Torik Studio

Torik Studio Official page of. Bin Kader 01888394373 ..Bld O+
(1)

14/11/2024
01/11/2024

আমার সুপ্ত- প্রেম অশ্রু প্রবাহে 'অ-সুপ্ত' হয়ে পড়ে..,
যতই চাপা দেই তীব্র অনুরাগ সুপ্ত প্রেমকে আবার জাগিয়ে তোলে..।

তার ছিপছিপে গড়ন, আচার মাধুর্য আমার জন্য যেন এক মহা 'শাস্তি'..।

যাবতীয় সৌন্দর্য তার কাছেই ধরা দিল,
সৌন্দর্যে সে ইউসুফ হল, দু:খে যেন আমি হলাম ইউসুফের বাবা।

নিজের প্রিয়'র চেহারাকে আগুনে ঝলসে দেয়া হে প্রিয়!
একটু থামো..। আমার অশ্রু তার চেহারাকে, তোমার আগুনকে নিভিয়ে ছাড়বে।

এই আগুন দিয়ে আমার দেহ, সর্বাঙ্গ জ্বালিয়ে দাও..।

আমার হৃদয়ের প্রতি একটু করুন করো,
তুমি এতেই (আমার হৃদয়ে) থাকো।

আর যদি কোন আশিক তোমার প্রতি আমার আবেগ না বুঝে...

তাহলে আমিই তো সেই আবেগ,আবেগের সন্তান, আবগের পিতা।

04/10/2024

ইদানিং মানুষ রাজনীতি নিয়ে সম্পর্ক ছিন্ন করছে! আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে! সহজ থেকে কঠিন হচ্ছে! আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে! কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না! ব্যাক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে! স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে! স্ট্রেইট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে! উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবী করছে!

কিন্তু সবাই কেন জানি 'মানুষ' হতে ভুলে যাচ্ছে!

 #নববধু বিয়ে হয়ে সবেমাত্র শ্বশুর বাড়িতে এসেছে। দাদী শাশুড়ী এসে কানে কানে বললো, আমার একজন পুতি চাই। নবুবধু লজ্জা মিশ্রিত ...
10/09/2024

#নববধু বিয়ে হয়ে সবেমাত্র শ্বশুর বাড়িতে এসেছে। দাদী শাশুড়ী এসে কানে কানে বললো, আমার একজন পুতি চাই।

নবুবধু লজ্জা মিশ্রিত মুচকি হেসে বললো, দোয়া করেন।
একটু পর শাশুড়ি এসে বললো, আমার একজন নাতি চাই।
নববধু মাথা নেড়ে আশ্বাস দিলো।

কিছুক্ষণ পর ননদ এসে বললো, আমার একটা ভাইপো চাই। নববধু স্মিত হেসে বললো, সবর কর না বাপু। একটু সময় তো লাগবে নাকি?
অবাক কান্ড! স্বামী বাসর ঘরে ঢুকেই বলছে, আমার দ্রুত বেবি চাই। কথা শুনে নববধূ একটু বিস্মিত চোখে চেয়ে ফিসফিস কন্ঠে বললো, তোমাদের পরিবার কি পাগল নাকি?

কেন?
সবাই যে দাবি করছো ভালো। কিন্তু দাবি কি এখনই পূরণ সম্ভব? দাবি পূরণের জন্য আল্লাহর রহমত এবং যৌক্তিক সময় তো লাগবে নাকি? তোমাদের দাবি শুনে মনে হচ্ছে, সাথে করে নাতি-পুতি, ভাইপো এবং তোমার জন্য বেবি ব্যাগে করে নিয়ে এসেছি। "তোমরা চাহিবামাত্র আমি দিতে বাধ্য থাকিব।"

গল্পের শিক্ষা:
প্রত্যাশা ঠিক আছে এবং দাবিও ঠিক আছে। কিন্তু এসবের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সময় পর্যন্ত অপেক্ষা না করে আন্দোলন শুরু করলেই কি নববধুর পক্ষে দাবি পূরণ সম্ভব?

বুঝলে বুঝতা,না বুঝলে ...........?

07/09/2024

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! নিস্তব্ধ অনুভূতি

02/09/2024

ধান চারা যখন,করিলাম রোপণ,
তখনই বৃষ্টির ঢল।
ধান চারা সবি,ডুবে যাবে নাকি,
কৃষাণাঁখি টলমল।

বিজয়ের পর দিন  #জাতীয়_সংসদ_ভবন
06/08/2024

বিজয়ের পর দিন #জাতীয়_সংসদ_ভবন

05/08/2024

বাংলাদেশে কোন ভাবেই যেন অমুসলিমদের উপরে আক্রমণ করা না হয়। তাদের মন্দির ধর্মীয় স্থান যেন নিরাপদ থাকে। যদি এর উল্টো কিছু হয়। তাহলে বিশ্বের দালাল মিডিয়া গুলো মিথ্যা অপপ্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেবে বিশ্বের কাছে।

আ...লীগের সমর্থক যদি কোন অমুসলিম থাকে তবুও তাদের উপরে চড়াও হবেন না। কারণ মিডিয়া এইটাকে হিন্দু মুসলিম করে অপপ্রচার করবে এবং করছে । তাই সাবধান! বুদ্ধিবৃত্তিক ভাবে পরিবেশ শান্ত করুন সহিংসতা না। এখন গঠন করার সময়। অমুসলিমরা যে দলের হোকনা কেন তাদের শতভাগ নিরাপত্তা দিন। অনুরোধ করছি এখন বাংলাদেশের সাধারন মানুষের জান-মাল এর নিরাপওার দায়িত্ব আপনাদের সবার নিতে হবে যেহেতু থানায় কেও থাকবে না
কোন অসাধু চক্র যাতে কোন পরিবার এর ক্ষতি না করতে পারে বিশেষ করে রাতে এই বিজয় অনেক সম্মানের ।

আলেম সমাজ ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেন।

Address

Dhaka
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Torik Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Torik Studio:

Share