CrazyFlix

CrazyFlix Watch Online Movies Free Download, Fast Stream Movies without Buffering, Latest Bollywood Movies, La

HatimBroadcast Channel: Star Plus Year: 2003-2004Genre: Action - Fantasy - AdventureNo of Episodes: 47IMDb: 8.6/10Person...
25/10/2020

Hatim
Broadcast Channel: Star Plus
Year: 2003-2004
Genre: Action - Fantasy - Adventure
No of Episodes: 47
IMDb: 8.6/10
Personal rating: ❤/10
Available On 🎬Crazyflix. Xyz🎬

রিভিউর আগে কিছু কথায় আসি। আপনি যদি '৯০ দশকের বাচ্চাদের বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা করেন, তাহলে একটা ক্যাটাগরি এমন পাবেন যে কিছু পার্টিকুলার সিরিজ দেখে তারা বড় হয়েছে, এবং সেই সিরিজগুলোর নাম তাদের এক বাক্যে মুখস্থ। Son Pari, Sharrarat, Shaka Laka Boom Boom, Karma, SShhhhh...Koi Hain আরো অনেক। এই ক্যাটাগরির দর্শকদের মধ্যে এমন কেউ নেই হয়তোবা যারা এইটা দেখেন নি। তাই যারা অলরেডী দেখেছেন তাদের বিস্তারিত এর সাথে আর পরিচয় দেয়ার কোনো প্রয়োজন নেই ।

গল্পের প্লটঃ পুরো সিরিজটি মূলত ইয়েমেনের রাজপুত্র হাতিম আর জাফফার এর বাদশা দাজ্জালকে কেন্দ্র করে বানানো । হাতিম, যে ছিলো সত্য আর শান্তির প্রচারক। অপরদিকে দাজ্জাল ছিলো শয়তানের কালো জাদুর গোলাম , যে ছোটবেলা থেকেই জাফফার এর রাজার শয়তান গোলাম নাজুমির সাহচর্যে শয়তানের দিকনির্দেশনায় বড় হয়েছে। বড় হবার পর দাজ্জাল তার শয়তানি রাজ্য প্রতিষ্ঠার জন্যে দূর্গাপুর এর রাজকন্যা "সুনেনা" কে বিয়ে করতে চাইলে সে অস্বীকার করে, ফলশ্রুতিতে তার ভাইকে পুরোপুরি পাথরের পুতুল বানিয়ে দেয় দাজ্জাল।, আর বিয়ের জন্যে সাত মাসের সময় বেধে দেয়। পারিস্থথানের বাদশার কথামতো সুনেনার ভাইকে সুস্থ করার জন্যে সাত মাসের মধ্যে দাজ্জালের "সাত প্রশ্নের উত্তর" খুঁজতে বের হয়ে যায় হাতিম । হাতিম সাত প্রশ্নের উত্তর কীভাবে বের করে এইটা দেখার জন্যে চট করে দেখে ফেলতে হবে আপনার সিরিজটি।

আমার কিছু কথাঃ এই সিরিজটি পুরোপুরি ফ্যান্টাসি সিরিজ, সুতরাং বাস্তবের সাথে পুরোপুরি কোনো মিল নেই। তাই এতে কোনো ধরনের লজিক খোঁজা ভুল হবে । যারা পুরোপুরি নতুন দেখবেন তাদের কাছে খুবই পটেটো ভি এফ এক্স মনে হবে, মনে হওয়াটাও স্বাভাবিক। তবে এইটাও মাথায় রাখা প্রয়োজন ১৭ বছর আগের একটা টিভি সিরিজ থেকে এর চেয়ে ভালো ভি এফ এক্স আশা করাটাও ভুল। তবে এর ষ্টোরি বিল্ড আপ , আর মূহুর্তে মূহুর্তে এডভেঞ্চার, আপনাকে এক মূহুর্তও বোরিং করবে না এতোটুকু বলতে পারি । সুতরাং এই লকডাউনে এ যারা বাসায় বসে বোর হচ্ছেন, তারা একটু টাইম পাসের জন্যে আবার ফেলে আসা সেই সময়গুলোর একটু হলেও স্বাধ নিতে পারবেন আশা করি।

হ্যাপি ওয়াচিং ^_^

Shudh desi Romance (2013)IMDb : 5.8/10Personal : 8/10Genres: Romance/ DramaAvailable On CrazyFlix“A Thrilling Love Story...
05/10/2020

