23/07/2025
আজ পর্যন্ত দেখলাম না!
কোনো বাংলাদেশের সরকার কে জণগণের কাছে ভিক্ষা চাইতে।
কিন্তু এই ইউনুস স্যার কে বলতে দেখলাম,আমাদের সাহায্য করুন।
বিগত দিন গুলোতে সরকার কে জণগন ভয় পেত
এখন ইউনুস স্যার জণগণ কে ভয় পাই।
বিশ্বাস করেন!
এই ইউনুস স্যার কে আপনি যত ইচ্ছে গালমন্দ করেন,সে কিছু বলবে না-এমনকি কেউ প্রতিবাদও করবে নাহ।
কিন্তু আপনি যদি আপনার আশে পাশের কোনো ছোট থেকে ছোট রাজনীতিবিদ কে নিয়ে কিছু বলেন তাহলে দেইখেন-ফলাফল দেখবেন সাথে সাথেই প্রতিবাদ।
আপনি বর্তমানে সোস্যাল মিডিয়ায় একটা এক্টিভিস্ট কেও দেখবেন না-যে কিনা ইউনু স্যার এর হয়ে কথা বলে।
কেন দেখবেন না জানেন?
কারণ ইউনুস স্যার এমনই লোক,যে নিজের কাজ দিয়ে জনগন কে বুঝাতে চাই-তার কোনো এক্টিভিস্ট প্রয়োজন পরে নাহ।
এখন অনেকে বলবেন!
সে আসলে কি করেছে?
উত্তর হচ্ছে অনেক কিছুই করেছে-এবং এখন অবধি যা যা করেছে,কেবল মাত্র সে নিজেই করেছে।
আপনাদের একটু মনে করিয়ে দিই
গতকাল ইউনুস স্যার বলেছিলো-আমরা নিজেদের কেই বুঝ দিতে পারলাম না আজ অবধি-অন্যকে কিভাবে বুঝ দিবো?
প্রফেসর ইউনুস এটা এমনি এমনি বলে নাই
আসলে ইউনুস স্যার এটা বুঝাতে ব্যর্থ,যে সে আসলেই ভালো নেই-তাকে তার মত করে কাজ করতে দেওয়া হচ্ছে নাহ।
আপনি চোখ মেলে দেখেন
মোটামুটি এখন সব ইউনুসের বিরুদ্ধে কাজ করতেছে,ওনার বিপক্ষে লেখালেখি করতেছে।
আচ্ছা আমার একটা প্রশ্ন!
প্রফেসর ইউনুসের বিকল্প আরো ভালো কেউ কি আছে?
থাকলেও থাকতে পারে!
তবে ইউনুস এমন একজন লোক,সে শুধু সরকারের পরিচয় দেইনি,বরং পরিচয় দিয়েছে একজন মাটির মানুষ হিসাবেও।
আপনাদের কি মনে আছে?
ইউনুস সাহেব যখন দেশের হাল ধরেছিল-তখন দেশের কি অবস্থা ছিলো!
আসলে ওনি থাকবেন না,একটা সময় ঠিকই চলে যাবেন
তবে যখন যাবেন তখন একটু হলেও ওনার গুরুত্ব বুঝবেন।
Chief Adviser GOB salute you sir ❤️
©️ Collected ✒️