24/08/2020
Movie Review:
Om Shanti Om (2007)
Genre: Romance, Drama
Release: November 7, 2007
Cast: Shahrukh Khan, Deepika Padukone, Arjun Rampal, Shreyas Talpade, Kirron Kher and many more
IMDb Rate: 6.7/10
Personal Rate: 9/10
# হালকা_স্পয়লার
সালটা ২০০৭, আমার বয়স ৫ বছর। তখন তো আর বর্তমান সময়ের মতো ইউটিউবে গান শোনার চল ছিলোনা। তখন ডিভিডি প্লেয়ারে গান শুনতাম। তখন আমি এই ওম শান্তি ওমের দিওয়ানগি, হিমেশের নাম হে তেরা তেরা সহ ওই সময়ের নানা গান শুনতাম আর নাচানাচি করতাম।
যাই হোক এবার আসল কথায় আসা যাক, ওম শান্তি ওম রিলিজ পায় ২০০৭ সালে। এই মুভির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক ঘটে দীপিকা পাড়ুকোনের। দীপিকা এই ওম শান্তি ওমের আগে হিমেশের নাম হ্যা তেরা তেরা গানের মডেল হিসেবে ছিলেন। এই গানের মডেল হিসেবে দেখে ওম শান্তি ওম মুভির পরিচালক ফারাহ খান তাকে এই মুভির জন্য নমিনেট করে। এইভাবে দীপিকার বলিউডে পথচলা শুরু হয়।
এবার আসা যাক এই মুভির কাহিনীর দিকে, ৭০ এর দশকে ওম প্রকাশ (শাহরুখ খান) একদিন ঋষি কাপুরের গানের শুটিং দেখতে যায়, পরে সে ঋষি কাপুরের গান দেখে তার অভিনয় করার পোকা উঠে, কিন্তু সে অভিনয় করলেও সে আসল অভিনেতা নয়, সে একজন জুনিয়র আর্টিস্ট। সে বিভিন্ন মুভিতে একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে সবসময়ে কাজ করে। তার মা( কিরণ খের) সেও অভিনয় পাগল আর তার বন্ধু পাপ্পু (শ্রেয়াস তালপাড়ে) তাকে উপদেশ দেয় অভিনয় করার জন্য। একসময়ে ওমের পরিচয় হয় শান্তিপ্রিয়া (দীপিকা পাড়ুকোন) এর সাথে। সেও অভিনেতা আর সে মুকেশ মেহরা (অর্জুন রামপাল) এর মুভিতে কাজ করে। একদিন ওম শান্তির মেকাপ রুমে যায় এবং ওম ওই রুমের ছোট জানালায় উঁকি মেরে দেখছিলো এবং তখন ওম জানতে পারে যে শান্তি মুকেশ এর হবু স্ত্রী আর শান্তিকে মুকেশ বলে দেয় যে সে ওম শান্তি ওম এর জন্য নায়িকা হবে।
মুকেশ তাকে সেই শুটিং সেটে নিয়ে যায় আর তাকে বলে যে এই সেটের ঝাড়বাতির নিচে হবে তাদের বিয়ে। এরপর কিছুক্ষন পরে মুকেশ তার সিগারেটের লাইটার দিয়ে পুরো শুটিং সেটটিকে আগুনে জ্বালিয়ে দেয়। এভাবে শান্তির মৃত্যু হয় এবং মৃত্যু হয় ওমের। কিন্তু তখন জন্ম হয় রাজেশ কাপুরের (জাওয়েদ শাইখ যার নাম আমি উল্লেখ করিনি) পুত্র ওম কাপুরের।
এবার আসা যাক এক্টিং নিয়ে
আমার শাহরুখের অভিনয় ভালো লাগে। সে তার রোমান্টিক অবতারের জন্য তিনি বলিউডের বাদশাহ খেতাব পেয়েছেন। আর দীপিকার অভিনয় কি আর বলবো, Mind Blowing!
এবার গানের কথায় আসা যাক, গানগুলোও অসাধারণ। দিওয়ানগি, ধুম তানা, ম্যায় আগার কাহু, জাগ সুনা সুনা গানগুলো এখনো আমার কানে বাজে।
শেষে এই মুভির কিছু ডায়লগ দিয়ে শেষ করব,
১."কেহতে হ্যা, আগার কিসি চিজ কো দিল সে চাহো, তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি কোশিস মে লাগ যাতি হ্যা
২. "হামারে জিন্দেগীকে তারাহ ফিল্মমো মে এন্ড তাক সাব ঠিক হো যাতা হ্যা, Happy's Endings. অর আগার নাহি হুয়া, তো ও The End নাহি হ্যা, পিকচার আভি বাকি হ্যা মেরে দোস্ত।"