Shudh desi Romance (2013)
IMDb : 5.8/10
Personal : 8/10
Genres: Romance/ Drama
Available On CrazyFlix

“A Thrilling Love Story that Will make You Laugh loud”

আমার মতে কাই প চি এর পরে সুশান্তের “শুদ্ধ দেশী রোম্যান্স” এর সাফল্য তাকে বলিউডে একটা আলাদা জায়গা করে নিতে সাহায্য করেছিল।মুভিটি নির্মিত হয়েছিল ইয়াশ রাজ ফিল্মস এর ব্যানারে।তখনকার সময়ে কিছুটা আলাদা গল্প নিয়ে নির্মিত এই মুভিটি ক্রিটিক্স ধারা প্রসংসিত হয় এবং বক্স অফসেও হিট হয়।

শুদ্ধ দেশী রোম্যান্স মুভিটি পরিচালনা করেছিল মনীশ শর্মা।অভিনয়ে ছিল সুশান্ত সিং রাজপুত, পরিণীতি চোপড়া এবং নবাগত বণী কাপুর, রিশি কাপুর সহ আরও অনেকে।রিশি কাপুর এর অভিনয় আমার সবসময় ভাল লাগে।এই মুভি দেখে সুশান্ত, আর রিশি কাপুর দুইজনকে আবার নতুন করে মিস করবেন আপনারা।মুভিটি বনি কাপুরের ডেব্যু মুভি হলেও অভিনয় ভালই করেছিল মেয়েটা সাথে পরিণীতি চোপড়াও তাদের সাথে তাল মিলিয়ে ভাল অভিনয় করেছিল। মুভিটির শুটিং রাজস্থানে করা হয়েছিল তাই লোকেশন টা খুব ভাল লেগেছিল আমার।

শুদ্ধ দেশী রোম্যান্স মুভিটি মূলত তিন জন সাধীনচেতা মানুষের কাহিনি নিয়ে নির্মিত।মুভিটি তখনকার সময়ে কিছুটা ভিন্ন ছিল।তাইত এই মুভিটি ২০১৩ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গালা উপস্থাপনা বিভাগে প্রদর্শিত হয়।এই মুভির সবচেয়ে আমার ভাল লেগেছে মুভির কমেডি ডাইলগ গুলা।

প্লটঃ সুশান্ত সিং রাজপুত যিনি কিনা রাজস্থানের জয়পুরের একজন পর্যটক গাইড এবং সে বিয়ের আগে তাঁর জীবনে প্রেম চান।কিন্তু প্রেম এর আগেই তার সাথে বিয়ে ঠিক হয় বনি কাপুরের।সুশান্ত সিং রাজপুত অনাথ হওয়াতে তার বিয়ের জন্য বরযাত্রী ভাড়া করে।আর সেখানে তার পরিণীতি চোপড়ার সাথে দেখা হয় যে কিনা পেশায় একজন শিক্ষক তবে মাঝে মাঝে টাকার বিনিময়ে অন্যের বরযাত্রী হওয়ার কাজ করে।ঝামেলা টা শুরু হয় পরিণীতি চোপড়াকে দেখার পরেই।কারন সুশান্তর তাকে দেখে ভাল লেগে যায় এবং বিয়ে করতে ভয় পাওয়া শুরু করে।সে আর কোন উপায় না দেখে তার বিয়ের দিন সে পালিয়ে যায়।পালিয়ে যাওয়ার কিছুদিন পর তার আবার পরিণীতি চোপড়ার সাথে দেখা হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।তারপর তারা ঠিক করে একে অপরকে বিয়ে করবে।কিন্তু বিয়ের দিন আবার পরিণীতি চোপড়া পালিয়ে যায়।তারপরের টুকু জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে।

মুভিটা আমার কাছে এন্টারটেইনমেন্ট এর জন্য পার্ফেক্ট মনে হল।সো যারা এখনো দেখেন নি দেখে নিতে পারেন সুশান্তের এই রোমান্টিক কমেডি মুভিটি।

Movie: Generation Aami (২০১৮) Type: Social DramaIMDB: 7.6অভিনয়ঃ শান্তিলাল মুখার্জি, অপরাজিতা আঢ্যা, ঋতব্রত, সৌরসেনি।ডিরে...
30/09/2020

