Arju Bro

Arju Bro “Jiyo, khush raho, muskurao... Kya pata, kal ho naa ho!”

27/10/2022

সম্পত্তির লোভ দেখিয়ে যা দিলো নিজের আপন বাবা 🤪👀

27/10/2022

Bangladesh Cricket : The Tigers
FC Barcelona
why?
তোমরা কি আমদের পাগল বানাবা?

27/10/2022

এই ম্যাচও যে বাংলাদেশ জিতবে এটা যারা বিশ্বাস করতাছেন তারা আসলে খুব সহজ সরল।
আল্লাহ আপনাগোরে নেক হায়াত দিক

27/10/2022

১৬ কোটি বাঙালি সিডনিতে দাঁড়ায়া মুতলেও খেলাটা বন্ধ থাকতো বৃষ্টি হিসেবে ধইরা নিয়া।

26/10/2022

|| Ep11 || পুড়ছি আমরা

25/10/2022

|| Ep2 || তৈলাক্ত মাথায় তেল

🤪👀যখন আপনি স্লোগান উল্টাভাবে নেন।
25/10/2022

🤪👀
যখন আপনি স্লোগান উল্টাভাবে নেন।

24/10/2022

বাংলাদেশের খেলা হইলো মাস্টারবেশনের মতো প্রতিবারই বলি এইবারই শেষ কিন্তু শেষ আর হয় না।

24/10/2022


Bangladesh vs Netherlands match context.
sorry Bangladesh Cricket : The Tigers

23/10/2022


পাকিস্তান,বাংলাদেশ,বার্সার ফ্যানদের অবস্থা।

23/10/2022

ক্রিকেট ভদ্রলোকের খেলা তাই এইখানে ভারত-পাকিস্তান একে অপরের শত্রু।

22/10/2022

👀🤪
বাড়ি থেকে ভূত তাড়াতে চান?তাহলে এই ভিডিও দেখুন।

22/10/2022

কার্মা ইজ আ বিচ কিংবা সময়ের প্রতিশোধ কিংবা টিট ফর ট্যাট যাই বলুন না ক্যানো এটার সারমর্ম দাঁড়ায় আপনি যা করছেন কিংবা করবেন প্রতিটা জিনিসের ফল সেমভাবে আপনার ভোগ করতে হবে।

আমাদের এলাকার এক দোকানদার ছিলো প্রায় সময় দেখতাম ৫ টাকার ভাড়ার জন্য রিকশাওয়ালার গায়ে হাত তুলতো।এমনও সময় যেতো অন্য কারোর জন্য সে হুদাই রিকশাওয়ালাকে মেরেছে।
আমি ভাবতাম যে সময় একদিন তার রিজিক রিকশওয়ালাদের উপরেই রাখবে।সময়ের পরিক্রমায়
তার দোকান বাদ গেলো।সে হোটেল খুলে বসলো,তারপর দেখতাম রিকশাওয়ালাদের খাবার সার্ভ করতেছে নিজে।এটা সময়ের খেলা।এটারে উল্টায় ফেলার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোর নাই।

আরেকটা ব্যাপার হইলো ছোটবেলা পড়তাম বড় যদি হতে চাও ছোট হও তবে।আরেকটা প্রবাদ ছিলো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় অথবা গাছ যত বড় হয় ততই মাটির গভীরে যায়।

এই প্রবাদগুলা বলার কারণ হইলো রোনালদোর খারাপ সময় চলতেছে।অনেকদিন এনালাইসিস করে দেখলাম এই সময়টা রোনালদো আর তার ফ্যানদের প্রাপ্য ছিলো।বর্তমান যেই রোনালদোকে আপনারা দেখতেছেন সেটাই আসল রোনালদো।বর্তমান যেই ফ্যানবেজ হাহাকার করছে এটাই তাদের প্রাপ্যতা।

কারণ রোনালদো যা কিছু এচিভ করেছে তার সবকিছুর জন্যই সে নিজেরে এতটা দাম্ভিকভাবে গড়ে তুলেছে যে বর্তমানের সাধারণ বিষয়গুলাও তার কাছে বিষফোড়া মনে হইতেছে।এই যে ফুটবল জগতে ডিসরিস্পেক্ট এখন রোনালদো পাইতেছে এটা কেবলমাত্র অহংকারের পতনের জন্য আর তার ভিতরে যে অশান্তি তা কেবলমাত্র হিংসার জন্য।

অথচ নিজের ক্যারিয়ার নিয়ে সুখে,হাসিখুশি থাকতে পারতো।ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল,ইন্টারন্যাশনাল সবচেয়ে বেশি গোল,ইউরোপের ভিতরে সবচেয়ে বেশি গোল,ক্লাবের ক্ষেত্রে সবচেয়ে বেশি গোল দেওয়া প্লেয়ারকে ইতিহাস ভুলবে না এটাই ছিলো সত্য কিন্তু জৈনেক আরেকটা প্লেয়ারের ক্যারিয়ারের সাথে আজীবন কম্পেয়ার করে মনের অশান্তি জোগাড় করছে।

