25/05/2024
ছোট বেলা থেকেই আমরা মা নিয়ে রচনা পড়েছি। সেখানে একটি লাইন খুব বেশি পেয়েছি যে,মা কথাটি ছোট্ট কিন্তু এর অর্থ ব্যাপক। সত্যিই কিন্তু তাই। আর এটা খুব বেশি অনুভব করি যখন নিজে মা হয়েছি। আরো একটা ব্যাপার উপলব্ধি হয় যে সন্তানের প্রতি তার জন্মের পর থেকে প্রতি মুহূর্তে তার প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করে মা হয়ে উঠতে হয়।সন্তান জন্ম দেয়ার মাধ্যমে মাতৃত্ব অর্জন করার পাশাপাশি মা ও হয়ে উঠতে হয়। আর একটা সময় সন্তান বড় হবে, স্বনির্ভর হবে, বিয়ে করবে/হবে। আর তখন ভেবে বসব এবার আমার দায়িত্ব শেষ, এবার সন্তানের সকল দায়িত্ব।আর দায়িত্ব পালনে ব্যর্থ হলে/তার জীবনসঙ্গীর উনিশ থেকে বিশ হলে আমি এতদিন সন্তানের জন্য যা যা করেছি তার প্রতিদান চাইব। তাহলে কি আদৌ মা হতে পারলাম??? যাই হোক, সন্তানের দিকে তাকিয়ে হঠাৎ এগুলো মনে হলো আরকি!!!! আজ স্বামী সন্তান নিয়ে আমার সংসার। একদিন স্ত্রী-সন্তান/স্বামী -সন্তান নিয়ে তাদের ও সংসার হবে। মা হয়ে সন্তানের জন্য কি কি করছি তা যদি সন্তানকে বার বার শুনিয়ে প্রতিদান চাই, তবে সন্তান যে সেখানে বড্ডো অসহায়!!!! আমি আমার চিন্তাধারাগুলোই প্রকাশ করলাম। যে সম্পর্কে হিসাব যত বেশি থাকবে,সে সম্পর্কে গরমিল তত বেশি থাকবে । এটাই স্বাভাবিক।