Movie: Generation Aami (২০১৮)
Type: Social Drama
IMDB: 7.6
অভিনয়ঃ শান্তিলাল মুখার্জি, অপরাজিতা আঢ্যা, ঋতব্রত, সৌরসেনি।
ডিরেক্টরঃ মৈনাক ভৌমিক

জেনারেশন আমি -- আমাদের তরুণ প্রজন্মের গল্প।

গল্পটা যেন ঠিক আমাদের প্রত্যেকের বেড়ে উঠার বয়সটাকে রিপ্রেজেন্ট করে। আপনি হয়তো ইংলিশ মুভি/ টিভি সিরিজের ফ্যান হয়ে ভ্রু কুচকাতে পারেন --- এতো সেই কলকাতার বাংলা মুভি বলে!!

কিন্তু একটা কথা হলফ করে বলা যায়; দুই প্রজন্মের মধ্যে জেনারেশন গ্যাপ নিয়ে এত চমতকার ছবি নিকট অতীতে খুব কম হয়েছে।

ছবির মূল চরিত্র-- অপু...সামনে স্কুল ফাইনাল।
বাবা মায়ের একমাত্র সন্তান। বড় হয়ে ওঠার পরেও কোচিং, এক্সামে মা সাথে করে নিয়ে যায়। ফ্রেন্ডদের সাথে মিশতে দেয় না।
বাবা মায়ের কাছে অপুর মনের ইচ্ছেগুলো শেয়ার করতে পারে না।

তাইতো অপুর ভাষায়- সে অনেকটা বাচ্চাই রয়ে যায়; চৌবাচ্চা হয়ে উঠা আর হয় না।
অপুর জীবনে আশীর্বাদ হয়ে আসে তার ছোট দিদি; দুর্গা। অপুর জেঠুর মেয়ে।

দুর্গার বাবা- মা তাদের মতো বিজি। মেয়েটার কথা শোনার এতটুকু সময় নেই তাদের ।
ওদিক দিয়ে দুর্গার রিলেশনশিপ স্ট্যাটাসও বেশ Complicated....... এই দুর্গাই হয়ে উঠে অপুর বেস্ট ফ্রেন্ড।

হঠাত দুর্গার একটা হুটহাট কাজ অপুর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
দুই জেনারেশনের দন্দ্ব এর বিষয়গুলো নিয়ে ভাবার খোরাক দিবে মুভিটা.

অভিনয়ের কথা বলতে হয়--- পিচ্চি ছেলেটা আই মিন ঋতব্রত বেশ ফাটিয়ে দিয়েছে। ছোটদির পার্টে মেয়েটাও ন্যাচারাল ছিলো।
কিন্তু ওদের ডায়ালগ ডেলিভারি বেশি ফার্স্ট। ধরা যায় না অনেক শব্দ।

পুরো মুভিটা Crazyflix ওয়েবসাইটেই পাবেন।

Movie - TitanicDirector - James CameronIMDB - 7.8/10Personal Rating - 10/10Country - USALanguage - English+Hindi Availab...
03/09/2020

