Astrophile

Astrophile “We are all of us stars, and we deserve to twinkle...!🥰✨”

A giant tribute banner honors Meherin Chowdhury, the courageous teacher who lost her life in the tragic Milestone plane ...
24/07/2025

A giant tribute banner honors Meherin Chowdhury, the courageous teacher who lost her life in the tragic Milestone plane crash.She stood for her students till her last breath... today, the entire stadium stood for her. Gone, but never forgotten. 🖤

©️collected✒️

#মাইলস্টোনক্যাম্পাসউত্তরা

‎She drowned in the ocean of her own regrets...‎but even in the deepest sorrow, His mercy found her.‎‎وَرَحْمَتِي وَسِعَ...
24/07/2025

‎She drowned in the ocean of her own regrets...
‎but even in the deepest sorrow, His mercy found her.

‎وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ

‎“And My mercy encompasses all things.”
‎— Surah Al-A’raf (7:156)

©️ Collected✒️

Application for leave in advance.Section: SKY.🇧🇩She got permanent leave from this World.❤️‍🩹💔 #©️collected✒️
24/07/2025

Application for leave in advance.
Section: SKY.🇧🇩
She got permanent leave from this World.❤️‍🩹💔

#©️collected✒️

আজ পর্যন্ত দেখলাম না!কোনো বাংলাদেশের সরকার কে জণগণের কাছে ভিক্ষা চাইতে।কিন্তু এই ইউনুস স্যার কে বলতে দেখলাম,আমাদের সাহায...
23/07/2025

আজ পর্যন্ত দেখলাম না!
কোনো বাংলাদেশের সরকার কে জণগণের কাছে ভিক্ষা চাইতে।
কিন্তু এই ইউনুস স্যার কে বলতে দেখলাম,আমাদের সাহায্য করুন।

বিগত দিন গুলোতে সরকার কে জণগন ভয় পেত
এখন ইউনুস স্যার জণগণ কে ভয় পাই।

বিশ্বাস করেন!
এই ইউনুস স্যার কে আপনি যত ইচ্ছে গালমন্দ করেন,সে কিছু বলবে না-এমনকি কেউ প্রতিবাদও করবে নাহ।

কিন্তু আপনি যদি আপনার আশে পাশের কোনো ছোট থেকে ছোট রাজনীতিবিদ কে নিয়ে কিছু বলেন তাহলে দেইখেন-ফলাফল দেখবেন সাথে সাথেই প্রতিবাদ।

আপনি বর্তমানে সোস্যাল মিডিয়ায় একটা এক্টিভিস্ট কেও দেখবেন না-যে কিনা ইউনু স্যার এর হয়ে কথা বলে।
কেন দেখবেন না জানেন?
কারণ ইউনুস স্যার এমনই লোক,যে নিজের কাজ দিয়ে জনগন কে বুঝাতে চাই-তার কোনো এক্টিভিস্ট প্রয়োজন পরে নাহ।

এখন অনেকে বলবেন!
সে আসলে কি করেছে?
উত্তর হচ্ছে অনেক কিছুই করেছে-এবং এখন অবধি যা যা করেছে,কেবল মাত্র সে নিজেই করেছে।

আপনাদের একটু মনে করিয়ে দিই
গতকাল ইউনুস স্যার বলেছিলো-আমরা নিজেদের কেই বুঝ দিতে পারলাম না আজ অবধি-অন্যকে কিভাবে বুঝ দিবো?
প্রফেসর ইউনুস এটা এমনি এমনি বলে নাই
আসলে ইউনুস স্যার এটা বুঝাতে ব্যর্থ,যে সে আসলেই ভালো নেই-তাকে তার মত করে কাজ করতে দেওয়া হচ্ছে নাহ।

আপনি চোখ মেলে দেখেন
মোটামুটি এখন সব ইউনুসের বিরুদ্ধে কাজ করতেছে,ওনার বিপক্ষে লেখালেখি করতেছে।
আচ্ছা আমার একটা প্রশ্ন!
প্রফেসর ইউনুসের বিকল্প আরো ভালো কেউ কি আছে?
থাকলেও থাকতে পারে!
তবে ইউনুস এমন একজন লোক,সে শুধু সরকারের পরিচয় দেইনি,বরং পরিচয় দিয়েছে একজন মাটির মানুষ হিসাবেও।
আপনাদের কি মনে আছে?
ইউনুস সাহেব যখন দেশের হাল ধরেছিল-তখন দেশের কি অবস্থা ছিলো!

আসলে ওনি থাকবেন না,একটা সময় ঠিকই চলে যাবেন
তবে যখন যাবেন তখন একটু হলেও ওনার গুরুত্ব বুঝবেন।

Chief Adviser GOB salute you sir ❤️
©️ Collected ✒️

23/07/2025

'আমারে বললো, তোমার হাতটা দাও। আমি দিলাম। ওর হাতটা ধরা যায় না, পো!ড়া। আমার হাতটা বুকে নিয়ে বললো, তোমার সাথে আর দেখা হবে না।'

~ মহীয়সী মেহরিন ম্যামের হাজবেন্ড😅

22/07/2025

রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে না আর।
সকালেও তাড়াতাড়ি উঠতে হবে না।
H.W ও করতে হবে না
ম্যামকেও সকালে উঠে ক্লাসে করাতে যেতে হবে না😮‍💨

ড.ইউনুস স্যার চোর আর আগের গুলা সব অলি আউলিয়া যত কোটি কোটি টাকা পাচার হইছে আর ১৯৯৯ তে এসব প্লেন প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়া ...
22/07/2025

ড.ইউনুস স্যার চোর আর আগের গুলা সব অলি আউলিয়া যত কোটি কোটি টাকা পাচার হইছে আর ১৯৯৯ তে এসব প্লেন প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়া প্লেন তো ইউনুস স্যার ই কিনছিলো মনে হইতাছে, আমাদের এই নিমকহারাম সমাজ যে কবে ভালো হবে আল্লাহ ই ভালো জানে এখন যত দোষ সব ইউনুস স্যারের হায়রে বাঙ্গালি।

Chief Adviser GOB ❤️

✒️Someone।

Jdi ei SM post ta toder so called manobotar fairywalara korto tkhn ki korti? Tkhn toh Vikkuk bolti na...  But Kotha ta c...
22/07/2025

Jdi ei SM post ta toder so called manobotar fairywalara korto tkhn ki korti? Tkhn toh Vikkuk bolti na... But Kotha ta chief advisor bolche tai Pura abegi bangali kukurer moton koira uthche....
R she bolche jara korte Chay that doesn't mean vikka korteche... Onk ei help korte chaiteche... BT bujhteche na kivabe korbe that's why bolche....
Vai ekta manush re hut koira etto ta disrespect korish na... Common sense Diya post kor... Eikhane kothao bole nai je tk na dile shajjo korbo na...
Eivabe openly vikuk banaya dili ? Minimum respect kora uchit chilo... She positive dik ta vaibba korche...
Ek min er moddhe shobai tare disrespect kora start korche...
Wtf is going on Vai ? Toder shobar mathay gobor Diya vora?

Ami personally eikhane vul dekhi nai....

Chief Adviser GOB ❤️

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেক...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"!

দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা শিক্ষিকা আর বেঁচে নেই💔😭Women, Maaa, Maaam. ❤️আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক।
21/07/2025

দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা শিক্ষিকা আর বেঁচে নেই💔😭
Women, Maaa, Maaam. ❤️

আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক।

21/07/2025

Address

Narayanganj

Telephone

+8801311190572

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astrophile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share