09/09/2025
আড়াইহাজারে পরিত্যক্ত জায়গা থেকে যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিত্যক্ত স্থান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাচরুখী পশ্চিমপাড়ার একটি পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম রবিউল (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল সম্প্রতি ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটলো। এলাকাবাসী জানান, রবিউল কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার বিকেলে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবার অভিযোগ করেছে, রবিউলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসীরও একই দাবি।
আড়াইহাজার থানার ওসি (অফিসার ইনচার্জ) জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।