
25/10/2020
Hatim
Broadcast Channel: Star Plus
Year: 2003-2004
Genre: Action - Fantasy - Adventure
No of Episodes: 47
IMDb: 8.6/10
Personal rating: ❤/10
Available On 🎬Crazyflix. Xyz🎬
রিভিউর আগে কিছু কথায় আসি। আপনি যদি '৯০ দশকের বাচ্চাদের বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা করেন, তাহলে একটা ক্যাটাগরি এমন পাবেন যে কিছু পার্টিকুলার সিরিজ দেখে তারা বড় হয়েছে, এবং সেই সিরিজগুলোর নাম তাদের এক বাক্যে মুখস্থ। Son Pari, Sharrarat, Shaka Laka Boom Boom, Karma, SShhhhh...Koi Hain আরো অনেক। এই ক্যাটাগরির দর্শকদের মধ্যে এমন কেউ নেই হয়তোবা যারা এইটা দেখেন নি। তাই যারা অলরেডী দেখেছেন তাদের বিস্তারিত এর সাথে আর পরিচয় দেয়ার কোনো প্রয়োজন নেই ।
গল্পের প্লটঃ পুরো সিরিজটি মূলত ইয়েমেনের রাজপুত্র হাতিম আর জাফফার এর বাদশা দাজ্জালকে কেন্দ্র করে বানানো । হাতিম, যে ছিলো সত্য আর শান্তির প্রচারক। অপরদিকে দাজ্জাল ছিলো শয়তানের কালো জাদুর গোলাম , যে ছোটবেলা থেকেই জাফফার এর রাজার শয়তান গোলাম নাজুমির সাহচর্যে শয়তানের দিকনির্দেশনায় বড় হয়েছে। বড় হবার পর দাজ্জাল তার শয়তানি রাজ্য প্রতিষ্ঠার জন্যে দূর্গাপুর এর রাজকন্যা "সুনেনা" কে বিয়ে করতে চাইলে সে অস্বীকার করে, ফলশ্রুতিতে তার ভাইকে পুরোপুরি পাথরের পুতুল বানিয়ে দেয় দাজ্জাল।, আর বিয়ের জন্যে সাত মাসের সময় বেধে দেয়। পারিস্থথানের বাদশার কথামতো সুনেনার ভাইকে সুস্থ করার জন্যে সাত মাসের মধ্যে দাজ্জালের "সাত প্রশ্নের উত্তর" খুঁজতে বের হয়ে যায় হাতিম । হাতিম সাত প্রশ্নের উত্তর কীভাবে বের করে এইটা দেখার জন্যে চট করে দেখে ফেলতে হবে আপনার সিরিজটি।
আমার কিছু কথাঃ এই সিরিজটি পুরোপুরি ফ্যান্টাসি সিরিজ, সুতরাং বাস্তবের সাথে পুরোপুরি কোনো মিল নেই। তাই এতে কোনো ধরনের লজিক খোঁজা ভুল হবে । যারা পুরোপুরি নতুন দেখবেন তাদের কাছে খুবই পটেটো ভি এফ এক্স মনে হবে, মনে হওয়াটাও স্বাভাবিক। তবে এইটাও মাথায় রাখা প্রয়োজন ১৭ বছর আগের একটা টিভি সিরিজ থেকে এর চেয়ে ভালো ভি এফ এক্স আশা করাটাও ভুল। তবে এর ষ্টোরি বিল্ড আপ , আর মূহুর্তে মূহুর্তে এডভেঞ্চার, আপনাকে এক মূহুর্তও বোরিং করবে না এতোটুকু বলতে পারি । সুতরাং এই লকডাউনে এ যারা বাসায় বসে বোর হচ্ছেন, তারা একটু টাইম পাসের জন্যে আবার ফেলে আসা সেই সময়গুলোর একটু হলেও স্বাধ নিতে পারবেন আশা করি।
হ্যাপি ওয়াচিং ^_^