ধর্মব্যঞ্জন-DharmaByanjan

ধর্মব্যঞ্জন-DharmaByanjan বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজনীতি, সমাজ, ভারতীয় ও ধার্মিক মত, বিশ্বাস, রীতি অনুধাবন ও আলোচনার প্রয়াস৷

ছাগ.লের দল, সব আওয়ামী লীগ এখন মস.জিদে আড্ডা দেয়।
27/09/2025

ছাগ.লের দল, সব আওয়ামী লীগ এখন মস.জিদে আড্ডা দেয়।

"হায়, আ.ল্লা.হ খালেদ, দেশ সত্যিই উ.গান্ডার মত হয়ে গেছে!"  - ব্লা.কশিপ নরজুল
19/09/2025

"হায়, আ.ল্লা.হ খালেদ, দেশ সত্যিই উ.গান্ডার মত হয়ে গেছে!" - ব্লা.কশিপ নরজুল

দুর্গাপূজা আসার সময় বোঝা যায় প্রতিমা ভাঙার খবরে। গত কয়েক বছরে এটা নৈমিত্তিক হয়ে গেছে। এবার এর সঙ্গে যোগ হয়েছে কিছু হি.ন্...
19/09/2025

দুর্গাপূজা আসার সময় বোঝা যায় প্রতিমা ভাঙার খবরে। গত কয়েক বছরে এটা নৈমিত্তিক হয়ে গেছে। এবার এর সঙ্গে যোগ হয়েছে কিছু হি.ন্দু নামধারী দা.লালের গলাবাজি। যখন যে ক্ষমতায়, হামলার বিচার ও নিরাপত্তার দায়ও তার। তার ব্যর্থতাই মুখ্য। অযথা ভারত শুভেন্দু টেনে যে বিএনপিপন্থী হি.ন্দু নেতারা গলাবাজি করছে, তাদের ছা.গলের তিন নম্বর বাচ্চা ভাবলে তা ছা.গশিশুর অপমান। গত দেড় বছরে তাদের একমাত্র সাফল্য কতগুলো বড় মন্দির আর পূজাকমিটির পদ দখল আর নির্যাতিত হিন্দুদের আন্দোলন করার পেছনে কার মদদ আছে তা বের করার জন্য ধমকানো, শাসানো। ওদিকে গুণী আইনজীবী ও রাজনীতিবিদ সুব্রত চৌধুরী হিন্দুদের বোঝাচ্ছেন বিএনপি ও তারেক জিয়া কিভাবে নাস্তিকদেরসহ ইনক্লুসিভ রেইনবো বাংলাদেশ বানাবেন। গত ১৬ বছরের সরকারের সমালোচনা ইত্যাদি। তার কথা সাধু। কিন্তু গত ১৬ বছরে বিএনপি হিন্দুদের নির্যাতনের সময় কী আন্দোলন বা বিবৃতি / কমসূচি দিয়েছিল? রামু, নাসিরনগরে বিএনপি, জামাত, লীগ এক হয়ে নির্যাতন করেনি? সরকারের ও সরকারি দলের দায় অবশ্যই বেশি, কিন্তু বিরোধীদল কী ভূমিকা রেখেছে? আর এরাই তো এখন De facto ক্ষমতায়, এখনকার এই হামলার বিচারের ব্যর্থতা নিয়ে সুব্রত বাবুদের কথা এখনও শোনা যাচ্ছে না কেন? গত এক বছর হিন্দু নির্যাতন নিয়ে বিএনপিপন্থী, গোবিন্দ মার্কা ভাড়াটে নেতা, তথাকথিত নিরপেক্ষ বা সুশীল হিন্দু নেতারা যে ডোন্ট ডিস্টার্ব ইউনুস-জামাত নীতিতে আছেন, তার জন্য বাংলাদেশের হিন্দু তাদের হতাশা ও বিভ্রান্তির চরমে আছেন। লীগপন্থী হিন্দু নেতারা গত ১৬ বছরে ব্যর্থ হয়েছে যেমন সত্যি, তেমনি গত ১ বছরে বাকি হিন্দু নেতারাও তাদের চেহারা দেখিয়ে দিয়েছে যে, তারাও আলাদা কিছু নয়। এই সময়ে একমাত্র চিন্ময়কৃষ্ণ ও কুশল চক্রবর্তীর ভূমিকা কিছুটা দৃঢ়তা দেখাতে পেরেছিল কিন্তু তা সরকার ও দালাল হি.ন্দু নেতাদের গু.টিবাজিতে অবদমিত হয়েছে। কিন্তু সময়ের চাকা কিন্তু স্থির নয়৷ তাই দা.লালরা সাবধান হয়ে যাও।

