচ তোমার সাথে আমার কিছুই নেই 😅
না সম্পর্ক না সংযোগ !!🙂🥀

একুশে ফেব্রুয়ারী আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায়। এই দিনে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। রক্তরাঙ্...
21/02/2025

একুশে ফেব্রুয়ারী আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায়। এই দিনে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

রক্তরাঙ্গা ২১ শে ফেব্রুয়ারীতে মাতৃভাষা’র মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এ দিনেই সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই জীবন উৎসর্গ করেছিলেন। তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান।

যাঁরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছেন, তাঁদের আত্মত্যাগ চিরকাল আমাদের প্রেরণা হয়ে থাকবে। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।🖤

28/09/2024

"শুভ জন্মদিন প্রিয়নেত্রী 💖
বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করছি
জয় বাংলা জয় বঙ্গবন্ধু 🖤

28/09/2024

শুভ জন্মদিন জননেত্রী 🖤
"বঙ্গবন্ধুকন্যা" দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ❤️

15/09/2024

শৈশব এ জোনাকি কে খুন করেছিলাম তাই পৃথিবী এত অন্ধকার 😅🥀

23/08/2024

পূজার টাকার এক অংশ আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান করল বরিশালের একটি মন্দির!🫂🤍🇧🇩

Broken Heart

22/08/2024
একটা শরীর,১৮/২০ জন পুরুষ,১১৩ টা কাম’ড়ের দাগ,১৫০ গ্রাম বীর্য।জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চে’পে ধরে রাখল...
15/08/2024

একটা শরীর,১৮/২০ জন পুরুষ,১১৩ টা কাম’ড়ের দাগ,১৫০ গ্রাম বীর্য।
জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চে’পে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে র’ক্ত বেরিয়ে আসে?এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চে’পে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।চোখ দিয়ে র’ক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল।চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল,‘আমাকে বাঁচাও,তুমিও তো একটি মেয়ে।’

04/08/2024

"আমার বাবা নেই, ছোট একটা বোন আছে। কেউ দেখে রাইখেন"
পাবনায় আজকে নিহত হওয়া রাফি এর শেষ কথা।

পাবনার শহীদ! ✊

My heart aches. May Allah grant him the big place in Jannah. Rest in peace brother.✊

03/08/2024

আমি জানতাম না, আমরা দেশটাকে এত ভালোবাসি 💖
রেসকোর্স ময়দানের কথা ইতিহাসে পড়েছিলাম আজকে বাস্তবে দেখালাম। ✊❤️🇧🇩

৩'রা আগস্ট, ২০২৪।
কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়।


followers

02/08/2024

মুগ্ধ ছেলেটার অপরাধ ছিলো কি সে পানি দিছিলো এটা যদি ছেলেটার অপরাধ হয় তাহলে বাংলাদেশের প্রতি টা মানুষ অপরাধী।
মুগ্ধদের হাসি কি আপনাদের চোখে ভাসে না 😥
ছেলেটাকে এইভাবে গুলি করে কোনও হত্যা করতে হলো 🥺

05/04/2024

আপনার কি পরিমান ইনকাম এটা জানার কৌতূহল অনেকের। কিন্তু,আপনি কি পরিমান কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজনকেও পাবেন না।🥰

@ শামীম আহমেদ 🙂

Address

Madanpur Bandar
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Broken Heart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share