অথচ ২০১৫-২০ পর্যন্ত মেন্টালিটির মনস্টার,ওয়ান ম্যান আর্মি,বিগার দ্যান ফুটবল,বিস্ট বলে ফ্যানরা তারে কতই না উপরে তুলেছিলো আর তিন ফাইনাল হারা জৈনেক সেই প্লেয়ারকে ছোট করতে করতে কতই না আনন্দ উপভোগ করছিলো।সময় বদলায়,কিন্তু ক্ষত থেকে যায়।আজ জৈনেক প্লেয়ারের ফ্যানরা তারে তুলোধোনা করছে কারণ ওই লোকের ফ্যানদের আর হারানোর কিছুই নাই।

আমি রোনালদোর কথা টেনেছি কারণ একটাই জীবনে যত বড়ই হোন দাম্ভিক হবেন না।জন্মাইলে যেমন মরতে হবে তেমনি দাম্ভিক হইলে পতন হবে এটা জেনে রাখবেন।

আজ থেকে পপকর্ন বিক্রি শুরু করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন।
21/10/2022

আজ থেকে পপকর্ন বিক্রি শুরু করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন।

21/10/2022

👀🤪
তিনবার জিলাপি নিতে গিয়ে ধরা খেলাম অতঃপর যা হলো আমার সাথে।
আপনার যে বন্ধুর এমন অবস্থা হবে তাকে ম্যানশন দিন।

20/10/2022

👀🤪
সেল্ফ ডিফেন্স না জানলে যে অবস্থায় পড়তে পারেন।

🤙😀বসুন্ধরা গ্রুপের মালিক আনভীর ভাইকে দেখে সুগার ড্যাডি হওয়ার শখ জাগলো।
19/10/2022

🤙😀
বসুন্ধরা গ্রুপের মালিক আনভীর ভাইকে দেখে সুগার ড্যাডি হওয়ার শখ জাগলো।

18/10/2022

|| Ep10 || প্রেমিকারা যা দেয়।

17/10/2022

👀🤪
The beginning of a new series
|| Ep1 || বসতে দিলে শুইতে দিতে হয়।

👀🤪আজ থেকে থালাবাসন মাজা শুরু করলাম হাসব্যান্ড ম্যাটারিয়াল হওয়ার জন্য।সবাই আমার জন্য দোয়া করবেন।
17/10/2022

👀🤪
আজ থেকে থালাবাসন মাজা শুরু করলাম হাসব্যান্ড ম্যাটারিয়াল হওয়ার জন্য।
সবাই আমার জন্য দোয়া করবেন।

16/10/2022

এভ্রি বার্সা ফ্যান রাইট নাও।
এজ আ বার্সা ফ্যান আই এম হার্ট।

  হাফ টাইম শেষের অবস্থা।আমাকে আর মারবেন না আমি বার্সা ফ্যান।
16/10/2022


হাফ টাইম শেষের অবস্থা।
আমাকে আর মারবেন না আমি বার্সা ফ্যান।

15/10/2022

এই কবিতা আর মাত্র ৯৯৬ বার পোষ্ট করবো সারাজীবন মিলিয়ে।

প্রিয়তমা,
নমরুদের ল্যাংড়া মশার মতো পুরো মগজ জুড়ে তোমার বসবাস,
নূহ নবীর কওমের মতো আমাকে প্রত্যাখ্যান করছো ৯৫০ বছর ধরে।
জুলকারনাইনের গড়ে তোলা প্রাচীরের মতো আমাদের মাঝে গড়ে উঠছে যে দেয়াল,
হযরত আলীর মতো সেটা কী উপড়ে ফেলা যায় না?

পুলসিরাতের সমান দূরত্বে তোমার অবস্থান,
আমি ডুবে যাচ্ছি ফেরাউনের মতো নীল নদে।
ইবলিশের মতো ঠাই মিলছে না তোমার অন্তরের বেহেশতে।
দাউদাউ করে জ্বলতে থাকা আমার মনের জাহান্নামের ব্যাপারে আর কতটুকুই বা জানো।
আমি মজনুর মতো অতৃপ্ত আত্মা,
আবু লাহাবের লানত পাওয়া হাতের মতো ধ্বংস হওয়ার আগে 'আমাকে ভালোবাসো'।

15/10/2022

নারী টাকায় আটকায় না,ভালোবাসাও আটকায় না,মায়াতেও আটকায় না,নারীরা আসলে আটকায়ই না।কারণ নারীদের আটকায় রাখার ক্ষমতা কারোর নাই।তার চেয়ে বড় কারণ নারী মানেই উইমেন,উইমেন মানেই উন্নয়ন।

15/10/2022

একটু খেয়াল করলেই দেখবেন আমাদের তীব্র ভালোবাসার সময় এমন একটা ছেলে আমাদের সাপোর্ট দিতে আমাদের সাথে থাকতো যার কোনো লেনদেনই ছিলো না আমরা যে মেয়েটারে ভালোবাসতাম।

