19/09/2025
দুর্গাপূজা আসার সময় বোঝা যায় প্রতিমা ভাঙার খবরে। গত কয়েক বছরে এটা নৈমিত্তিক হয়ে গেছে। এবার এর সঙ্গে যোগ হয়েছে কিছু হি.ন্দু নামধারী দা.লালের গলাবাজি। যখন যে ক্ষমতায়, হামলার বিচার ও নিরাপত্তার দায়ও তার। তার ব্যর্থতাই মুখ্য। অযথা ভারত শুভেন্দু টেনে যে বিএনপিপন্থী হি.ন্দু নেতারা গলাবাজি করছে, তাদের ছা.গলের তিন নম্বর বাচ্চা ভাবলে তা ছা.গশিশুর অপমান। গত দেড় বছরে তাদের একমাত্র সাফল্য কতগুলো বড় মন্দির আর পূজাকমিটির পদ দখল আর নির্যাতিত হিন্দুদের আন্দোলন করার পেছনে কার মদদ আছে তা বের করার জন্য ধমকানো, শাসানো। ওদিকে গুণী আইনজীবী ও রাজনীতিবিদ সুব্রত চৌধুরী হিন্দুদের বোঝাচ্ছেন বিএনপি ও তারেক জিয়া কিভাবে নাস্তিকদেরসহ ইনক্লুসিভ রেইনবো বাংলাদেশ বানাবেন। গত ১৬ বছরের সরকারের সমালোচনা ইত্যাদি। তার কথা সাধু। কিন্তু গত ১৬ বছরে বিএনপি হিন্দুদের নির্যাতনের সময় কী আন্দোলন বা বিবৃতি / কমসূচি দিয়েছিল? রামু, নাসিরনগরে বিএনপি, জামাত, লীগ এক হয়ে নির্যাতন করেনি? সরকারের ও সরকারি দলের দায় অবশ্যই বেশি, কিন্তু বিরোধীদল কী ভূমিকা রেখেছে? আর এরাই তো এখন De facto ক্ষমতায়, এখনকার এই হামলার বিচারের ব্যর্থতা নিয়ে সুব্রত বাবুদের কথা এখনও শোনা যাচ্ছে না কেন? গত এক বছর হিন্দু নির্যাতন নিয়ে বিএনপিপন্থী, গোবিন্দ মার্কা ভাড়াটে নেতা, তথাকথিত নিরপেক্ষ বা সুশীল হিন্দু নেতারা যে ডোন্ট ডিস্টার্ব ইউনুস-জামাত নীতিতে আছেন, তার জন্য বাংলাদেশের হিন্দু তাদের হতাশা ও বিভ্রান্তির চরমে আছেন। লীগপন্থী হিন্দু নেতারা গত ১৬ বছরে ব্যর্থ হয়েছে যেমন সত্যি, তেমনি গত ১ বছরে বাকি হিন্দু নেতারাও তাদের চেহারা দেখিয়ে দিয়েছে যে, তারাও আলাদা কিছু নয়। এই সময়ে একমাত্র চিন্ময়কৃষ্ণ ও কুশল চক্রবর্তীর ভূমিকা কিছুটা দৃঢ়তা দেখাতে পেরেছিল কিন্তু তা সরকার ও দালাল হি.ন্দু নেতাদের গু.টিবাজিতে অবদমিত হয়েছে। কিন্তু সময়ের চাকা কিন্তু স্থির নয়৷ তাই দা.লালরা সাবধান হয়ে যাও।