15/06/2025
মধ্যপ্রাচ্য পুড়ছে, আমরা গুনছি শিয়া-সুন্নির হিসেব!
আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া—একটার পর একটা দেশকে ধ্বংস করে দিয়েছে সাম্রাজ্যবাদ।
এখন রাডারে ইরান।
তারপর?
পাকিস্তান।
তারপর?
সৌদি আরব, তুরস্ক—তালিকা তৈরি।
আর আমরা?
আটকে আছি শিয়া-সুন্নি, মাজহাব-মাসআলার বিভ্রান্তিতে।
ডিভাইড অ্যান্ড রুলের এমন নিখুঁত বাস্তবায়ন ব্রিটিশদের চেয়ে আর কে-ই বা পারে!
আজও তারা আমাদের দিয়ে নিজেদের খেলা খেলছে।
কাশ্মীর আর ফিলিস্তিন জ্বলছে প্রতিনিয়ত।
কিন্তু মুসলিম উম্মাহর নেই কোনো সুস্পষ্ট প্রতিবাদ, নেই কোনো একতাবদ্ধ লড়াইয়ের বিপ্লবী সংকল্প।
এই দেশের কিছু মুফতি সাহেবদের চিন্তা-ভাবনা এখন এমন যে —
“শিয়া আর ইরান থেকে তো বরং ইয়াহুদিরাই ভালো!”
— কী ভয়ংকর আত্মঘাতী চিন্তা!
সময় এসেছে আমাদের জেগে ওঠার।
বিভক্তি নয়, ঐক্যই মুসলিম উম্মাহর অস্ত্র।
কাফির নয়, সত্যিকারের শত্রুকে চিনুন।
“তোমরা পরস্পরে বিবাদে জড়িয়ে পড়ো না, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব বিনষ্ট হয়ে যাবে।” (সূরা আনফাল: ৪৬)