Movie - Titanic
Director - James Cameron
IMDB - 7.8/10
Personal Rating - 10/10
Country - USA
Language - English+Hindi
Available On CrazyFlix. xyz
প্রকৃত ঘটনা -
Greek mythology এর দেবতা Titan এর নামানুসারে একটি ব্রিটিশ জাহাজের নাম রাখা হয় Titanic. জাহাজটি ১০ এপ্রিল, ১৯১২ সালে Southampton থেকে New York এর পথে যাত্রা শুরু করে। কিন্তু ১৫ এপ্রিল, ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে একটি iceburg এর সাথে ধাক্কা লেগে জাহাজটি মহাসাগরে ডুবে যায়। জাহাজটিতে আনুমানিক ২,২২৪ জন যাত্রী ও ক্রু ছিলেন যাদের মাঝে ১,৫০০ এর বেশি লোক মারা যান। Titanic জাহাজটি নির্মান করেন Belfast এর Harland & Wolf শিপইয়ার্ড। Thomas Andrews, যিনি Harland & Wolf এর Chief Naval Architect এবং Titanic এর ক্যাপ্টেন Edward Smith ও জাহাজডুবিতে প্রাণ হারান। বিশ্বের কিছু ধনী ব্যক্তি এ জাহাজে ভ্রমন করছিলেন। Great Britain, Ireland এবং Scandinavia এর কিছু emigrants ও USA যাচ্ছিলেন একটি নতুন জীবন শুরু করার আশায়। জাহাজটিতে অত্যাধুনিক সব ব্যবস্থা থাকা সত্ত্বেও এটি আটলান্টিক মহাসাগরে ডুবে যায়।
১৯৯৭ সালে নির্মম এ ঘটনা নিয়ে হলিউডে নির্মিত হয় Titanic মুভিটি। লিড রোলে ছিলেন লিওনার্দো ডি ক্যপ্রিও ( জ্যাক) এবং কেট উইন্সলেট ( রোজ)। প্লাস পয়েন্ট হিসেবে ছিলো Celine Dione এর বিখ্যাত গান " My Heart Will Go On & On ". ঐতিহাসিক ঘটনা এবং রোমান্সের মিশ্রণে James Cameron তৈরি করেন এ অসাধারণ মাস্টারপিসটি। ২০০ মিলিয়ন ডলারে নির্মিত মুভিটি বক্স অফিসে আয় করে ২.১৯৪ বিলিয়ন ডলার।
মুভিটি ১১টি বিভাগে অস্কার পায় -
1. Best Picture
2. Best Director
3. Best Art Director
4. Best Cinematography
5. Best Visual Effects
6. Best Film Editing
7. Best Costume Design
8. Best Sound Mixing
9. Best Sound Editing
10. Best Original Dramatic Score
11. Best Original Song
মুভির বিখ্যাত কিছু ডায়লগ -
* " Jack, I'm flying " - Rose
* " I'm the king of the world " - Jack
* Jack - " Where to, Miss? "
Rose - " To the stars "
* " I'll never let go, Jack. I'll never let go " - Rose
* " A woman's heart is a deep Ocean of secrets " - Rose
* I figure life is a gift and I don't intend on wasting it " - Jack
* "When you got nothing, you got nothing to lose " - Jack
হলিউডের রোমান্টিক মুভির লিস্ট করলে Titanic এর নাম অবধারিতভাবে থাকবেই। যদি আপনি এই মুভি দেখে থাকেন তবে এর ক্লাস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আর যদি দেখে না থাকেন তবে দেরি না করে দেখে ফেলুন।

মুভির নামঃ কাল হো না হোকাস্টঃ শাহরুখ খান,প্রীতি জিনতা,সাইফ আলি খান,জয়া বচ্চনImdb: ৮/১০পারসোনাল রেটিংঃ ৯.৫/১০পরিচালকঃ নিখ...
28/08/2020