16/09/2025

কানে হাত দিলে লাভ নাই, রাজাকার ও তার ছানাপোনারা। গলায় ফাঁ.সির দ.ড়ি সময়মত পরানো হবে। ৭১ এর হ.ত্যাকারীর মত ২৪ এর জঙ্গিরাও সময়মত ঝু.লবে।

এই সরকার আর রাজাকার-চাঁদাবাজদের সম্পর্ক হচ্ছে শ্বশুর - জামাইয়ের মত। আদর তো পাবেই।
15/09/2025

এই সরকার আর রাজাকার-চাঁদাবাজদের সম্পর্ক হচ্ছে শ্বশুর - জামাইয়ের মত। আদর তো পাবেই।

বাঁশের চেয়ে কঞ্চি বড়,শিবিরমুক্ত ক্যাম্পাস গড়ো।সারা বাংলায় জ.ঙ্গিরাজজামাত শিবির চাঁদাবাজ।।হল সংসদের ভিপি হয়ে ম্যাজিস্ট্রে...
15/09/2025

বাঁশের চেয়ে কঞ্চি বড়,
শিবিরমুক্ত ক্যাম্পাস গড়ো।
সারা বাংলায় জ.ঙ্গিরাজ
জামাত শিবির চাঁদাবাজ।।

হল সংসদের ভিপি হয়ে ম্যাজিস্ট্রেসি শুরু করে দিয়েছে শিবিরের নেতারা। দোকানে টেস্টিং সল্ট রাখার অভিযোগে এক দোকানে ৩ হাজার, আরেক দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আবার 'হাফপ্যান্ট' পরে কেন কাজ করছে এতে ক্যান্টিনের ইজাদারকে শাসাচ্ছে, মনে হয় এই রা.জাকারের পাকি বী.জের ছেলে রান্নাঘরে এসি লাগিয়ে রেখেছে। এরাই আবার রাতের বেলায় ক্যাম্পাস এলাকার সব দোকান থেকে তোলাবাজি শুরু করবে, না দিলেই ক্যামেরা নিয়ে অপদস্থ করবে নয়ত জরিমানা মা.রাবে।

অবশ্যই পূজাকমিটিতে কোন্দল আছে। তো? মসজিদ কমিটির কোন্দল নিয়ে কতবার মন্তব্য করে এই গাড়ল? তোর কাজ নিরাপত্তা দেওয়া ধর্ম ও জা...
14/09/2025

অবশ্যই পূজাকমিটিতে কোন্দল আছে। তো? মসজিদ কমিটির কোন্দল নিয়ে কতবার মন্তব্য করে এই গাড়ল? তোর কাজ নিরাপত্তা দেওয়া ধর্ম ও জাতিগত বিদ্বেষমূলক কথা বলা নয়। এই ছা.গল বলতে চায় পূজায় হামলা বিগ্রহ-প্রতিমা ভাঙার পেছনে ওই কোন্দল। নিরাপত্তা শাস্তি দেবার যোগ্যতা নাই, অপবিত্র মুখ দিয়ে কেবল জাতি-ধর্ম-গত বিদ্বেষমূলক কথা। কোন পূজাকমিটি যেন এই হারামি বাহার নম্বর ২ কে যেন পূজায় স্বাগত না জানায়। মন্দিরে ঢুকলে যারা পারেন ওর কালো পাতাকা দেখান।

ভিক্ষা চাই না তোর কু.ত্তা ঠেকা। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মডেল মন্দির হিন্দুদের দরকার নাই। এগুলো দালাল হিন্দু বানান...
13/09/2025

ভিক্ষা চাই না তোর কু.ত্তা ঠেকা। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মডেল মন্দির হিন্দুদের দরকার নাই। এগুলো দালাল হিন্দু বানানোর পদ্ধতি। আগে হিন্দু মন্দিরের দখল করা জমি ফেরত দে, যে মন্দির আছে তার, তার বিগ্রহের নিরাপত্তা দে। হিন্দু নির্যাতনের বিচার কর আগে। চাকরি থেকে যে হিন্দু বাদ দিয়েছিস, আগে সেগুলো ফেরত দে। হিন্দুদের দাবি এটাই হওয়া উচিত

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধর্মব্যঞ্জন-DharmaByanjan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share