ওরা শুধুই আমাদের সাথে থাকতো।না কোনো টাকা না কোনো সুবিধা,মোটকথা কোনোকিছুই না তবুও থাকতো।সকাল বেলা দাঁড়ালেও আসতো,বিকালেও আসতো,রাত্রের ১২ টা পর্যন্ত থাকতেও ওরা দ্বিধা করতো না।

ওরা আমাদের নিজেদের থেকেও বিশ্বাস রাখতো মেয়েটা কোনো একটা সময় ভালোবাসার নজর নিয়ে আমাদের দিকে তাকাবে।খেয়াল করে দেখেন ওরা আপনার থেকেও খুব খুশি ফিল করতো যখন মেয়েটা আপনার দিকে তাকাইতো।

তীব্র ভালোবাসা কেটে যায়,আমরা মেয়েটারে পাওয়া না পাওয়ার হিসাব কষে যখন আফসোস করি,তীব্র বেদনা অনুভব করি তখন আর খেয়াল করি না যে আমাদের সাপোর্ট দেওয়া সেই ছেলেটার কী অবস্থা।

সময় কেটে যায়,আমাদের মনে হয় মেয়েটারে হারায়ে আমরা জীবনে খুব লসে পড়ে গেলাম কিন্তু আসলে আমরা ছেলেটারে হারায় ফেলি।তীব্র সাপোর্ট দেওয়া ছেলেটা আমাদের থেকে নিমিষেই হারায়া যায়।

যারা আমাদের সুখে সুখ আর আর আমাদের দুঃখে দুঃখী হয় এসব লোকদের আমরা হারায় ফেলি আর এটা নিয়ে আমাদের মাঝে কোনো কষ্টও অনুভব হয় না।

রব্বে আজীম এদের অন্তরে যে পরিমাণ নিঃস্বার্থতা দিয়েছে এটার জন্য আমরা ওদের কাছে চিরদিনই ঋণী।

14/10/2022

টাকা ধার দেওয়ার পরের গল্প।
যারা যারা টাকা ধার দিয়ে ধরা খাইছেন এদিকে আসেন।

জুম্মা মোবারক ❤️আজ থেকে আচার বিক্রি শুরু করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন।
14/10/2022

জুম্মা মোবারক ❤️
আজ থেকে আচার বিক্রি শুরু করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন।

13/10/2022

বিপদে যখন ইউটিউব দেখে সেল্ফ ডিফেন্স শিখতে যাবেন 😁😁

12/10/2022

|| Ep9 || ব্রোকেন বন্ধুর কাছে যা থাকে।

11/10/2022

মাইয়া মানুষ ফেমাস পুরুষ চায় না।চাইলে জনি ডেপেরে ছাড়তো না।
মাইয়া মানুষ হ্যান্ডসাম পুরুষও চায় না।চাইলে হৃতিকরে ছাড়তো না।
মাইয়া মানুষ কেয়ারিং পুরুষও চায় না।চাইলে সালমান খান সিঙ্গেল থাকতো না।
মাইয়া মানুষ বডি বিল্ডারও চায় না।চাইলে জন আব্রামরে ছাড়তো না।
মাইয়া মানুষ লয়ালিটিও চায় না।চাইলে ফ্রান্সিস্কো টট্টির বউ ধোঁকা দিতো না।
মাইয়া মানুষ ভালোবাসাও চায় না।চাইলে হুমায়ুন ফরিদীর বিচ্ছেদ হইতো না।

আসলে মাইয়া মানুষ কি চায় তা সে নিজেও জানে না।
কারণ তারা 'উইমেন'

so many photos but only one question 'why?'scroll until the last one. 😆😆😆
11/10/2022

so many photos but only one question 'why?'

scroll until the last one. 😆😆😆

10/10/2022

মানুষ যেই কারণে ভিখারি হয়।

09/10/2022

বিরিয়ানি সমাচার।

07/10/2022

সব গ্রুপেই এমন একজন পানোতি বন্ধু থাকে।

তারে ম্যানশন দেন।

মোডারেট হুজুর জুম্মার নামাজ শেষে যেই পোজে ছবি তুলে।
07/10/2022

মোডারেট হুজুর জুম্মার নামাজ শেষে যেই পোজে ছবি তুলে।

06/10/2022

নারীবাদী আপো ইজ ব্যাক এগেইন। 🤣

05/10/2022

হতাশ হওয়ার কিছুই নাই,বেটার ডেইজ আর কামিং ইনশাআল্লাহ।

05/10/2022

চোখ লাল দেইখা ভাববেন না চোখ উঠছে কেউ কেউ বিনা নেশাতেই চোখ লাল কইরা বইসা আছে।

04/10/2022

মিথ্যা কসম যদি সত্যি হইতো তাহলে যা হইতো 🤣

Address

Narayanganj
2400

Alerts

Be the first to know and let us send you an email when Arju Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arju Bro:

Videos

Share


Other Digital creators in Narayanganj

Show All