মুভির নামঃ কাল হো না হো
কাস্টঃ শাহরুখ খান,প্রীতি জিনতা,সাইফ আলি খান,জয়া বচ্চন
Imdb: ৮/১০
পারসোনাল রেটিংঃ ৯.৫/১০
পরিচালকঃ নিখিল আদভানি
কাল হো না হো,ধর্ম প্রোডাকশনের অন্যতম সেরা ব্লকবাস্টার মুভি।কারান জোহারের লেখা কাহিনীতে নিখিল আদভানির সিনেমা।শাহরুখ,প্রীতি জিনতা ও সাইফ আলি খানের নিয়ে নির্মিত মুভি।
কাহিনীর ব্যাপারে বলতে গেলে কাহিনীটা সুন্দর।রোমান্টিক জনরার মুভি হলেও জীবন সম্পর্কিত কিছু লেসন আছে যা খুব ক্ষুদ্র পরিসরে আলোচনা করা হয়েছে।কিন্তু আপাত পক্ষে কাহিনীটা সুন্দর ও সাবলীল।মুভিতে শাহরুখ খানের ক্যারেক্টারের নাম "আমান"। সে একজন কার্ডিয়াক রোগী।তার আর বেশিদিন বেচে থাকার সম্ভাবনা নেই।সে চিকিৎসার জন্য নিউইয়র্ক আসে।নিউইয়র্ক এসে দেখা হয় নায়না(প্রীতি জিনতা) এর সাথে।নায়নার ফ্যামিলিতে বিভিন্ন সমস্যা রয়েছে।সে এই সমস্যা গুলো ফেস করতে করতে নিজেও অনেক ডিপ্রেসড।আর আমান হলো খুব আনন্দমনা একটা ছেলে।সে নিজের জীবনকে খুব উপভেগ করে।তার কাছে প্রতিটি সমস্যারই সুন্দর সমাধান আছে।সে নায়নার জীবনে এসে নায়না অসহনীয় জীবনটাকে সুন্দর করে তোলে।নায়না আমানকে ভালোবেসে ফেলে।আমানও নায়না কে ভালোবেসে ফেলে।কিন্তু আমান জানতো যে সে বেশিদিন বাঁচবেনা।তাই নায়নাকে তার ভালোবাসার কথা বলেনি।এদিকে নায়নার বন্ধু রোহিত(সাইফ আলি খান) কিছুটা ওভারস্মার্ট ও কুল টাইপের।সে নায়নাকে ভালোবাসে।কিন্তু নায়না আমানকে ভালোবাসে জানতে পেরে সে নিজের ভালেবাসাকে ভোলার চেষ্টা করে।কিন্তু আমান নায়নাকে কষ্ট না দেওয়ার জন্য নায়নার সাথে রোহিতের সম্পর্ক তৈরী করার চেষ্টা করে।আমানে নায়নাকে মিথ্যা কথা বলে যে সে বিবাহিত।কিন্তু সে বিবাহিত নয়।এই মিথ্যা বিশ্বাস করে নায়না ও রোহিতকে ভালোবাসতে শুরু করে।তাদের বিয়ে ঠিক হয়।এদিকে আমানের শারীরিক অবনতি হতে শুরু হয়।এক পর্যায়ে নায়না সব সত্য জানতে পারে।কিম্তু তখন হাসপাতালে যেয়ে আমানের সাথে দেখা করে।কিন্তু আমান তাদের মিলিয়ে দিয়ে মারা যায়।এই হলো কাহিনী।আমান নিজের ভালোবাসাকে ভুলে রোহিতের সাথে নায়নার সম্পর্ক গড়ে তোলাতে সাহায্য করে কারণ সে চায় না নায়না তাকে ভালোবেসে তাকে অকালেই হারাক।এই হলো কাহিনী।
যারা রোমান্টিক ও ফ্যামিলি ড্রামা পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগবে।আমান চরিত্রটা অনেক অনুপ্রেরণাদায়ক সেটা প্রেমের ক্ষেত্রে নয় জীবনকে সুন্দর করে তোলার ক্ষেত্রেও।
অভিনয়ের দিক থেকে সবার অভিনয় ভালো ছিলো।শাহরুখের এক্টিং অনবদ্য ছিলো।আমার মতে শাহরুখের অভিনীত অন্যতম সেরা সিনেমা এটি।প্রীতি ও সাইফ উভয়ের এক্টিং ভালে ছিলো।গান গুলো আমার খুব ভালো লেগেছে।বিশেষ করে টাইটেল সংটা।পরিচালনা ও সিনেমাটোগ্রাফি ভালো ছিলো।কারান জোহার পরিচালনা করলে কেমন হতে জানিনা? তবে কারান জোহার এক ইন্টারভিউতে খুব আফসোস করেছিলো এই মুভিটা পরিচালনা না করাই।ওই সময়কার অন্যতম হিট সিনেমা এটি।বক্স অফিসেও ভালে ইনকাম করেছিলো।
শেষে মুভিতে শাহরুখ খানের একটি ডায়লগ বলে শেষ করবো যা কালজয়ী ডায়লগ,
" জিও,খুশ রাহো,মুসকুরাও
ক্যায়া পাতা,কাল হো না হো"

Happy Watching ❤

Movie Review:Om Shanti Om (2007)Genre: Romance, DramaRelease: November 7, 2007Cast: Shahrukh Khan, Deepika Padukone, Arj...
24/08/2020

Movie Review:
Om Shanti Om (2007)
Genre: Romance, Drama
Release: November 7, 2007
Cast: Shahrukh Khan, Deepika Padukone, Arjun Rampal, Shreyas Talpade, Kirron Kher and many more
IMDb Rate: 6.7/10
Personal Rate: 9/10
# হালকা_স্পয়লার
সালটা ২০০৭, আমার বয়স ৫ বছর। তখন তো আর বর্তমান সময়ের মতো ইউটিউবে গান শোনার চল ছিলোনা। তখন ডিভিডি প্লেয়ারে গান শুনতাম। তখন আমি এই ওম শান্তি ওমের দিওয়ানগি, হিমেশের নাম হে তেরা তেরা সহ ওই সময়ের নানা গান শুনতাম আর নাচানাচি করতাম।
যাই হোক এবার আসল কথায় আসা যাক, ওম শান্তি ওম রিলিজ পায় ২০০৭ সালে। এই মুভির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক ঘটে দীপিকা পাড়ুকোনের। দীপিকা এই ওম শান্তি ওমের আগে হিমেশের নাম হ্যা তেরা তেরা গানের মডেল হিসেবে ছিলেন। এই গানের মডেল হিসেবে দেখে ওম শান্তি ওম মুভির পরিচালক ফারাহ খান তাকে এই মুভির জন্য নমিনেট করে। এইভাবে দীপিকার বলিউডে পথচলা শুরু হয়।
এবার আসা যাক এই মুভির কাহিনীর দিকে, ৭০ এর দশকে ওম প্রকাশ (শাহরুখ খান) একদিন ঋষি কাপুরের গানের শুটিং দেখতে যায়, পরে সে ঋষি কাপুরের গান দেখে তার অভিনয় করার পোকা উঠে, কিন্তু সে অভিনয় করলেও সে আসল অভিনেতা নয়, সে একজন জুনিয়র আর্টিস্ট। সে বিভিন্ন মুভিতে একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে সবসময়ে কাজ করে। তার মা( কিরণ খের) সেও অভিনয় পাগল আর তার বন্ধু পাপ্পু (শ্রেয়াস তালপাড়ে) তাকে উপদেশ দেয় অভিনয় করার জন্য। একসময়ে ওমের পরিচয় হয় শান্তিপ্রিয়া (দীপিকা পাড়ুকোন) এর সাথে। সেও অভিনেতা আর সে মুকেশ মেহরা (অর্জুন রামপাল) এর মুভিতে কাজ করে। একদিন ওম শান্তির মেকাপ রুমে যায় এবং ওম ওই রুমের ছোট জানালায় উঁকি মেরে দেখছিলো এবং তখন ওম জানতে পারে যে শান্তি মুকেশ এর হবু স্ত্রী আর শান্তিকে মুকেশ বলে দেয় যে সে ওম শান্তি ওম এর জন্য নায়িকা হবে।
মুকেশ তাকে সেই শুটিং সেটে নিয়ে যায় আর তাকে বলে যে এই সেটের ঝাড়বাতির নিচে হবে তাদের বিয়ে। এরপর কিছুক্ষন পরে মুকেশ তার সিগারেটের লাইটার দিয়ে পুরো শুটিং সেটটিকে আগুনে জ্বালিয়ে দেয়। এভাবে শান্তির মৃত্যু হয় এবং মৃত্যু হয় ওমের। কিন্তু তখন জন্ম হয় রাজেশ কাপুরের (জাওয়েদ শাইখ যার নাম আমি উল্লেখ করিনি) পুত্র ওম কাপুরের।
এবার আসা যাক এক্টিং নিয়ে
আমার শাহরুখের অভিনয় ভালো লাগে। সে তার রোমান্টিক অবতারের জন্য তিনি বলিউডের বাদশাহ খেতাব পেয়েছেন। আর দীপিকার অভিনয় কি আর বলবো, Mind Blowing!
এবার গানের কথায় আসা যাক, গানগুলোও অসাধারণ। দিওয়ানগি, ধুম তানা, ম্যায় আগার কাহু, জাগ সুনা সুনা গানগুলো এখনো আমার কানে বাজে।
শেষে এই মুভির কিছু ডায়লগ দিয়ে শেষ করব,
১."কেহতে হ্যা, আগার কিসি চিজ কো দিল সে চাহো, তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি কোশিস মে লাগ যাতি হ্যা
২. "হামারে জিন্দেগীকে তারাহ ফিল্মমো মে এন্ড তাক সাব ঠিক হো যাতা হ্যা, Happy's Endings. অর আগার নাহি হুয়া, তো ও The End নাহি হ্যা, পিকচার আভি বাকি হ্যা মেরে দোস্ত।"

13/08/2020

IMDB: 7.2/10 On behalf of “oppressed bugs everywhere,” an inventive ant named Flik hires a troupe of warrior bugs to defend his bustling colony from a horde of freeloading grasshoppers led by the evil-minded Hopper.

সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা 🌙
31/07/2020

সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা 🌙

Address

Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when CrazyFlix posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CrazyFlix:

Share